পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, তৃতীয় সংখ্যা । প্রতিরোধ করিতে পরিবে না। আপনার স্ত্রীকে মুখী করিতে পারিবেন-দুচার খানি গহনাও দিতে পরিবেন। আপনার কি লজ্জাবোধ হয় না ষে ঐ মুনীর অঙ্গুলিতে আপনি এই চারি বৎসরেও একটি আংটি পরাইতে পারেন নাই—একটি ভাল পোষাক দিতে পারেন নাই ! থাটিতে থাটিতে বেচারীর সোনার বর্ণ কালি হইয়া গেল—তাহ! কি আপনি দেখিয়াও দেখেন না ?” ডেপুটীও ঠিক তাহাই ভাবিতেছিলেন— “কি ছিল ! কি হইয়াছে ! মেরির খাটিতে খাটিতে হাত দুখানি শক্ত হইয়া গিয়াছে। এত কষ্ট ! এত দারিদ্র্য । বাড়ীওয়ালার দরোয়ানের কাছে অপমান— স্থখওয়ালার জোগান বন্ধ—মুদীর তাগিদপত্র ! অর্থ কষ্ট, মনোকষ্ট, শারীরিক কষ্ট, অনাহার সবই একদিকে –কিন্তু অপর দিকে ধৰ্ম্ম সাধুত সুনাম ! কি করি ?” লিক্লিয়ার আবার স্মরণ করিয়া দিলেন “ম্যাডাম ক্ৰণেকে আপনি সুখী করিতে কি চান না ?” “ম্যাডাম ব্রুণের কথা কে বলিতেছেন ।” মেরি গৃহ প্রবেশ করিয়া নিজনাম অপরিচিত্তের মুখে শুনিয়া, ও স্বামীর বিষণ্ণ মুখ দেখিয়া ভারতের নূতন সম্রাট। Sd○ জিজ্ঞাসা করিলেন “কে ম্যাডাম ব্রুণোর কথা জিজ্ঞাসা করিতেছেন ?” ডেপুটীর প্রাণে এক নুতন বল সঞ্চারিত হইল। “মেরি । আমাকে রক্ষা কর।” এই বলিয়া তিনি তাহার বক্তব্য সুলাররূপে মেরিকে বলিয়া যাইতে লাগিলেন। ডেপুটীর কণ্ঠে যেন তথন সরস্বতীর আবির্ভাব হইল !—তাহার অনর্গল কথা শুনিয়া জিন লিক্লিয়ার মনে মনে বলিতে লাগিলেন, মহাসভায় যদি এই ভাবে ডেপুট বক্তৃত৷ করিতে পারেন তাহা হইলে আর র্তাহার কোন কষ্ট থাকে না । ডেপুট বক্তব্য শেষ করিয়া চেকখানি মেরিকে দিয়া বলিলেন *ধৰ্ম্ম দিয়া অর্থ কিনিব বা অর্থ ছাড়িয়া ধৰ্ম্ম রাথিব—তুমিই এখন তাই স্থির কর মেরি ” মেরি চেকখানি ফেরৎ দিয়া বলিলেন, “ আত্মসম্মান এখানে বিক্রয় হয় না । আপনি অন্ত পথ দেখুন।” এই বলিয়া তাহাকে বিদায় করিয়া দিলেন। ডেপুটী মেরীকে চুম্বন করিয়া বলিলেন “৫০ • • • হাজার ফ্রাঙ্ক ! তোমার নরম হাত দুখানি যে লাল,”— “লাল কিন্তু অকলঙ্ক ” - শ্ৰীযোগেন্দ্রনাথ সমাদার । ভারতের নুতন সম্রাট। - স্বর্গগত সমাট সপ্তম এডওয়ার্ডের দ্বিতীয় পুত্র প্রিন্স এলবার্ট জর্জ, পঞ্চম জর্জ উপাধি গ্রহণ করিয়া পিতৃসিংহাসনে অধিরোহণ করিয়া ছেন। ১৮৬৫ সালের ৩রা জুন প্রিন্স জর্জ জন্মগ্রহণ করেন। ইংলণ্ডে রাজার জ্যেষ্ঠ পুত্রই পিতৃসিংহাসন লাভ করেন এবং যুবরাজ পদে অধিষ্ঠিত হন। সুতরাং জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যুর পূৰ্ব্বে প্রিন্স জর্জকে রাজপুত্ৰোচিত শিক্ষাদান করিয়া নৌবিভাগে নিযুক্ত করা হয়। এই বিভাগে তিনি