পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९१० জিনিষটা কি ? কে উহা এখান হইতে পাঠাইয়াছিল ? বুঝিতে পারিলাম না । পার্সেলটা খুলিয়া ফেললাম। দেখিলাম, একখানি ফোটো—তাহার তলে লেখা, “তুমি আসিয়া আবার বিবাহ করে, আর এখানা পুড়াইয় ফেলে ।” এই আদেশের দুইটিই আমি পালন ङtब्रडौ । আষাঢ়, ১৩১৭ করিব, প্রতিজ্ঞা করিয়াছি । একটি ইহারি মধ্যে পালন कद्विघ्नांछ्-िश्रीवांम यांत्रेि दिवांश् করিয়াছি ! কাহাকে ? সেই ফোটোখানিকে ! ফোটোখানি পুড়াইয়। ফেলিবারও আদেশ আছে । সে আদেশ ও পালন করিব, যেদিন পুড়িয়া ছাই হইব, সেইদিন ! শ্ৰীপচুলাল ঘোষ। ヨーエ 1 যবদ্বীপে ( গ্যারোয়েটু ও পপনয়ন ) মঙ্গলবার, ৪ঠা ডিসেম্বর । যেখান হইতে পপন্দয়ন নামক আগ্নেয়গিরিতে.আরোহণ করিতে হয়,সেই গ্যারোয়েট, বুইতেনজর্গ হইতে রেলে সাত ঘণ্টার পথ। প্রাতঃকাল প্রায় ৮ ঘটিকার সময় আমরা বুইতেনজর্গ ছাড়িলাম। বুইতেনজর্গ ছাড়িয়, অপূৰ্ব্ব প্রাকৃতিক শোভা উপভোগ করিলাম। প্রথমেই ত গুণম-তরঙ্গময়ী একটি বৃহৎ নদী। এই নদীতে দেশীয় লোকের স্নান করিতেছে ; ' আবার কতকগুলি লোক, গাছের গুড়ির সরু সরু ডোঙ্গার উপর দাড়াইয়া যাতায়াত করিতেছে। নদীর পশ্চাদভাগে তালগাছের যেন একটা সমুদ্র বায়ুভরে আন্দোলিত হইতেছে। দুরান্তে কঠোর দর্শন আগ্নেয়গিরি—লালকৃ। একখণ্ড পাতলা ধুমজালের মুকুটে তাহার চুড়া বিভূষিত। যেন চিত্রটি অতি যত্বে অঙ্কিত হইয়াছে। চারিদিকের সহিত মুর মিলাইয়া এমন একটি সৌন্দর্য্য ফুটিয়া উঠিয়াছে—দেখিলে মনে হয় ঠিক যেন সেকেলে গ্রীণীয় শিল্পকলার সৌন্দৰ্য্য। সমস্ত পথট, যাবা-দেশীয় ভূখণ্ডের চিত্রপট ক্রমশঃ যেন উদঘাটিত হইতে লাগিল। ধানের ক্ষেতগুলি মাটির দেয়ালে ঘেরা । দেয়ালের উপর দেয়াল চাপানে । অনেকগুলি ক্ষেত জলপ্লাবিত ; সেই কৰ্দমের মধ্যে কৃষকের চাষ করিতেছে। উহার শুীমবৰ্ণ, উহাদের মাথায় কোণালু ধরণের খড়ের টোপা। উহাদের গায়ের জামা খাটো, উছাদের পায়জামা হাটু পর্যন্ত গুটাইয়া তোলা। প্রকাগু প্রক{ও সাদা মহিষ উহাদের কাজে খাটিতেছে ;—অতীব ধৈর্য্যসহকারে হাল টানিতেছে। প্রায়ই দেখা যায়,— বৃহৎ অরণ্যের মধ্য দিয়া ট্রেন চলিতেছে। এই অরণ্যের প্রকাণ্ড প্রকাণ্ড বৃক্ষগুলি প্রায়ই লতাসমাচ্ছন্ন । এই সকল বৃক্ষের বিচিত্র সৌন্দর্য আমি মুগ্ধনেত্ৰে দেখিতে লাগিলাম; উহাদের বৃহৎ কাও, বৃহৎ পত্রাবলী, --বিচিত্র আকারের ও বিচিত্র বর্ণের ;-- কোনটা গোলাকৃতি, কোনটা বিখণ্ডিত, কোনটা ম্যাড় মেড়ে, কোনটা চকুচকে, কোনটা উজ্জল সবুজ, কোনটা ঘোর সবুজ, কোনটা লালচে সবুজ । -