পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা । চয়ন—সুইস-গার্ড । ३२१ সুইমূ-গার্ড। “লিমোইন-কুমারি । এই মুহূর্তেই আপনার প্যারিস ত্যাগ করা উচিত” । সোফি চিত্রফ্রেমের উপর হইতে দৃষ্টি তুলিয়া সকৌতুকে জিজ্ঞাসা করিল, *কেন ?” সোফি তার সুন্দর নীলনেত্রদ্বয় উপদেষ্টার মুখে স্থাপন করিয়া তুলি নমাইয়া রাখিল । পীতাভ সুপ্রচুর কেশের রাশি তার শুভ্র মুখের চারিদিকে আন্দোলিত হইয়৷ উঠিল। সোফি অপুৰ্ব্ব মুন্দরী । যtহার সহিত সে কথা কহিতেছিল, তার গঠন সুদৃঢ় ও বয়স সাতাশ বৎসর হইলেও তাঁহাকে স্বপুরুষ বলা যায় না । সচ্চরিত্র উচ্চহৃদয় সংস্কারক। ক্যাজটি গম্ভীরভাবে বলিলেন, “কেন ? কারণ, প্যারিস খুব শীঘ্রই আপনার বাসের পক্ষে সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে দাড়াবে।” “ওঃ, আপনি বিপ্লবের কথা বলচেন ?” সোফি তার স্থল্ম ক্রদ্ধয় ঈষৎ কুঞ্চিত করিল, কহিল,“কতক গুলো চোরডাকাত ও ছোটলোক জড় করে আপনার এ সব কি করচেন ? ইউরোপ ছুদিনেই এ বিদ্রোহকে ভেঙ্গে চুরমার করে দেবে ।” “ক্ষমা করবেন—এই বিপ্লবই ইউরোপেরযথেচ্ছাচারকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলবে। আমরা এখন এক নুতন যুগের সম্মুখে দণ্ডায়মান ! সুপ্রভাত আগত ।” “ষার যেমন ইচ্ছা, সে তেমনি বিশ্বাস করবার অধিকারী । কিন্তু ক্যাজটি মহাশয়, আপনার রাজনৈতিক বক্তৃতা আমাকে ক্লান্ত ক’রে তুলছে।” “আমি রাজনীতি সম্বন্ধে কিছু বলি নাই ; সাধারণ ধারণার কথা বলছি মাত্র । ভেবে দেখুন, আপনার পৃষ্ঠপোষক কারা ? অভিজাত সম্প্রদায় ও ধনী লোকেরাই ত ? তারা ক্রমেই ফ্রান্স ত্যাগ করে সুইজারল্যাগু অf ষ্ট্রয় এমন কি অসভ্য ইংলণ্ডে পলায়ন করছে, তাদের সাহায্য ব্যতীত আপনি এখানে চিত্রাঙ্কন করে জীবিকানিৰ্ব্বtহ করবেন কেমন করে ? তা ছাড়া অার একটা মস্ত বিপদের সস্তাবনা আছে, সেটাও ভাববেন । এই মুহুর্তে না ঘটুক, আপনার সৌন্দৰ্য্য যে আপনার মহাশক্র হয়ে দাড়াবে।” সোফি কহিল, “সে বিপদ সকল সময়েই নাই কি, কাজটি মহাশয় ?” আপনি বুঝি বিদ্রোহীদের বন্ধু ? তাদের মতলব আপনার সব জান আছে, তাই অত ভয় দেখাচ্চেন, আমি তো বিপদ কোথা খুজে ও পাচ্ছি না।”

  • আমি স্বাধীনতার বন্ধু ! অত্যাচারিত লোকদের পক্ষে আছি, যত কিছু নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে চিরদিন আমি একটা শক্ৰত পোষণ করে আসছি। আমার ভবিষ্যৎ দৃষ্টিই আমাকে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে, দেশের লোকের পায়ের বেড়ি ভাঙ্গবার পূৰ্ব্বে সমস্ত দেশে রক্তের নদী বয়ে যাবে, অত্যাচারের আগুন নিৰ্ব্বাণের জন্ত কলস ভ’রে রক্তের ধারা ঢেলে দিতে হবে । নবজাগ্রত শক্তি কোন বাধা মানবে না, দোষীরা দণ্ড পাবে, কিন্তু সেই সঙ্গে অনেক নির্দোষী ও কষ্ট পাবে। আমি মিনতি করে বলচি, এখনি আপনি দেশ ছেড়ে যান, আবার