পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ዓ8 খানার পর্য্যস্ত উত্তর অবধি পাওয়া যায় নাই ; এদেশে কিন্তু পত্রের জবাব না দেওয়া একট গুরুতর অভদ্রভা বলিয়া বিবেচিত হয়, তা যিনি যত বড়লোকই হউন না কেন । আপনার একটু চেষ্টা করিলে বোধ হয় বাড়িটা হইয়া যাইবে । আশা করি আপনি একটু কষ্ট লইয়া ভারতের ছাত্রদের জন্ত এ সম্বন্ধে একটু চেষ্টা করিবেন। এ বাড়িটা হইলে এখন যে খরচ লাগিতেছে তাহার অদ্ধেক १झ८5 ७१ोहन ५[क शांहे८द । সম্প্রতি অগণ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ছাত্র মোটে নাই। অর্গণ ষ্টেট কলেজে তিন फ्रॉब्र जन शज श्राप्छन, उँशबts चब्र डाङ्ग লইয়া একত্রে বাস করিতেছেন। অর্গণের পোর্টল্যাগু সহরে আমাদের প্রতি ঘৃণার মাত্রা বেশ স্পষ্টামুভূত হয় । আমাদিগের জনৈক বন্ধুর এখানে থাকিবার জন্ত ঘর ভাড়৷ পাইতে অত্যন্ত কষ্ট পাইতে হইয়াছিল। কলিলে আমাদের প্রতি তত ঘূণ নাই, ওখানে আমরা বেশ পরিচিত হইয়াছি । ওয়াশিংটন ষ্টেট কলেজে আমার পুৰ্ব্বে আর কোন ভারতবাসী আসে নাই। এখানে আমি এখনও কোন প্রকার ঘৃণার ভাব পাই নাই বরং অনেক স্থলে আদরই পাইয়াছি। এদের সমস্ত সামাজিক সম্মিলনী ও নীচে মজলিসে আমার নিমন্ত্রণ হয় ; এবং এ সমস্ত স্থলেও কোন ঘৃণার ভাব দেখি नाहे । আমি এখানে কলেজ নিবাসে (College Dormitory) stfs ; qofra fsa ws sta; বাস ও আহার করে। এখানে ছুইটী ডরমিটরি অর্থাৎ নিবাস। একটা মেয়েদের ॐांब्रडौ । জ্যৈষ্ঠ, ১৩১৭ জঙ্ক, অপরট ছেলেদের জন্ত । মেয়েদের নিবাসে প্রায় আড়াই শত মেয়ে আছেন । এদেশের ছেলেদের সঙ্গে বেশ আছি, কখনও ইহারা আমার প্রতি কোন প্রকার ঘৃণার ভাব দেখান না বরং নানাপ্রকারে আত্মীয়তাই দেখাইয় থাকেন। এখানে ছেলেদের ডরমিটরির জীবনটুকু বেশ উপভোগ্য । যখন নুতন ছাত্র প্রথম ডরমিটরিতে ঘর পাইবার দরখাস্ত করে, তখন সকলের ভাগ্যে প্রথম বারেই ঘর জোটে না । কারণ দুই তিন হাজার দরখাস্ত পড়ে । আমি বিদেশী বলিয়া প্রথম দরখাস্তেই ধর পাইয়াছি । নুতন ছাত্র আসিলে উচ্চ নিম্ন সকল শ্রেণীর পুরাতন ছাত্রেরাই ইহাদিগকে দীক্ষিত করে । দীক্ষাটুকু বেশ মজার । কোনদিন দীক্ষণ হুইবে তাহার কোন স্থিরতা নাই, হঠাৎ একদিন রাত্রি দশটা কিম্বা এপারটার সময় ডরমিটরি হলে (Parlour) খুব হুলস্থল বাধিয়া গেল । পুরাতন ছাত্রগণ একত্রিত হইয়া নানাপ্রকার বাপ্তযন্ত্র বাজাইঃ', টিনের বাক্স পিটিষ্ট ষে যে প্রকারে পারে গোলযোগ আরম্ভ করিয়াছে। যতক্ষণ সমস্ত ছাত্র হলে একত্রিত না হয় ততক্ষণ এই প্রকারের গোলমাল চলিতে থাকে । সমস্ত ছাত্র একত্র হইলে প্রত্যেকে নিজের সুবিধামত ছদ্মবেশ ধারণ করে, কেহ আমেরিকার *ison fastilă ( Red Indian ) coপরে, কেহ বা দাড়ি গোপ লাগাইয়া বৃদ্ধের বেশ ধরে, কেহ কলেজ সভাপতি কিম্বা কোন cপ্রাফেসীরের মত পোষাক পরিয়া উtহার অমুকরণ করে, কেহ বা কলেজের মেয়েছাত্রীর অন্থকরণে গাউন প্রভৃতি পরিয়া,