পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ ዓb” রূপে নির্দিষ্ট হইয়াছে’-সেজন্য ‘বিদ্যাসাগর মহাশয়ের জীবদ্দশায় প্রকাশিত একখানি পুস্তককে আদর্শ করিয়৷ এই গ্রন্থখানি প্রকাশিত হইয়াছে। গ্রন্থের ভূমিকায় বিদ্যাসাগর মহাশয়ের জীবনী-পরিচয় ও চরিত্রগুলির বিশ্লেষণ সংক্ষেপে লিপিবদ্ধ ও পরিশিষ্টে টাকা সংযোজিত হইয়াছে। গ্রন্থলিখিত ব্যক্তিগণের সংক্ষিপ্ত পরিচয়ও ইহাতে সন্নিবিষ্ট হইয়াছে। টাকাটুকু মন্দ হয় নাই। গ্রন্থের ছাপা ও স্বদ্ৰষ্ঠ বাধাই প্রভৃতি বঙ্গীয় মুদ্রাঘন্ত্রের উৎকর্ষের পরিচায়ক। অথচ মূল্যও সুলভ। সীতার বনবাসের যে কয়টি সংস্করণ আমরা দেখিয়াছি তন্মধ্যে এথানি শ্রেষ্ঠ বলিয়াই আমাদিগের ধারণী । শকুন্তলা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। প্রকাশক, ইণ্ডিয়ান প্রেস—এলাহাবাদ ১৯০৯ | মুল্য আট আনা । এখানিও, পুৰ্ব্বলিখিত গ্ৰন্থখালির স্বায়, শকুন্তলার মনোজ্ঞ সংস্করণ । ছাপা কাগজ প্রভৃতি সুন্দর । টীকাগুলি উপাদেয়। গ্রন্থের প্রথমে বিদ্যাসাগর মহাশয়ের একখানি সুন্দর হাঙ্কটোন চিত্র ও গ্রন্থে আর তিনখালি চিত্রের এতিলিপি দেওয়া হইয়াছে। ছাত্রগণের উদ্দেশ্য সিদ্ধ হইবার পক্ষে গ্রন্থখানির বিশেষ সার্থকতা আছে, খলিয়াই আমাদিগের বিশ্বাস। সঙ্গীত-দর্পণ। পূৰ্চন্দ্র বস্থ কর্তৃক সঙ্কলিত ও প্রকাশিত। ১৩নং কাশী মিত্রের ঘাট ষ্ট্ৰীট, বাগবাজার। মূল্য এক টাকা। এখানি স্বরলিপিসংগ্রহ। গ্রন্থের প্রথমেই মূলস্বত্র ধরিয়৷ দেওয়া হুইয়াছে এবং সৰ্ব্বসমেত ৩৭টি গানের স্বরলিপি ইহাতে আছে । অধিকাংশ গানই সাধারণ রঙ্গমধ্যে প্রশংসার সহিত গীত হইয়া গিয়াছে। পূৰ্ণবাবু একজন প্রতিষ্ঠাপন্ন সঙ্গীতজ্ঞ। সঙ্গীতপ্রিয় ব্যক্তির নিকট উtহার স্বরলিপি সংগ্রহখানির যে অtদর হইবে, সে সম্বন্ধে সংশয় নাই। তবে মূলসূত্রগুলির আর একটু বিশদ বিশ্লেষণ এবং কয়েকট সহজ স্বর ७ॉब्रडौ । জ্যৈষ্ঠ, ১৩১৭ গ্রন্থের প্রথমে সন্নিবিষ্ট হইলে প্রথম শিক্ষার্থীর পক্ষে গ্রন্থখানি বেশ সহজ হইত। আশা করি, দ্বিতীয় সংস্করণে পূৰ্ণবাবু আমাদিগের এ কথাটুকু রক্ষা কfরবেন। সঙ্গীত-নির্বাচন সম্বন্ধে তাহাকে আরো একটু অবহিত দেখিলে আমরা সুখী হইব। ফরিদপুরের ইতিহাস। ঐযুক্ত আনন্দনাথ রায় প্রণীত । ১ ম খণ্ড ( ভৌগোলিক তত্ত্ব ও প্রাচীন ইতিবৃত্ত )। নব্যভারত প্রেসে মুদ্রিত। মূল্য ty• দশ আনা । ইতিহাসের প্রতি বাঙালী লেখক ও পাঠক উভয়েরি যে আগ্রহ-দৃষ্টি পড়িয়াছে ইহা যে, দেশের পক্ষে শুভলক্ষণ, সে সম্বন্ধে এতটুকু সন্দেহ নাই । গ্রন্থখানি হইতে লেখকের অমুসন্ধিৎসা ও পরিশ্রমের যথেষ্ট পরিচয় পাওয়া যায়। গ্রন্থখানিতে একখানি প্রাচীন মানচিত্র ও রাজনগর একুশ রত্বের একখানি চিত্রও সন্নিবিষ্ট হইয়াছে। গ্রন্থখানির ক্রটি, লেখক বেশ গুছাইয়। সকল কথা বলিতে পারেন নাই । স্কুলপাঠ্য গ্রন্থ বা রিপোর্টাদির পুস্তিকার মত গ্রন্থখানি নিতান্তই খণ্ড বিবরণীর সংগ্রহ স্বরূপ হইয়। দাড়াইয়াছে । যেমন-কে-তেমন । ( গীতিনাট্য ) শ্ৰীযুক্ত সুরেন্দ্রনারায়ণ রায় প্রণীত। মূল্য ॥• আট আন । এখানি পারস্তের সাহজাদ প্রভৃতির বিবরণী ঘটিত একখানি গীতিনাট্য । গ্রন্থকার ক্ষমা করিবেন, আমরা তাহার গীতিনাট্যের রসগ্রহণে অক্ষম । তবে একটা সুখের বিষয়, ইহাতে রঙ্গালয়-স্বলভ অশ্লীলতাটুকু নাই । - হিন্দুসমাজ । শ্ৰীউপেন্দ্রনাথ মুখোপাধ্যায় । ( ১ ম ও ২য় খণ্ড। নিবেদন পত্র। ) ৭০ কলুটোল ষ্ট্রট ধন্বন্তরী ষ্টীম মেসিল প্রেসে মুদ্রিত। এখানি উপেগ্রবাবু রচিত Dying Race পুস্তিকার বাঙলা সংস্করণ । গ্রন্থখানি সকলেরি পাঠ করিয়া দেখা কৰ্ত্তব্য । সামাজিক কঠিন সমস্তার সুন্দর আলোচন। । পুস্তিকার মূল্য লিখিত নাই ! এখানি বিতরণ অথবা বিক্রয়ার্থ প্রকাশিত হইয়াছে, তাহা বুঝা গেল না। BBBBSDD BBBBB DBS BBB BB BBBBB BBS BB BBB BB 00S BB BBBZBB BB - শ্ৰীসতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বার প্রকাশিত ।