পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, চতুর্থ সংখ্যা । মুখ খোলা পাত্রের একদিকে এই গ্লাস উত্তমরূপে বসাইয়া দেওয়া হয় ও অপর মুখ চক্ষের উপরে স্থাপিত করা হয়। ডুবুরিগণ তাহদের মস্তক ছবিনির্দিষ্ট যন্ত্রের মধ্যে প্রবিষ্ট করাইয়া দিয়া সমুদ্রের তলদেশে গমন করিতে থাকে । তলদেশের ৩৪ হস্ত পরিমিত স্থান এই যন্ত্র সাহায্যে তাহার পরিদর্শন করিতে পারে। গ্লাসের উপর তরঙ্গাঘাত হইলেও তাঁহাতে দর্শনের কোন প্রকার বিঘ্ন সমুপস্থিত হয় না । সে নিৰ্ব্বিঘ্নে তাচার দর্শনীয় দ্রব্যাদি অবলোকন করিয়া কার্য্যোদ্ধার করে । সমুদ্রের উপরিভাগে উৰ্ম্মিমালা যেমন প্রায় সততই নৃত্য করিতেছে তেমনি উহার তলদেশেও জোয়ার ভাট ও নিম্নস্রোত আছে সুতরাং তথায়ও কাহার ও নিরাপদে থাকিবার সুবিধা নাই। যাহা হউক, পূৰ্ব্বোক্ত প্রকার চসম এবং একপ্রকার সামুদ্রিক দূরবীক্ষণের সাহায্যে সকল বাধাবিঘ্ন অতিক্রম করতঃ ধীবরেরা স্পঞ্জ দর্শনমাত্র এক রূপ বড়সীব দ্বারা তাহ টানিয়া লয়। কিন্তু এবপ্লকার পুরাতন প্রথানুসারে স্পঞ্জ সংগ্রহ নিতান্ত দুরূহ এবং অতীব সহিষ্ণুতার পরিচায়ক। কতিপয় বৎসর পূৰ্ব্বেও এই পুরাতন প্রথানুসারে ফ্লোরিড উপকূলে স্পঞ্জ সংগ্ৰহ হইত। তথাকার অধিবাসীগণের মধ্যে কেহ কেহ অদ্যাবধি ও এই প্রকার প্রথাকুযায়ী কাৰ্য্য করিয়া থাকে। এই সমুদায় লোক দলবদ্ধ হইয়া দ্বিমাস্থলযুক্ত দ্রুতগামী ক্ষুদ্র ক্ষুদ্র পোত সঙ্গে লইয়৷ স্পঞ্জ ংগ্ৰহাৰ্থে উক্ত স্থানের বন্দরসমূহে গমন করে । এই নৌকাকে আমেরিকায় “স্কুলার”(Schooner) বলে। প্রত্যেক নেীকার নাবিক চল্পন—স্পঞ্জসংগ্ৰহ প্রণালী । ף לס ংখ্যা ৬জন এবং একজন পাচক—স বিশুদ্ধ ৭ জন মাত্র। ইহার সঙ্গে আবার ক্ষুদ্র ক্ষুদ্র ডিঙ্গি থাকে। প্রত্যহ প্রান্তঃকালে তাহার এই স্কনার ইহতে ডিঙ্গিতে করিয়া স্পঞ্জ সংগ্রহের স্থানে উপস্থিত হয়। ঐ ক্ষুদ্র ডিঙ্গিতে দুইজন করিয়া লোক থাকে । তন্মধ্যে এক ব্যক্তিকে “হু কার” (Hooker) ও অপর ব্যক্তিকে “স্কলার” (Sculler) কহে । প্রথম ব্যক্তি নতজানু এবং নতমস্তক হইয়া সারাদিন সেই গুণ্ডাকৃতি যন্ত্রটি মুখোসের ন্তায় পরিধান করিয়া দূরবীন দিয়া একদৃষ্ট্রে সমুদ্র গর্ভ নিরীক্ষণ করিতে থাকে। তখন তাহাকে দেখিলে করী-শিশু বলিয়া ভ্ৰম জন্মে। দ্বিতীয় ব্যক্তি অতি সন্তৰ্পণে নৌকাখানি বাহিতে থাকে। প্রথম ব্যক্তির ঐ প্রকার নাম প্রদান করিবার সার্থকত এই যে, সে ঐ যন্ত্র সাহায্যে সমুদ্র মধ্যস্থিত ৩৪৷৩ হস্ত দূরের দ্রব্য দর্শন করিয়া হস্তস্থিত সুদীর্ঘ হুক বা আকর্ষণীর দ্বারা সমুদ্র তলদেশস্থিত স্পঞ্জ টানিয়া আনে। সন্ধ্যা না হওয়া পৰ্য্যস্ত এই প্রকার কার্য্য সাধিত হয় । অবশেষে স্পঞ্জে নৌকা পূর্ণ করিয়া তাহদের ক্ষুদ্র আড্ডা স্বারের নিকট লইয়া যায়। এইরূপে নেীকার গুদামে অtট সপ্তাহ ধরিয়া স্পঞ্জ সংগৃহীত হইলে তাহ বন্দর উপকূলে আনীত হয় । অামাদের দেশে যেমন इश्९ इंश् १ কারখানায় বহু অtয়াসসাধ্য ছুতারের কার্য্য চীনেদের দ্বারা সম্পাদিত হয় আমেরিকার ফুেরিড উপকুলেও সেইরূপ গ্ৰীক ডুবুরী দ্বারা বহু আয়াসাধ্য স্পঞ্জ উত্তোলন কাৰ্য্য সম্পাদিত হয়। গ্রীকবাদী