পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, চতুর্থ সংখ্যা । চুড়াদেশে আরোহণ করিলাম। তাছার উপর হইতে, সমস্ত দৃপ্ত আমাদের নেত্রসমক্ষে প্রসারিত হইল । চয়ন—মুর্শিদাবাদের প্রাচীন-কাহিনী । \De R এই রমণীয় কুমুদিনী-হ্রদকে ঘিরিয়া, চারি দিক হইতে প্রকাও প্রকাও কঠোরদর্শন আগ্নেয়গিরি মাথা তুলিয়া রহিয়াছে । শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর । মুর্শিদাবাদের প্রাচীন-কাহিনী। ১৭৪৩ খ্ৰীষ্টীদের প্রায়তেই মহারাষ্ট্ৰীয়গণ পুনরায় বঙ্গদেশে জাসিয়া দেখা দিল। এবারে রঘুজি স্বয়ং ‘চৌধ" জাদায় করিবার জন্ত এবং গতবারের পরাজয়ের প্রতিশোধ নগরের উপর লইতে আসিয়া উপস্থিত হইলেণ। কিন্তু তিনি বঙ্গদেশে প্রবেশ করিতে না করিতেই পুনার মহারাষ্ট্র-অধিপতি স্বল্লজি-রাও দিল্লী সম্রাটের আদেশক্রমে আলিবর্দীর নিকট হইতে একাদশ লক্ষ মুদ্র গ্রহণ করিতে আগমন করিলেন । এই দুইজন মহারাষ্ট্র নায়কের মধ্যে লেশমাত্রও সস্তাব ছিল না। উভয়েই ‘পেশওয়া’ অর্থাৎ রাজপদ প্রার্থী বলিয়া উভয়ের মধ্যে একটা ভয়ঙ্কর শত্ৰুত ছিল । নবাব আলিবদাঁও উভয়ের মধ্যে এই মনোভাবের সুযোগগ্রহণ করিতে বিলম্ব করিলেন না। তিনি তাহাদের দুইজনকে পরম্পরের বিরুদ্ধে উত্তেজিত করিয়া স্বয়ং উভয়েরই হস্ত হইতে পরিত্রাণ লাভের সংকল্প করিলেন । তদনুসারে তিনি ভাগীরথীর পরপারে যাইয়। বল্লজির সৈস্থ্যের সহিত যোগদান করিয়া উভয়ে একত্রে বদ্ধমানের দিকে যাত্র করিলেন। রযুজির অধীনস্থ বেরার মহারাষ্ট্রগণ বৰ্দ্ধমানেই শিবিরস্থাপন করিয়াছিল। বল্লজি কিন্তু কিছুদূর যাইয়াই আলিৰন্দীকে ত্যাগ করিয়৷ একাকীই শত্রুনিধনে অগ্রসর হইলেন এবং যুজিকে বঙ্গদেশ इश्प्ठ बश्छ्रिङ कब्रिग्न मिtशन ।। ७हे रुरॐब्र अश তিনি নবাষের বিপুল অর্থ গ্রহণ করিয়া পুনা যাত্রা করিলেন । এই বিচিত্র সংগ্রামে দেশের চতুর্দিক শ্মশানে পরিণত হইল। এই নিষ্ঠু দক্ষ্যগণ যেখানে লোকালয় দেখিত তৎক্ষণাৎ তাহ ধ্বংস বা ভস্মসাৎ কল্পিত । স্ত্রীলোক ও বালকও তাহদের হস্তে পরিত্রাণ ॐ লাভ করিত না, এমন কি মাতার ক্রোড়স্থ শিশুকে *रीख श्ऊा कब्रिtङ उीशंज्ञा किछूषांक दू%tबांध করিত না । তাহীদের এ দানবীয় অত্যাচার দেশবাসীর অন্তরে এরূপ শঙ্কার উদ্রেক করিয়াছিল যে আজও পৰ্য্যন্ত দুষ্ট বালকবালিকাকে শাসিত করিবার জন্ত লোকে সেই নিষ্ঠুর দস্তু্যদলপতিগণের নাম করিয়া থাকে । রঘুজি কিন্তু এ পরাজয় শাস্তভাবে গ্রহণ করিবার লোক ছিলেন না। বার বার পরাজয়ে তাহtল্প প্রতিহিংসাবৃত্তি প্রজ্জ্বলিত হইয়া উঠিল, এবং ১৭৭৪ খ্ৰীষ্টাব্দে তিনি ভাস্করকে কাটোয়া মগরে শিবির স্থাপন করিতে আদেশ দিয়া পুনরায় এদেশে পাঠাইয়া দিলেন । ७ङतािंबद्म एङिखलङiश्च भश्iब्रiंींष्ट्रङ्ग नस्tङ्गि বাহুবলের বিশেষ পরিচয় পাইয়াছিলেন । সুতরাং এবারে রঘুজি গোপনে ভাস্করকে বলিয়া দিলেন যে নবাব অর্থদানে অগ্রসর হইলেই যেন তিনি সন্ধিস্থাপনে বিরত না হন । এদিকে আলিবদাঁও মহারাষ্ট্রের বীর বীর আক্রমণে ক্লান্ত হইয় পড়িয়াছিলেন, তিনিও এবারে বলপ্রয়োগ না করিয়া ছল বা কৌশলে আপনার উদ্দেশ্ব সিদ্ধ করিতে মনস্থ করিলেন । অর্থ পাইলেই সদ্ধি কৰি\র উপদেশের কথ\ \গলে জলিতে পারিয়া আলিবন্দী উtহার সচিব প্রধান রাজা জানকীরামকে ভাস্করের নিকটে প্রেরণ করলেন, এবং তাংশকে বলিয়া দিলেন তিনি যেন ধীরে ধীরে ক্রমে ঈপ্সিত অর্থদানেই সস্মৃতি প্রদর্শন করেন এবং কৌশলে ভাস্করকে রাজধানী হইতে স্বাদশ ক্রোশ দুরে উাহার শিবিরে জানয়ন করেন।