পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা । করিয়া উপবীত বর্জন করিলেন । অচিরে বৰ্দ্ধমান তুমুল আন্দোলনে বিক্ষোভিত হইয়াছিল। রজক, ক্ষৌরকার, দাসদাসী, একে একে সকলেই তাহাকে পরিত্যাগ করিল । রামতনু এ বিপদে হিমাচলের দ্যায় অটল ছিলেন, বিন্দুমাত্র বিচলিত হন নাই । বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশু দিবালোকে প্রফুল্লচিত্তে ভূত্যের অভাব স্বকীয় বাহুবলে পূরণ করিয়া লইতেন। জল বহা কাঠ কাট। বাজার করা প্রভৃতি ভূত্যের সমস্ত কাৰ্য্যই তিনি নিজে করিতে লাগিলেন ; কোন দিন ক্লাস্তি বোধ করিতেন না । সাধারণের অসহ নিৰ্য্যাতনে তিনি কখনও বিন্দুমাত্র বিরক্তি বা বিদ্বেষ প্রকাশ করেন নাই । কৃষ্ণনগরে লাহিড়ী মহাশয়ের উপবীত ত্যাগের কথা প্রচারিত হইল। রামতমুর বুদ্ধ পিতা শোকে মৰ্ম্মাহত হইলেন । তদুপরি প্রতিবেশীর তীব্র লাঞ্ছনা বুদ্ধের শোকত্তপ্ত বক্ষে দারুণ কশাঘাত করিতে লাগিল মতনু শুনিলেন । প্রাণবিনিময়েও যদি পিতার শোকে পশম করিতে পারিতেন তাহ হইলে তিনি অকাতরে প্রাণবিসর্জন করিতেন। কিন্তু এ ত প্রাণের সহিত সংঘর্ষ নয়, এ যে সত্যের সহিত সংঘর্ষ । সত্যনিষ্ঠ যে তুচ্ছ etc१छ अनरु उंक ! cय गडाश्ब्रिाश র্তাহীর জীবনের ধ্রুবতার, যাহার উজ্জল আলোক অম্লান ও অক্ষুণ্ণ হইয়া জীবনপথের প্রিয়তম সহচর হইয়াছে, ডিরোজি ও যাহা কৈশোরে সুবর্ণ অক্ষরে তাহার হৃদয়ে খোদিত করিয়া রাথিয়াছেন, যাহা তাহার মজ্জায় মজ্জায় অনুপ্রবিষ্ট—সমগ্র পৃথিবীর বিনিময়েও রামতনু আজ তাহাকে ত্যাগ করিতে অক্ষম । রামতনু রামতনু লাহিড়ী । ミの。 উপবীত পুনগ্রহণ করিতে পারিলেন না। নিজের বিশ্বাসমত কাৰ্য্য করিতে গিয়া যিনি পৃথিবীর বিরুদ্ধে নির্ভীকভাবে দাড়াইতে পারেন, ঘনীভূত বিপদের মেঘ ভ্ৰকুটির সহিত হৃদয় আচ্ছন্ন করিবার উদ্যোগ করিলে যিনি সপ্তরর্থীবেষ্টিত অভিমস্থার স্তায় বীর ও প্রশান্তচিত্ত থাকিতে পারেন তাহার অমীমুষিক মহত্ত্বের কথা কে অস্বীকার করিবে ? তাহার সহিত আমাদের অনেক মতভেদ থাকিতে পারে, কিন্তু তাই বলিয়া র্তাহীর গুণরাজির প্রতি উদাসীন হইলে মনের সঙ্কীর্ণতাই প্রকাশ পায় । সত্যের প্রতি অসীম অনুরাগ র্তাহার জীবনের প্রত্যেক কার্য্যে প্রতিফলিত । মদ্যপায়ী ইংরাজ জাতিকে জ্ঞান ও সভ্যতার উচ্চতম শিখরে আসীন দেখিয়া রামতনু মদ্যপানকে স্ক্রিয়া বিবেচনা করিতে পারিতেন না । কিন্তু যেদিন তিনি অতিরিক্ত সুরাপানজনিত বিকৃত মস্তিষ্ক কোন যুবকের নির্লজ্জ আচরণ প্রত্যক্ষ করিলেন সেই দিন হইতে তিনি মুরাপান ত্যাগ করিতে মনস্থ করিলেন । প্রিয়বন্ধু রামগোপাল ঘোষকে ডাকিয় কহিলেন, “দেখ রামগোপাল আমাদের সুরাপান দেখিয়া বাড়ীর ছেলেরা খারাপ হইয়া যাইতেছে এস আমরা সুরা পান ত্যাগ করি।” রামতনু চরিত্রের আর একটি উজ্জ্বল দিক আমরা এখনও লক্ষ্য করি নাই। সেটি তাহার *545ff “Never take the Lord's name in vain”. Sojoso Atx **-Is বৃথা লইও না, এই কথাটি তাহার জীবনের ব্রত ছিল। ভগবানের নাম উচ্চারণ করিলেই