পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१७ এবং আমারই দুর্ভাগ্যবশতঃ আমাকে রস গ্রাহী স্থির করিয়া প্রত্যহ নব নব রচিত কবিতা শুনাইতে আসিত এবং আমার অভিমত জিজ্ঞাসা করিত। ভাল লাগিলেও আমি প্রকাশ করিতাম না এবং কবিতাগুলি বিবিধ প্রকারে সংশোধিত করিয়া দিতাম । কোনও স্থানে ছন্দ ভঙ্গ, কোন ও স্থানে অর্থবিভ্ৰাট, কোন ও স্থানে ব্যাকরণ অশুদ্ধি এবং কিছু না পাইলে শ্রুতিকটু হইয়াছে বলিতাম। ক্রমশঃ সুশীলচন্দ্রের আমার সমালোচনায় সন্দেহ জন্মিল । কয়েক দিন অীর কবিতা শুনাইতে অtসিগ না । একদিন সন্ধ্যার পর আমি আমার পড়িবার ঘরে বসিয়া আছি, এমন সময়ে সহসা সুশীল আসিয়া উপস্থিত। পকেট হইতে একটা কাগজ বাহির করিয়া আমার হাতে দিয়া বলিল “ভাই অনেকদিন পরে একটা কবিতা লিখেছি কেমন হয়েছে দেখ ।” আমারও অনেকদিন সমালোচনা ন৷ করিয়া সমালোচনার প্রবৃত্তি সাতশয় প্রবল হইয়া উঠিয়ছিল। সোৎস্থকে তাহার হস্ত হইতে কবিতাটি লইয়া সংশোধন কর্য্যে ব্যস্ত হইয়া পড়িলাম। কবিতাটি অকুমান বিশ ছত্রের হইবে। অনূ্যন চল্লিশটি সংশোধন করিয়া সুশীলের হস্তে দিয়া বলিলাম “তেমন সুবিধা হয় নাই ।” চাহিয়া দেখিলাম মুশীলের মুখ আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়াছে। সে কোনও কথা না কহিয়া পকেটের মধ্য হইতে নীরবে একথtনি ক্ষুদ্র পরিচ্ছন্ন পুস্তক বাহির করিল। লক্ষ্মীছাড়া অামাকে মজাই বার জন্ত রবিবাবুর কোনও প্রসিদ্ধ কবিতা হইতে ভারতী । শ্রাবণ, ১৩১৭ কয়েক লাইন লিখিয়া আনিয়াছিল আমি তাহারই উপর অবাধে কলম চালাইয়াছি !! অসংলগ্ন ভাষায় কৈফিয়ৎ প্রদান করিবার চেষ্টায় যাহা বলিলাম তাহ নিতান্ত নিৰ্ব্বোধের উক্তির দ্যায় শুনিতে হইল। আমার বিপন্ন অবস্থা দেখিয়া সুশীলের বোধহয় দয়া হইল, সে বাড়ি চলিয়া গেল । এইখান হইতেই সমালোচকের পথ পরিত্যাগ করিলে বোধহয় মন্দ হইত না । কিন্তু ভবিতব্য কে খণ্ডন করে । ক্রমশঃ আমি রীতিমত সমালোচক হইয়া দাড়াই লাম। নিয়মিতভাবে আমার সমালোচনা প্রকাশিত হয় । চেষ্টা করিয়া ও কবি হইতে পারি নাই বলিয়াই হউক বা যে কারণেই হউক কবি ও কবিতার প্রতি আমার কিঞ্চিৎ খৰ্বদূষ্টি আছে– আক্রোশ বলিলেও বোধহয় নিতান্ত অত্যুক্তি হইবে না। আমি জানি, আমার নিৰ্ম্মম সমালোচনার তাড়নায় কয়েকটা নুতন কবি শান্ত ছেলের মত বিষয়াস্তরে মনোনিবেশ করিয়াছে। কিন্তু সম্প্রতি একটি নুতন কবিকে লইয়। আমি কিছু অতিরিক্ত মাত্রায় ব্যস্ত হইয়া পড়িয়াছি। প্রায় বিগত ছয় মাস হইতে “সন্ধ্যাকাশ” নামক মাসিক পত্রে প্রতি মাসে ধারানুক্রমিক ভাবে শ্রীমতী তরুধtলা দেবী স্বাক্ষরিত কোন মহিলার কবিতাবলী প্রকাশিত হইতেছে । কবিতাগুলি সাধারণতঃ মাসিকপত্রে প্রকাশিত কবিতার দ্যায়ই ভাবগেীরববর্জিত ছন্দোবদ্ধ কোমল বাক্যসমষ্টি। অন্ততঃ আমার তাহাই ধারণা। চারি পাঁচটি কবিতা প্রকাশিত হইবার