পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-৩৪শ বর্ষ, চতুর্থ সংখ্যা । দিনের আলো এখনি ফুটিবে । গির্জার বড় ঘড়িতে ছয়ট বাজিয়া গিয়াছে । প্রহরীট ধীরে ধীরে আসিয়া মাথার টুপি খুলিয়া অভিবাদন করিল। নম্রকণ্ঠে জিজ্ঞাসা করিল, আমার কিছু থাইতে সাধ আছে কি না ! অtশ্চৰ্য্য ! এমন বিনয়-নম্র ব্যবহার ! আমার সারা অঙ্গ শিহরিয়া উঠিল! তবে কি আজই-? Yo q ই, আজ । কারাধ্যক্ষ স্বয়ং আসিয়ছিল! আমেরিকা প্রবাসীর পত্র। లిలి ) আমি কি চাহি, ন চাহি, তাহারি সন্ধান করিতেছিল ! আরো সে জিজ্ঞাসা করিতেছিল, কোন ভূত্য বা প্রহরী আমার মর্য্যাদার হানি করে নাই ত ! আমার স্বাস্থ্য কেমন, রাত্রে নিদ্রা হইছিল কি না ! আমাকে ‘স্তার’ বলিয়া সে সম্বোধন করিল ! কোন সন্দেহ নাই আজ - অজেই তবে সেই স্মরণীয় দিন! যে দিনের কথ। মুহূর্তের জন্ত ও ভুলি নাই ! শ্রীসৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। আমেরিকাপ্রবাসীর পত্র। ষ্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ১০ই এপ্রিল । শ্ৰীচরণেষু কলেজে এইটি আমার শেষ term, তাই বিশেষ ব্যস্ত আছি। এখীন হইতে ধাহা আহরণ করিবার তাহা দুই তিন মাসের মধ্যেই শেষ করিতে হইবে, তাই কাজের এত ভিড়। এই জননীস্বরূপা শিক্ষাভূমি ( আমার প্রকৃত alma mater ) এথানকার পরমবন্ধুপ্রতিম শিক্ষকগণ ও অন্তষ্ঠি বন্ধুগণকে ছাড়িয়া যাইতে মন সরিতেছে না। তাহারা আমাকে র্তাহীদের স্নেহাতিশয্যে অভিভূত করিয়া छूशिप्रां८छ्न । আমাদের দৈনন্দিন জীবনের একটু আভাষ দিলে ব্যস্ততার কারণ বুঝিতে পারিবেন। আমরা এখানে তিনজন ভারতীয় ছাত্র—একজন পাঞ্জাবী দুইজন বাঙ্গালী— একটি ছোট বাড়া লইয়া আছি। আমাদের দুষ্টটি শুইবার, একটি বসিবার, একটি খাইবার তদ্ভিন্ন একটি পাকের ঘর। ঘরের আসবাব পত্র সামান্ত,—কিছু নাই বলি লেই হয়, { zotos tatto severe and simplc বলে ) কিন্তু ভারতবাসী আমাদের পক্ষে তাহ যথেষ্ট । এদেশবাসীর পক্ষে অবশু ইহা যথেষ্ট নছে এবং ইহাদের স্বাচ্ছন্দ্যের আদর্শ আরও জটিল । সাধারণতঃ এদেশে দৈন্ত ও অভাবের কোন স্থান বা সমাদর নাই—তাহা দুৰ্ব্বলতা ও পাপের প্রশ্রয়জনক বলিয়। পরিগণিত । কিন্তু এদেশেও এমন অনেক লোক আছেন যাহারা ভারতের আড়ম্বরহীন সরলজীবনের আদর্শকে শ্রদ্ধার চক্ষে দেখিয়া থাকেন। সুতরাং আমাদের বন্ধুবান্ধবের অভাব নাই । আমরাও কাহাকে নিমন্ত্রণ করিয়া আনিতে লজ্জিত হই না । এখানে অনেক সম্রাস্ত পরিবারে আমরা মায়ের স্নেহ ও ভাইয়ের সম প্রাণত পাইয়া প্রবাসজীবনের