পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, পঞ্চম সংখ্যা । ইংরাজের দৌত্য। Ohసె ংরাজের দৌত্য। ( > ) সময়-সপ্তদশ শতাব্দীর শেষভাগ । তখন নুতন ও পুরাতন দুই কোম্পানিতে বিশেষ গোলযোগ বাধিয়া গিয়াছিল। ১৬৯৮ খৃষ্টাব্দে বিলাতে গবৰ্ণমেণ্টের দুই কোট টাকার আবশ্যক হইয়াfছল। এই টাকার জন্তই তথাকার গবর্ণমেণ্টকে বাধ্য হইয়। ভারতবর্ষের সহিত বাণিজ করিবার অধিকার দিয়া নুতন একটী কোম্পানি গঠনের অনুমতি দিতে হয়। এই নুতন কোম্পানি গঠনের প্রস্তাব পালিয়ামেণ্টের সমক্ষে উপনীত হষ্টলে পুরাতন ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি একখানি আবেদনপত্র উক্ত মহাসভায় পেশ করেন । নৃ হন এবং প্রতিদ্বন্দী কোম্পানি প্রতিষ্ঠিত হইলে যে বিস্তর অসুবিধা হইবে—সেই সমুদয় বিষয় উল্লেখ করিয়া আবেদন প্রেরিত হইলে ও নূতন কোম্পানির সনন্দ পাইতে কোন বিঘ্রই হইল না। প্রকৃত পক্ষে, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির অংশীদার প্রভৃতির মধ্যে অনেক ক্ষমতাপন্ন ব্যক্তি থাকিলেও, সাধারণে কোম্পানীকে বিশেষ প্রীতির চক্ষে দেখিতেন না । সুতরাং সহজেই পালিয়ামেণ্ট ১৬৯৮ খৃষ্টাব্দে দ্বিতীয় একটী কোম্পানি স্থাপনে অনুমতি দিলেন । ইহাতে বিবাদ বিসম্বাদ অত্যন্ত বাড়িয়া গেল। পুরাতন কোম্পানি নুতন কোম্পানিকে ভয় করিয়া চলা দুরে থাকুক, তাহীদের দূরদেশস্থ এজেণ্টদিগকে যে ভাবে পত্র দিয়াছিলেন তাহ দেখিলে স্পষ্টই প্রতীয়মান হয় যে নুতন কোম্পানির সহিত বিবাদ বধাইতেই র্তাহারা সমুৎস্থ ক । “যেমন এক রাজ্যে দুইজন রাজা থাকিতে পারেন না, তদ্রুপ এদেশেও দুইটী কোম্পানী একত্র থাকিতে পাবে না। পুরাতন এবং নুতনে শীঘ্রই যুদ্ধ বাধিবে এবং ২৩ বংসরের যুদ্ধে যে হয় একদল জিতিবেই। পুরাতন কোম্পানীর সকল কৰ্ম্মচারীই দক্ষ সুতরাং যদি কৰ্ম্মচারীগণ রীতিমত ভাবে কার্য্য করেন, তাহ হইলে পরাজয়ের কোন সম্ভাবনাই নাই । এই প্রকার অস্তবিরোধে পৃথিবী হাসিবে, হামুক --উপায় নাই ।”* একই উদ্দেশ্যে ২টা কোম্পানি স্থাপিত হওয়াতে ভারতবর্ষে বিশেষ গোলমাল বাধিয়া গেল। নরপতি তৃতীয় উইলিয়াম নুতন কোম্পানিটির দিকেই বিশেষ পক্ষপাতী ছিলেন। সুতরাং তিনি ১৬৯৮ খৃষ্টাব্দের শেষভাগে হিন্দুস্থানের সম্রাট আউরঙ্গজীবের নিকট এই সদ্যোজাত শিশুর জন্য ফাৰ্ম্মাণ

  • “The truth is, that the whole of this contest was only one division of the great battle, that agitatcd the state, between the tories and the whigs ; of whom the former favored the new Company the latter the old”...Grants’ “A sketch of

the History of the East India Company.”