পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা । বেড়াইতে বাহির হইয়া এক দোকানে দম্ভমার্জন কিনিতে গেলাম। সেদিন একাকী । কখন দোকানে কোন জিনিস ক্রয় করিতে যাইলে প্রথমতঃ অভিধান দেখিয়া প্রস্তুত হইয়া যাইতাম । কিন্তু দন্তমার্জনের প্রতিশব্দ জানি বলিয়াই সেদিন অভিধান দেখিবার আবগুক আদেী বোধ করি নাই। দোকানদারের নিকট গিয়া “রাইওন” চাহিলাম, সে অনেক ইতস্তত করিয়া একটী রংয়ের বাক্স বাহির করিয়া দিল । আমি বলিলাম উহা নহে। তার পর দ্বিতীয় ব্যক্তি বুঝিয়াছি বলিয়া এক বাগুিল তুলি বহির করিয়া দিল । মহাবিপদে পড়িলাম, উপায়ান্তর না দেখিয়া যে ভাবে দন্ত পরিষ্কার করিতে মাজন ব্যবহৃত হইয়া থাকে অঙ্গুলিনিৰ্দ্দেশে তাছা দেখাইলাম। দোকানদার ঠিক ঠিক বলিয়া চেচাইয়া একটি ফ্লট ( বাশী) বাহির করিয়া দিল। তাছাতেও সস্তুষ্ট না হওয়ায় অবশেষে দোকানদার আমাকে অন্ত এক দোকানে লইয়া গেল । অদৃষ্টক্রমে সে দোকানের সন্মুখ ভাগেই কতকগুলি দস্তবুরুশ সাজান ছিল। উহার একটি হাতে লইয়া যেভাবে বুরুশের সাহায্যে মার্জন ব্যবহৃত হইয় থাকে দেখাইতেই দোকানদার তাহ বাহির করিয়া দিল । বলাবাহুল্য আমার এই বিপত্তিতে দুই দোকানেই অনেক লোক জমিয়াছিল। নিস্কৃতি লাভ করিয়া অদৃষ্টকে ধন্তবাদ দিতে দিতে কলেজ বোর্ডিংয়ে ফিরিয়া আমার সেই বন্ধু প্রবরের নিকট গেলাম। র্তাহাকে টুথপাউডারের জাপানী প্রতিশব্দ জিজ্ঞাস করিলাম । তিনি বলিলেন “হামিগাকি”, আমি চমকিয়া উঠিয়া সেই দিনের ব্লাইওনের কথা স্মরণ প্রবাসী । ఇbo করাইয়া দিলাম। তিনি বলিলেন রাইওন কোন এক বিশেষ দস্তমাৰ্জনের ট্রেডমার্ক। রাইওন ( লায়ন ) অর্থাৎ সিংহ মার্ক । জাপানী অক্ষরে লিখিতে এবং উচ্চারণ করিতে লায়ন রাইওন হইয়া দাড়ায় । উহাদের ভাষায় “ল” নাই। জাপানী ভাষায় ট ঠ ড ঢ অক্ষর বা উহার উচ্চারণ নাই । উহার পরিবর্তে ত, থ, দ, ধ। ইংরাজী ভাষা হইতে অনুবাদ করা হয় বলিয়া আমার মনে হয় আমাদের সংবাদ পত্র সমুহে তোকিও কিওতে, তোগো, ইতো প্রভৃতির পরিবর্তে টোকিও, কি ওটে, টোগো, এবং ইটো প্রভৃতি লিখিত হইয়া থাকে। বলাবাহুল্য এরূপ উচ্চারণ জাপানীরা বুঝিয়া উঠিতে পারে না । সামান্ত বিষয়ে ভাষার জন্য এতটা বিপদে পতিত হইলে কাহার না তখন স্বদেশের কথা মনে পড়ে । জাপানের উত্তর ভাগে সাগালিয়েন দ্বীপের নিকট হোক্কাইদো দ্বীপ। ঐ দ্বীপের রাজধানী ছাপ্পোরে সহর তোকিও সহর হইতে প্রায় ৭৫০ মাইল দূর । জনৈক ভারতীয় বন্ধুর সহিত তথাকার কৃষি-কলেজে পড়িবার জন্ত ঐ দ্বীপে গমন করি এবং এক বৎসর কাল তথায় অবস্থান করি, শীতের পাচ মাস ঐ স্থান অনবরত ৪৷৫ ফুট বরফে আবৃত থাকে। ঐ কয়েক মাস বাড়ী ঘর গাছপালা মাঠ ময়দান পাহাড় পৰ্ব্বত সমস্তই যেন রজত নিৰ্ম্মিত বলিয়া মনে হয় । শীতের প্রকোপ অতি ভীষণ, জানুয়ারী এবং ফেব্রুয়ারী মাসে কোন কোন দিন তাপ পরিমাণ —২২০ ডিগ্রিতে পরিণত হইত। নীচের তলার ঘরে গরম জলে মাথা ধুইয়া উপরে উঠিতে উঠিতেই মাথার জল গলিত চৰ্ব্বির স্থায়