পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা। ৩টার সময়, গারোয়েটে আসিয়া পৌছিলাম। ক্ষুদ্র সহর ; ওলন্দাজের, উপকূলের উত্তাপ পরিহার করিয়া এইখানে বিশ্রামার্থ আসিয়া থাকে। ইহা যবদ্বীপের অধিকাংশ নগরেরই মত,—একটা অগ্নেয়গিরি প্রদেশের কেন্দ্রে অবস্থিত বলিয়াই যাহা কিছু ইহার বিশেষত্ব। সহরের মধ্যবৰ্ত্তী স্থানে প্রধান রাজপুরুষদিগের বাসগৃহ কাৰ্য্যালয় ও মসজিদ। তাহার পর, য়ুরোপীয় অঞ্চল,— এগানকার বাড়ী গুলি উদ্যানে বেষ্টিত। সৰ্ব্বশেষে দেশীয় অঞ্চল ; এক-তলা কাঠের বাড়ী, খোটার উপর স্থাপিত ;—ইটের কিংবা খড়ের ছাদ । গৃহের পাশ্বে ও গৃহ হইতে উচ্চ, খোটার উপর স্থাপিত ধানের গোলা ঘর। আমি এই দেশীয় অঞ্চলে অনেকক্ষণ ধরিয়া ভ্রমণ করিলাম ; যাবাবাসী কৃষকদিগের শান্তিময় জীবনের উদ্বেগহীন কাজ কৰ্ম্ম দেখিতে লাগিলাম। আমি এখন ভিন্ন জাতির মধ্যে, চয়ন—এক পৃষ্ঠায় পঞ্চাঙ্ক নাটক। ३ २S ভিন্ন প্রকৃতির লোকের মধ্যে বাস করিতেছি । ইহাদের জীবন অ}মাদের জীবন হইতে কত তফাৎ—ইহাদের আচার ব্যবহার আমাদের হইতে কত ভিন্ন,—আমাদের অপেক্ষ কতটা চাঞ্চল্যবর্জিত, কতটা স্বাভাবিক, কতটা জ্ঞানীজনোচিত । যখন হোটেলে ফিরিয়া আসিলাম, তখন রাত্রি আরম্ভ হইয়াছে। কিন্তু ঐ দেখ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অগ্নিস্ফুলিঙ্গ নৈশ অন্ধকারকে উদ্ভাসিত করিয়া তুলিতেছে ; চারিদিক হইতে, চলমান ভাস্বর বিন্দুসমূহ জলিতে আরম্ভ করিয়াছে ; একবার নিকটে আদিতেছে, আবার দূরে পলাইয়া যাইতেছে ; ইহার সেই প্রাচ্যখণ্ডের জোনাকী—জ্যোতিরিঙ্গণ । অপুৰ্ব্ব মায়াদৃশু। মনে হয় যেন স্বপ্ন দেখিতেছি। এই তারাগুলি-যাহ এই মাত্র আকাশে উদয় হইয়াছে —-মনে হয়, কে যেন অসংখ্য জোনাকি গগনমণ্ডলের গায়ে বিধাইয়া রাখিয়াছে। শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এক পৃষ্ঠায় পঞ্চাঙ্ক নাটক প্রায় ৬৫ বৎসর পূৰ্ব্বে ইতালীয় কবি গাওভেনী ভেন্টর ( Giovanni Ventura) এক পৃষ্ঠার মধ্যে একথানি করুণরসাত্মক পঞ্চাঙ্ক নাটক লিখিয়াছিলেন। নাটকখানির নাম ‘রসমুণ্ডা’ ( Rosmunda )। টুরীণ ও মিলান প্রদেশে বহুবার এই নাটকের অভিনয় হইয়াছিল। অভিনয়ক্ষেত্রে রসমুণ্ড জনসাধারণের মনোরঞ্জন করিতে সমর্থ হইয়। তৎকালীন নাটকগুলির মধ্যে শ্রেষ্ঠস্থান অধিকার করিয়াছিল । আমরা এই অতি ক্ষুদ্র, অথচ পঞ্চাঙ্ক, নাটকখানির সম্পূর্ণ অম্বুবাদ নিম্নে প্রকাশ করিতেছি । ( করুণরসাত্মক পঞ্চাঙ্ক নাটক ) গাওভেনী ভেন্টর প্রণীত । নাট্যোক্ত চরিত্র । এলবিয়ন রাঞ্জা । রসমুণ্ড রাণী । ( রাজা কুনীমণ্ডের কন্যা )। পেরিডেন্স, ... ৷ नशुम्न ।