পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা । শুকতারা যেমন তাহার সবটুকু জ্যোতিঃ একেবারে উষার নবীন কিরণলোকের মধ্যে নিঃশেষ করিয়া ঢালিয়া দিয়া ঘননীলিমার মাঝখানে নিঃশব্দে মিলাইয়া যায় তেমনি করিয়া নীরবে সে ঘর ছাড়িয়া চলিয়া গেল । তাহার চোখে তখন আর জলের রেখাটুকুও দেখা যাইতেছিল না, স্থির প্রতিজ্ঞার একটি দৃঢ় তা সে যেন পিতার নিকট হইতে র্তাহার মেীনআশীৰ্ব্বাদস্বরূপ সেই মূহূর্তে লাভ করিয়াছিল, বেদন ও লজ্জার বিহবলতা রামতনু লাহিড়ী । * p> দূরে ফেলিয়া সে স্থিরপদে ফিরিয়া গেল। বহুমতী দুঃখে অভিমানে কঁাদিয়া ফেলিলেন ; রুদ্ধস্বরে বলিলেন "তখনি আমি বলেছিলুম ওখানে শাস্তির বিয়ে দিও না, তাতো তুমি শুনলে না। এমনি করে মেয়েকে আমার ঐ হেমই দেখছি খুন করবে, মাগো বাছা আমার এমন গোয়ারের হাতেও পড়লে ।” মোক্ষদা দ্বারের নিকট গিয়া ফিরিয়া আসিয়া চুপে চুপে সাবধান করিয়া দিল ; “চুপ করে মা জামাইবাবু বাইরে রয়েচেন ।” রামতনু লাহিড়ী। রামতনু লাহিড়ী ও তদানীন্তন বঙ্গীয় সমাজ । শ্ৰীশিৰনাথ শাস্ত্রী প্রণীত । দ্বিতীয় সংস্করণ । Ramtanu Lahiri Brahman and reformer-from the Bengali of Sivanath Sastri by Sir Lethbridge K. C. I. E. বাঙলা সাহিত্যে পণ্ডিত শ্ৰীযুক্ত শিবনাথ শাস্ত্রীর নামের নুতন করিয়া পরিচয় দেওয়া অনাবশুক। স্ব প্রসিদ্ধ উপন্যাস লেখক শাস্ত্রী মহাশয়ের ভাষার মধ্যে এমন একটা কমনীয় বৈচিত্র্য ও সারল্য আছে যে, তাহার রচনা পাঠ করিবার সময় মনে হয় যেন কোন ঘনিষ্ঠ আত্মীয়ের মুখে মনোরম কাহিনী শুনিতেছি ! ভাষার যেমন মিষ্ট সুর, তেমনি কেমন একটী মেহের প্রবাহ আগাগোড়া বহিয়া গিয়াছে। তাছার প্রত্যেক কথাটি একেবারে মৰ্ম্মবিদ্ধ করে । মতভেদ সত্বেও র্তাহার সমস্ত কথাটুকু শুনিবার প্রলোভন ত্যাগ করা সম্ভব পর বা সহজসাধ্য হইয়া উঠে না। তাহার রচিত রামতনু লাহিড়ী ও তদানীন্তন বঙ্গীয় সমাজ বাঙলা সাহিত্যে একখানি অভিনব গ্রন্থ ! লেখকের বিচিত্ৰ তুলিকায় ব!ঙলার পুরাতন সমাজের ছবি এমন সুন্দর ফুটিয়াছে যে নিৰ্ণিমেষ নয়নে তাছার প্রতি দুই দণ্ড চাহিয়া থাকিতে হয়। বহিখানি উপন্যাস অপেক্ষীও হৃদয়গ্রাহী । সেই গ্রন্থের একখানি ইংরাজী অনুবাদও প্রকাশিত হুইয়াছে—অনুবাদক স্তার রোপার লেখব্রিজ কে, সি, আই, ই । ছুইখানি গ্ৰন্থই লোকসাহিত্যে বিশিষ্ট সম্পদ স্বরূপ ! আমরা এই দুই খানির অবলম্বনে স্বৰ্গীয় রামতনু লাহিড়ী মহাশয়ের জীবন সম্বন্ধে সংক্ষেপে কিছু বলিব। রামতনু লাহিড়ী আত্মপ্রকাশের একান্ত বিরোধী ছিলেন। নিষ্কামী পুরুষের ন্তায় তিনি নীরবে আপনার কৰ্ত্তব্য করিয়া গিয়াছেন ।