পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা । প্রমাণ পাওয়া যায়। যুবকের বেশভূষাতেও ব্যয়বাহুল্যের লক্ষণ কিছুমাত্র নাই। চারি বৎসরের অভাব ও হাড়ভাঙ্গা খাটুনিতে যুবতীকে কিন্তু গোস্থ্যহীনা করিতে পারে নাই । তাহার পরিধেয় বসন অল্প মূল্যের হইলেও পরিষ্কার পরিচ্ছন্ন—মাথার চুলগুলি সুবিন্যস্ত, মুখখানি প্রফুল্লতা মাথান। ক্ষুদ্র টেবিলে আহারের পাত্রগুলি সাজাইয়া সহাস্ত বদনে তিনি স্বামীকে বলিলেন “আসতে আজ্ঞা হউক—ডেপুটী মহাশয় । পেরীর মহানগরীর মহাসভার ডেপুটর যোগ্য আহাৰ্য্য প্রস্তুত।” যুবক ও হাসিতে হাসিতে টেবিলে বসিয়া জিজ্ঞাস করিলেন “আজ কি রেধেছ ?” “কেন ? ঢের !—সুপ আছে, মাংস হয়েছে তার উপর একটু চাটনিও আছে।” সঙ্গে সঙ্গে একট দীর্ঘ নিশ্বাসও পড়িল। যুবক এ নিশ্বাসের অর্থ বুঝিলেন, কহিলেন, “প্রিয়তমে, তোমার জন্তই বেঁচে আছি। আজ সারাদিন বজেটের তর্কবিতর্কে কোট কোট মুদ্রার কথা আলোচনা করেছি— আর আমার ঘরে—” যুবতী বাধা দিয়া বলিলেন “যাও—ও সব ভেবে কি হবে ? একদিন না একদিন ভগবান দিন দেবেনই । এখন রাল্লা কেমন হয়েছে বল দেখি ” এক প্লেট সুপ নিঃশেষ করিয়া যুবক বলিলেন “বেশ হয়েছে। আর একটু দাও । সত্যি বলছি পেরী নগরীতে তোমার চেয়ে পাকা রাধুনী আর নেই।” তার পর দীর্ঘনিশ্বাস সহকারে বলিলেন “এই রাত্রে কষ্ট করে যে তোমাকে সস্তা জ্যাকেট কিনতে যেতে হবে একথা কখনও ভাবিনি।” } • চয়ন-—প্রলোভন । প্রসারণ করিলেন। ૨(tછે “আবার ঐ কথা ?” যুবতী অল্প কথায় প্রবৃত্ত হইলেন। - আহারাদির পর স্বামীকে এক পেয়েলা কফি, ও অতি স্বল্পমূল্যের একট চুরুট দিয়া গৃহিণী বহির্গমনে প্রস্তুত হইলেন । যুবক জিজ্ঞাসা করিলেন, “আমি কি সঙ্গে বাব’ ? উত্তর হইল “ন-আমি এক্ষুণি আসছি। এখন বাইরে গেলে প্রবন্ধটা শেষ করবে কখন ? কালই ত ওটা চাই।” (R) এত দুঃখের মধ্যে এত কষ্ট সহ করিয়াও আমাদের ডেপুটী মহাশয় স্বর্থী। কেবল, যখন তিনি তার স্ত্রীর কষ্টের কথা মনে করেন তখন আর তার জ্ঞান থাকে না, বুক ফাটিয়া ওঠে । এই মহাসভা অীর ও এক বৎসব বসিবে,–কিন্তু নুতন অধিবেশন তাহার নিৰ্ব্বাচিত হইবার কোন সম্ভাবনাই নাই । তিনি সুবক্ত নহেন—তিনি দরিদ্র সুতরাং র্তাহাকে আর কে সাহায্য করিবে ? সত্য— র্তার কলমের জোর অাছে কিন্তু খবরের কাগজওয়ালারা ত নিজ স্বর্থ ছাড়িয়া তাহার স্বার্থ দেখিবে না । ডেপুটী পীড়িত অবসর হৃদয়ে উঠিয়া প্রবন্ধ লিখিবার জন্ত ডেক্সের নিকট বসিলেন । হঠাৎ তাহার দ্বারে ঘণ্টা বাজিয়া উঠিল—এবং দ্বার খুলিবামার সন্ধ্যবেশ পরিহিত একটী অপরিচিত ব্যক্তি—“ক্ষমা করিবেন—আপনিই বোধ হয় ডেপুটী মহাশয় ?” এই বলিয়া হস্ত “ञांछ कँ ठाभिशे তাই বটে ৷ আসন গ্রহণ করিতে আজ্ঞা হউক।” “অবশু ! অবশ্য ! বড় অসময়ে আপনাকে বিরক্ত করিতে আসিয়াছি। :