পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૧૭ এই এক বৎসরের মধ্যে জাপানীগণ শিক্ষাকল্পে ৩৬ লক্ষ ৭৭ হাজার ‘একার’ জমি, ১৪ হাজার পুস্তক এবং ১৬ হাজার শিক্ষ: কার্য্যের যন্ত্রাদি দান করিয়াছিল। লিউইজ সাহেব বলেন, “জাপানের শিক্ষা কাৰ্য্য সুচারুরূপে নিৰ্ব্বাহিত হুইবার জন্ত এক কালীন দানের সংখ্যাই অধিক । তাহার এক পঞ্চমাংশ বেতনাদি বাবদ । কলেজদি হইতে প্রাপ্ত হওয়া যায় ।” ১৮৯৬ খ্ৰীষ্টাব্দে বৈদেশিক শিক্ষক শতকর। ১৫ জন হইতে ১৯ জনে পরিণত হইয়াছে । প্রাথমিক বিদ্যালয়াদির কিঞ্চিৰূদ্ধে যে সকল বিদ্যালয় স্থাপিত হইয়াছে তাহা ও দুই শ্রেণীতে বিভক্ত হইতে পারে। (১) মধ্যবৃত্ত স্কুল ও ( ২ ) উচ্চ বিদ্যালয় সমূহ। এই সময় হইতে তা ছ। দিগকে সৈন্যদলভুক্ত হইয়া যুদ্ধ বিদ্যা শিক্ষা করিবার জন সমগ্ৰ বিভাগ করিয়া লইতে হয় । সুতরাং তাছা দিগের মধ্যে কেহই ২৮ বৎসরের পূৰ্ব্বে স্বল হইতে পরাক্ষেত্তীর্ণ হইতে পারে না। নিম্ন শ্রেণীর বিদ্যালয় সমূহের সহিত উচ্চ বিদ্যালয়াদির সংযোগ এবং এক ত৷ ংরক্ষিত ন হইলে দেশের উন্নতির অস্ত রায় হইতে পারে সে কথা জাপানের শিক্ষাiবভাগের কর্তৃপক্ষের বিলক্ষণ হৃদয়ঙ্গম করিতে সমর্থ হইয়াছিলেন । কোন ছাত্র নিম্ন স্কুল হইতে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হইয়। অপর উচ্চ বিদ্যালয়ে বিনা পরীক্ষায় প্রবেশাধিকারলাভে সমর্থ হইতে পারে। এমন কি, যদ্যপি কেই উচ্চ বিদ্যালয়ের পাঠাদি নিয়মিত অধ্যয়ন করিয়াছে বলিয়া কোন প্রশংসাপত্র (Certificate) প্রাপ্ত হয় তাঙ্গ হইলে সে প্রবেশিক পরীক্ষা প্রদান না করিয়াই কলেজে ভৰ্ত্তি হইতে ভারতী | ভাদ্র, ১৩১৭ পারে এবং ত{হার যে কোন বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার সহজেই হইতে পারে। বেশিকা পরীক্ষোত্তীর্ণ ছাত্রগণ যে সকল কৰ্ম্ম প্রাপ্ত হইবে দেও তদপেক্ষা নিমপদ প্রাপ্ত হইবে না । নিম্ন স্কুলের সঙ্গে উচ্চ বিদ্যালয়ের এমন সহানুভূতি সকলেরই অনুকরণীয়। অপর কোন দেশ ঈদৃশ ব্যবস্থা দৃষ্ট হয় না। কোন বেসরকারী বিদ্যালয়ের অবস্থা শোচনীয় হইলে তাহাকে অপর উচ্চ বিদ্যালয়াদি সাহায্য প্রদান করিয়া থাকে। এইরূপ সম্প.দ বিপদে ছোট বড় সকলেই পরম্পরে মিত্র তাস্থত্রে সম্বন্ধ আছে বলিয়া তথাকার অবস্থা এতাদৃশ উন্নত । খ্রীষ্টাব্দে জাপানে সৰ্ব্বসমেত ১৬৯টি সাধারণ মধ্যবিদ্যালয় এবং ১৮৯৬ খ্ৰীষ্টাব্দে ৬টি উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় । উহার শিক্ষক সংখ ! ছিল ২ হাজার ৬ , জন ; তন্মধ্যে দ্বাদশজন বিদেশী পুরুষ ; আর ছাত্র সংখ্যা ছিল ৪ হাজার ২ শত ৮১ জন। এই সকল ছাত্র মধ্যশ্রেণীর বিদ্যালয়ে অধ্যয়ন করি ত । পবে উচ্চ বিদ্যালয়ে গমন করিল ; ; ; অংশ সৈন্ত দলভুক্ত এবং ঐ অংশ বিদ্যালয় সমূহে শিক্ষকতায় নিযুক্ত হষ্টয়াছিল। উচ্চ বিদ্যালয়ের ছাত্রগণের মধ্যে ৫৬ জন আইন জল স্থপতি বিদ্যা ১ ইঞ্জিার ৪ শ ত ৫৯ জন >レrぬ% ইহার ; অংশ (Engineering), ডf জারী এবং ২ হাজার ৫ শ 5 ৮৯ জন সাধারণ বিভাগে সাহিত্যাদি অধ্যয়ন করত । ইহাই হইল পূৰ্ব্বকাব অবস্থা । মধ্যম শ্রেণীর বিদ্যালয়(ণিতে ইংরাজী ভাষার প্রচলন • আছে। জাপ ভাষা ४ २१