পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وهو لا ১৩০ হইতে ১৬০ unit পূর্ণ করিতে হয় । প্রক্তি সিমিষ্টারে অর্থাৎ প্রত্যেক ছমাসের đtfs xistts# as sỡi lecture workবক্তৃতা শোনার কাজ কিম্ব দুই তিন ঘণ্ট laboratory work—footato otg এক এক unit রূপে গৃহীত হয় । আমাদের দেশের মত ডিগ্রির জন্য কোন পরীক্ষা দিতে হয় না, কেবল একটা প্রবন্ধ ( thesis) লিখিতে হয় । কোথাও উচ্চতর ডিগ্রির জন্য thesis সত্ত্বেও ’মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষার সময় স্থানবিশেষে এমন নিয়ম আছে যে সৰ্ব্বসাধারণে উপস্থিত হইয়া পরীক্ষা গ্রহণ দেখিতে পারেন এবং ছাত্রকে সৰ্ব্বসাধারণের সম্মুখে প্রশ্নের উত্তর দিতে হয় । ছাত্র যে বিষয় পড়িতেছেন সেই বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করিয়া তিনি প্রবন্ধের বিযয় স্থির করিয়া লন, এবং তাহার উপদেশ অনুসারে সেই বিষয়ের অনুশীলন অনুসন্ধান করিয়া থাকেন । সাধারণত: thesis একটু মৌলিক হওয়া চাই। এখানে কলেজশিক্ষা প্রভৃষি আটটা হইতে বিকাল পাচটা পৰ্য্যন্ত হয় ; মাঝে এক ঘণ্টা আহারের জন্য বন্ধ থাকে । ভোর অtটট হইতে বারটা পৰ্য্যন্ত সময় 1ecture work হইয়া থাকে এবং বিকালে একটা șēt 5 #f5f5! off g laboratory work হয় । বিজ্ঞান যন্ত্ৰtলয়ে প্রত্যেক ছাত্রকে শিক্ষকের উপদেশ মত স্বাধীনভাবে যন্ত্র-পরীক্ষা করিতে হয়, এবং প্রত্যেক যন্ত্র-পরীক্ষার বিবরণী শিক্ষককে যথা সময়ে দিতে হয় । এখানে আর একটা সুন্দর নিয়ম এই ভারতী । জ্যৈষ্ঠ, ১৩১৭ যে, প্রত্যেক ছাত্রের একজন পরামর্শদাতা (adviser) আছেন, সাধারণতঃ ছাত্র ষে বিভাগে পড়েন তাহার অধ্যক্ষই সেই ছাত্রের পরামর্শদাতার কাজ করিয়া শাকেন ; পরামর্শদাতা ছাত্রকে সমস্ত বিষয়ে সাহায্য করেন । যখন কোন ছাত্রের টাকা পয়সার অভাব হয়, তখন পরামর্শদাতা তাহার সেই অভtল পুরণের চেষ্টা করেন। আমার অনেকবার দেশ হইতে টাকা পাইতে বিলম্ব হইয়াছে, পরামর্শদাতাকে তাহ বলায় তিনি কলেজের ছাত্র ঋণ ভাণ্ডার ( Students Loan Fund) হইতে আমাকে ধার দিয়া উপকৃত করিয়াছেন । কাচারে কোন প্রকার অমুখ করিলে পরামর্শদাতার নিকট হইতে উপদেশ লইলে সন্থপদেশ দিয়া থাকেন। যে কোন বিষয়ের দরকার হউক না কেন, পরামর্শদাতাকে জি জ্ঞাসা করা যাইতে পারে । পরামর্শদাতার অপর নাম ‘ছাত্রবন্ধু’ ; বন্ধুর নিকট ষে সকল বিষয় বলিয়া পরামর্শ লওয়া যায়, পরামর্শদাতাকে ও লে সকল বিষয় অবাধে জিজ্ঞাস করা যাইতে পারে । শেষ পরীক্ষায় উত্তীর্ণ হইলেই পাশ’ ছওয়া Hfq ai i Fftetą st($f3 ( class work ) ফলের উপরই ‘পাশ ফেল’ অধিক নির্ভর করে। শিক্ষক কিম্বা সহপাঠিগণ কখনও আমাদিগকে ঘৃণা করেন না ; বরঞ্চ শিক্ষকগণ আমাদিগকে বিদেশী মনে করিয়া, আমাদের প্রতি অধিক যত্ন করিয়া থাকেন । আরো অনেক কথা বলিবার আছে। বারাস্তরে বলিব ! * সেবক শ্ৰীনিরুপমচন্দ্র গুহ ।