পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, চতুর্থ সংখ্যা। বা মরিচ ধরা না হয়। এক সপ্তাহের মধ্যে স্পঞ্জ বৃদ্ধি হইয়া ঝুলনে তারটি ঢাকিয়া যাইলে । লম্বা লম্বা তারের চারিদিক মালার আকারে গ্রন্থন করিয়া ক্ষুদ্র ক্ষুদ্র খ গুীকৃত স্পঞ্জে চির দিয়া নাতি সুগভীর সমুদ্রের তলদেশে ঐ তার ঝুলাইয়া দিতে হইবে। এই প্রকার বহু দীর্ঘ তারের সঙ্গে স্পঞ্জের মালা সমুদ্রের মধ্যে ঝুলাইয়া রাখিতে হইবে। আঠার মাস এই অবস্থায় থাকিলে স্পঞ্জ ऑफ्रेिं★७१ दूकि धाॐ ७द९ उंशद्र छांद्र ७ তদনুরূপ বৰ্দ্ধিত হইবে। এই প্রকারে যপূর্বক অস্বাভাবিক উপায়ে স্পঞ্জ উৎপন্ন করিতে আরম্ভ করিলে শতকরা ৯৫টি কৰ্ত্তিত স্পঞ্জ নষ্ট না হইয়া বৰ্দ্ধিতায়তন হুইয়া থাকে। এই সকল স্পঞ্জ গোলাকার পিগুবং অথবা কত্তি ত ডিম্বের দ্যায় আকার ধারণ করে। উহ। কিন্তু হস্ত সংস্পর্শে নষ্ট হয় না বা উহার মূল ভাঙ্গিয়া যায় না। স্পঞ্জের মূলগুলি উছার মধ্যভাগে জন্মিয়৷ থাকে। এই প্রকার স্পঞ্জ মেষের উলের ন্তায় প্রতীয়মান হয় এবং উহা বহুবৎসর शब्लो श्ब्र । शृङ थकांद्र *** झूठे श्ञ उtशम সকল প্রকারই এইরূপ অস্বাভাবিক উপায়ে উৎপন্ন হইতে পারে। স্পঞ্জ উত্তোলন কাৰ্য্য সকল সময়ে এবং সকল ঋতুতে প্রচলিত রাৰিয়া এই ব্যবসায় নির্মুল হইতে বসিয়াছে। গ্ৰীক ডুবুরীগণ স্পঞ্জ উত্তোলন করিয়া স্পঞ্জবংশ এক প্রকার ধ্বংস করিবার উপক্রম করিয়া তুলিয়াছে। তজ্জষ্ঠ যুক্তরাজ্যের ংগ্রেসে এই বিষয় আলোচিত হইয়া ५ीकछि क८%ांन्न आहेन श्रृंt* श्ब्र! शिंब्रt८छ् । চম্বন—ম্পঞ্জসংগ্ৰহ প্রণালী । ৩২১ উহার মৰ্ম্ম এই--আর কেহ সকল ঋতুতে সমভাবে স্পঞ্জ উত্তোলন করিতে পরিবে না । উহ! নির্দিষ্ট ঋতুতে তুলিতে হইবে। ধীবরগণ বৎসরের মধ্যে ১লা মে হইতে ১লা অক্টোবর পর্যন্ত স্পঞ্জ তুলিতে পরিবে না। অর্থাৎ সমুদ্রে ৩৪ হস্ত গভীর জল না থাকিলে আর তথায় কার্য্য করা চলিবে না। নব আইনের এই নিষেধবাণী প্রকৃতপক্ষে পালিত হইতেছে কিনা তাহ দেখিবার জন্ত ফুেরিড। উপকূলে ক্ষুদ্র ক্ষুদ্র জাহাজে রাজকৰ্ম্মচারীগণ গমনাগমন করেন। এই আইনদ্বারা কেবল যে স্পঞ্জ ংশ রক্ষা পাইয়াছে তাহী নহে । আমেরিকাবাসী যেসকল ধীবরগণ এই ব্যবসায়লব্ধ অর্থ দ্বারা জীবনাতিবাহিত করিয়া থাকে তাহারাও রক্ষা পাইয়াছে। কারণ স্পঞ্জ ধ্বংস হইয়া গেলে তাহাদের বিশেষ অনিষ্টের সম্ভাবনা । ফ্লোরিড দ্বীপে গ্ৰীক ধীবরগণ অত্যধিক পরিমাণে উপনিবেশ স্থাপন করিয়াছে, তথাকার গ্রীক পল্লীগুলি দর্শন করিলে মনে হয় ইহা গ্ৰীস.দশের একটি অন্তভুক্ত স্থান । তাহাদের চালচলন, পোষাকপরিচ্ছদ, ভাষা এবং ‘টারপান’ প্ৰবৰ্ত্তিত গ্রীক গৃহাদি গ্রীকদেশের ন্যায়। ডুবুরীগণের নৌকাখানি পৰ্য্যন্ত গ্ৰীসদেশ হইতে আনীত, গ্ৰীকগণের জাতীয় অবনতি সাধিত হইলেও তাহারা আজ পর্য্যন্ত জাতি, ধৰ্ম্ম, ভাষা, পোষাকপরিচ্ছদ ত্যাগ করে নাই। ইহা তাহদের বিশেষ গৌরবের বিষয় সন্দেহ নাই । শ্ৰীগণপতি রায় ।