পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বৰ্ষ,চতুর্থ সংখ্যা। বৈজ্ঞানিক প্রতিভাবর্তী ম্যtডাম কুরি (Mme Curie) পূৰ্ব্বে রেডিয়ম আবিষ্কার করিয়াছিলেন। এক্ষণে তিনি ও লিপম্যান ( C. Lipman ) সাহেব বিশুদ্ধ পোলোনিয়ম আবিষ্কার করিয়াছেন । পোলোনিয়ম রেডিয়ম অপেক্ষা চারিশত গুণ অধিক শক্তিশালী এবং কতকগুলি নূতন গুণে ভুযিত । পোলোনিয়ম রেডিয়ম হইতেই উদ্ভূত। রেডিয়ামের পরমাণুগুলি পোলোনিয়মে পরিবৰ্ত্তিত হয় মাত্র । ম্যাডাম কুরি পোলোনিয়মের শক্তি সম্বন্ধে বিশেষ কিছু অাশা এখনও প্রকাশ করেন নাই। কিন্তু অস্তান্ত বিজ্ঞানবিদগণ পরীক্ষার দ্বারা স্থির করিয়াছেন যে, এই নবাধিস্কৃত পদার্থটি রেডিয়ম অপেক্ষ বহু সহস্ৰগুণ অধিক শক্তিশালী । তবে এ স্থলে আমাদিগকে মনে রাখতে হইবে যে, উভয়ের মধ্যে এই শক্তির পার্থক্য প্রথমাবস্থাতেই থাকিবে, পরে দিন দিন উভয়েরই শক্তি হ্রাস পাইবে । আড়াই হাজার বৎসরে একটা নির্দিষ্ট রেডিয়ম পিও তাহার অৰ্দ্ধেক শক্তি হীরাইয়া ফেলিবে, কিন্তু পোলোনিয়ম ১s০ দিনের মধ্যেই অৰ্দ্ধেক শক্তি হরিাইয়া ফেলে । সুতরাং পোলোনিয়মের শ্রেষ্ঠত্ব প্রথমবস্থাতেই থাকে, স্থায়িত্ব হিসাবে রেডিয়মই অধিক শক্তিশালী । কিন্তু তাই। হইলেও প্রথমাবস্থায় এই শক্তির পার্থক্যের অর্থ যে কি তাহা দৃষ্টান্ত দ্বারা না বুঝাইলে উপলব্ধি করা যায় না । নখের এক টিপ রেডিয়মের মধ্যে দপলক্ষ 'কেলরি’ ( Calories ) অর্থাৎ উত্তাপের বীজ বৰ্ত্তমান আছে । সুতরাং ১৫ গ্রেণ রেডিয়মে পাচশ কোটি গ্যালন জল দুই ডিগ্রি উত্তপ্ত হইয়। উঠিবে। সেই পরিমাণ পেলোনিয়ম লইলে দশ সহস্ৰ কোটি গ্যালন জল দেই পরিমাণে উত্তপ্ত হইয়া উঠিবে। চয়ন—বিবিধ। లి: సె গণনার দ্বারা স্থির করা হইয়াছে যে এক জাউলু রেডিয়ম দুই কোটি পচাত্তর হাজার মণ একটা বস্তুকে পৃথিবী হইতে এক মাইল উদ্ধে তুলিবার শক্তি ধারণ করে, সুতরাং সেই হিসাবে পোলোনিয়মের শক্তি যে কি বিরাট তাহ সহজেই অনুমান করা যাইতে পারে । এই শক্তি ব্যবহারে লাগাইলে জাহাজ, রেলগাড়ী ইত্যাদি কিরূপ অনায়াস বেগে যাইতে পারে তাহা কল্পনা করিয়া দেখুন। বাইশ আউন্স পোলোনিয়মের যে চালক শক্তি ছয় কোটি সাতাশি লক্ষ পঞ্চাশ হাজার মণ কয়লার সে শক্তি নাই । কি অপূৰ্ব্ব ব্যাপার । পৃথিবীর একটা কোন স্থানে সাড়ে সাতাশ মণ পোলোনিয়ম রাখিতে পারিলেই পৃথিবীর সমস্ত কল কারখানা, রেল, ট্রাম, মোটর, জাহাজ, আলোক, টেলিগ্রাম ইত্যাদি আপলিই চলিতে পরিবে । এক আউন্স রেডিয়ম থাকিলেই আঠার লক্ষ আট চল্লিশ হাজার পাউণ্ডকে মিনিটে এক ফুট লইয়৷ যাইবার শক্তিসম্পন্ন একটা মোটর গাড়ী ঘণ্টায় ত্রিশ মাইল গতিতে পৃথিবী প্রদক্ষিণ করিতে পারে। এক আউন্স পোলোনিয়ম থাকিলে এইরূপ একটি গাড়ী পৃথিবীকে চারিশত বার প্রদক্ষিণ করিতে পারে। কল্পন। স্তস্তিত হইয়া পড়ে । কিন্তু এই দুই বস্তুকে এইরূপে মন্ত্রব্যের ব্যবহারে নিযুক্ত করিতে এখনও অনেক বিলম্ব আছে। তবে ইহার মধ্যেই ভtহাদের যথাসাধ্য ব্যবহার আরম্ভ হইয়াছে। নিউ-ইয়র্ক কলেজে একটি রেডিয়নের ঘড়ি আজ তিন বৎসর ব্যবহৃত হইতেছে । ঘড়িটি রিন দমে ত্ৰিশ সহস্ৰ বৎসর চলিবে। ভবিষ্যতে - আরও কত অভিনব ব্যাপার সংঘটিত হইবে তাহা এক্ষণে জুলু বাদ্যযন্ত্র । রেভারেও ফাদার ফ্রান্স মের নামক একজন ধৰ্ম্মযাজক জুলু দেশীর বাদ্যযন্ত্রাদির বিষয়ে এক প্রবন্ধ লিখিয়ছেন। তিনি বলিতেছেন যে, জুলুগণের সঙ্গীতপ্রিয়তা এবং যথেষ্ট বাদ্যযন্ত্র থাক। সত্ত্বেও আমাদের কল্পনাতীত । కేe: দিন দিন সেখানে গ্রামোফোন ও বিলাতী স্বল্পমূল্যের বাদ্যযন্ত্রের এত আমদtণী হুই তেছে যে শীঘ্রই জুলুদিগের আবহমান প্রচলিত যন্ত্রাদি লোপ পাইবে। আমরা এই সংখ্যার ভারতীতে জুলু