পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা। এখানে ছাত্রাবাসে থাকিতে অনেক খরচ পড়ে, তাই আমরা ৪৫ জন মিলিয়া বাড়ী ভাড়া লইয়া একত্র থাকি। সেখানে আমরা প্রতি রবিবারে দেশের মত রান্না ও দেশী আহারের ব্যবস্থা করি। যদিও আমাদের মধ্যে অনেকেই দেশী রান্নায় একেবারে অজ্ঞ, তবু উহারি মধ্যে যে একটু রাখিতে পারে, তিনি সে দিনের জন্ত সর্দারপাচক (dean) এবং অন্তান্ত সকলে তাছার সহকারী নিযুক্ত হন । "ডিন মহাশয় যাহাকে যাহা করিতে বলেন ত{হাকে বিন; বাক্যব্যয়ে তাহ করিতে হয় । এইরূপ সদার ব্রাহ্মণের কার্য্য প্রায়ই যোগেন বাবু করিতেন, যোগেন বাৰু ডিগ্রি নিয়া দেশে যাত্র করিয়াছেন, বোধ হয় এত દિને ૮બોફિશ ભાfscલન, શ્રાfss tનિফোর্ণিয়া ছাড়িয়া আসিয়াছি । যাহারা আত্মনির্ভরপ্রিয় তাহার কোন পরিবারে ৪ ঘণ্টা করিয়া প্রতিদিন কাজ করেন সেজন্ত আহার ও বাসস্থান মিলে । রবিবারে এখানে কোন কাজ কৰ্ম্ম হয় না, তাই তাহারা বাঙ্গল ভোজে যোগদান করিতে পারেন । সপ্তাহের অন্তান্ত দিন আমরা আমেরিকানদের মতই থাই, ঐরূপ রান্নায় সময় ও ব্যর অল্পই লাগে । ষ্টানফোর্ড ও কালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ১৫-৬ মাইলের ব্যবধান । কালিফোর্ণিয়ার তুলনায় ওয়াসিংটনে প্রাচ্যবিদ্বেষ নাই বলিলেই চলে ; আমেরিকার অধিকাংশ স্থলেই প্রাচ্য বিদ্বেষের মাত্রা অত্যধিক । এখানে আমাদের আমেরিকানদের সঙ্গে মিশিবার বিস্তর সুযোগ ; তথাপি আমরা নানাকারণে এ আমেরিক প্রবাসীর পত্র। > ጓ© সুযোগ পূর্ণমাত্রায় গ্রহণে অপারগ। এখানেও অামাদের ছাত্রেরা অনেকে বাড়ী ভাড়া লইয়া থাকেন ; এখানেও কোন পরিবারে ৪,৫ ঘণ্ট। কাজ করিয়া খাওয়া ও থাকার যোগাড় করিয়া লন। এখানে ছাত্রের উপযুক্ত কার্য্য পাওয়া বড়ই কঠিন ; আর পাওয়া গেলেও আমাদিগকে বিদেশী মনে করিয়া আমাদের উপর এদেশের লোকে অতিরিক্ত জুলুম করে। সিটলে ( Seattle ) অধিকাংশই পঞ্জাবী ছাত্র ইহার অধিকাংশই নিরামিষভোজী ও মাংসাহারবিদ্বেষী। এমন কি দুই এক জন আর্য্যসমাজী ছাত্র মাংসের টেবিলে আহার করিতেও অনিচ্ছুক ; ছাত্রাবাসে পাকিবার পক্ষে ইহুদিগের ইহাই একটি প্রধান আ &রার.1 অনেক সময় টাকা পয়সাতেও কুলাইয় উঠে না। সম্প্রতি সিটলে সমস্ত ভারতবাসী ছাত্র মিলিয়া একটা বাড়ী ভাড়া নিয়া একত্রে বাস করিতেছেন, ইহাতে খরচ খুব কম হইতেছে। একজন সদাশয় মার্কিন মহিলা বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ভারতীয় ছাত্রদের একটি বাটী নিৰ্ম্মাণ জগু একখণ্ড জমি দান করিয়াছেন, জমির মূল্য ডলার অর্থাৎ ১২• • • হাজার টাকার কিছু বেশি। আমরা সেখানে একটী বাটী নিৰ্ম্মাণের চেষ্টায় আছি ; কিন্তু বাট প্রস্তুত 48 9 e. o করাইতে আরোও বার হাজার টাকার প্রয়োজন ; সে টাকার কোথা হইতে যোগাড় হইবে তাহা এখনো স্থির করিতে পারিতেছি না । দেশে অনেক গণ্যমান্ত ব্যক্তির নিকট এজন্য অনেক আবেদন করা হইয়াছে ; টাকা দিয়া কোন সহায়তা করা দুরের কথা পত্র