পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা। ফালি হবে এর।” চারিধারে একটা হাসির ধূম পড়িয়া গেল ! বৰ্ব্বর! আমার মাথা ঘুরিয়া গেল ! মনে হইতেছিল, আমি যেন শূন্তে ঝুলিতেছি, ভূমির উপর দাড়াইঃ নাই! কি করিয়া ইহার জানিল যে, আমার মৃত্যুদণ্ডের আদেশ হইয়া গিয়াছে ! “বিদায়, বিদায়, বন্ধু”, নির্লজ্জভাবে তাহারা চীৎকার করিয়া উঠিল! একজন কহিল, “আমার চেয়ে ভালো—শীঘ্র ছুটি মিলিবে! আমি চৌদ্দ বৎসর ধরিয়া জেলে পচিব।” আমার কোন চেতনা ছিল না ! নড়িবার শক্তিটুকু অবধি না ! আমার চোখের সন্মুখ দিয়া, জলের স্রোতের মত, বন্দীর দল চলিয়া গেল ! সহসা চেতনা ফিরিলে আমি শিহরিয়া উঠিলাম, ভাবিলাম, এই জানালার বাহিরে চয়ন—ডিরোজিয়োর কবিতা । ২৪৯ কত আলো, কত আননা,-আর ভিতরে বায়ু, আলো, প্রাণ সকলই রুদ্ধ। যদি ७ई शज्ञांनखल न थांकिङ-श्रt:-१ब्रtन ধরিয়া প্রাণপণ বলে একবার নাড় দিলাম! একটুও সে নড়িল না। আমিই আঘাত পাইলাম। কি এক অস্বাচ্ছদ্য অনুভব করিয়া চীৎকার করিয়া উঠিলাম ! রাগে, ক্ষোভে, অামার অন্তরখানা বিদীর্ণ হইবার উপক্রম করিতেছিল ! দূর হইতে কোলাহলের একটা অস্পষ্ট ধ্বনি শুনা যাইতেছিল—আমি জানালার গরাদ ধরিয়া বসিয়া পড়িলাম। দূরের কোলাহল ক্রমে আমার কর্ণে ক্ষীণ হইয়া আসিতেছিল—আলোটুকুর উপর কে যেন আবরণ টানিয়া দিতেছিল—একটা অস্ফুট চীৎকার করিয়া আমি মুর্ভূিত হইলাম ! (ক্রমশ: ) ডিরোজিয়োর কবিতা । বাল বিধবা । আমার স্বপন, মুখের স্বপন, নিমেষে ফুরাল,—এই সে ক্লেশ ; हेक शत्रुश्द्र ভঙ্গুর তন্থ অস্ত রবির কিরণে শেষ । রিক্ত শাখার রক্তিম পীত, বাতাসে হতাশে কঁাপিয়া মরি, নিঠুর জগতে আছি কোনো মতে,

  • - জানি না কখন পড়িব ঝরি’ ।

१ङ्गांङ्ग श्रीनि। षडफूव वाच ওগো দয়াময় ! তাছারে পারে লয়ে যেয়ে এই সুখ-বঞ্চিত চিরলাঞ্ছিত ভস্ম ভারে । “6तिौ-निनि !” বৌদিদি চাস ? বোনটি আমার, বৌদিদি তোর চাই ? তারার হাটে খুজব এবার দেখ ব যদি পাই!