পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, পঞ্চম সংখ্যা। ১ । অশ্বপৃষ্ঠে রাজ প্রতিনিধির গেtলন্দাজ সৈন্তের সেনানায়ক । ২ । দ্বাদশ খানি শকটে উপহারার্থ দ্বাদশট পিত্তলের-কামান। ৩ । পাঁচখানি শকটে নানাবিধ বস্ত্রাদি । ৪ । কতকগুলি শকটে নানাবিধ কাচের দ্রব্য ও দর্পণাদিসহ একশত ব্যক্তি । ৫ । সুসজ্জিত দুইটী উৎকৃষ্ট আরব দেশীয় অশ্ব । ৬ । রাজ পতাকাধারী সাজসজ্জাবিষ্ঠান উৎকৃষ্ট আরব দেশায় ২টা অশ্ব । উপহাররক্ষক চারিজন অশ্বারোহী গোর সৈন্ত । br I

  • і |

লোহিত, শ্বেত, নীলবণের পতাকা সমূহ ও মুসজ্জি ত সাতটা মূল্যবান অশ্ব । ৯ । রাজা উইলিয়াম ও রাজ প্রতিনিধির শিরস্ত্ৰাণ । ১• । বহুমুল্য রৌপ্যনিৰ্ম্মি ত জরীর কারুকার্যখচিত ইংরাজী ধরণে সুসজ্জিত পান্ধী । ১১ । অন্ত তুষ্টট শির রাণ । এবং ১২ । সুসজ্জি ত অশ্বারোহী বা ঠ করগণ । ১৩ । অশ্বগৃষ্ঠে রাজ প্রতিনিধির পদাতিক সৈন্তের লেফটেনাণ্ট । ১৪ । অশ্বারোহণে সুসজ্জিত দশটি ভূত্য । ১৫ । রাজ উইলিয়াম এবং প্রতিনিধির ফুলচিহ্ন ! ( arms ) ১৬ । সুসজ্জিত অশ্বারোহী ডঙ্কাবাহী । মসজ্জিত তুরীবাদ ক তিন জন অশ্বারোহী ऐनछ । প্রথমটী বহন করিতে যেল ইংরাজের দৌত্য । 3bペ。 ১৭। রাজ প্রতিনিধির শরীররক্ষকদিগের সেনানায়ক । ১৮। ইংরাজী ধরণে বিশেষ রূপে সজ্জিত দ্বাদশ জন অশ্বারোহী সৈন্ত । ১৯ । রাজপ্রতিনিধির অশ্বারোহী সৈন্তের সেনানায়ক । ২০। রাজা উইলিয়াম এবং রাজ প্রতিনিধির সুবর্ণ গিলটি করা অস্ত্র। ( Arms * ২১ । মুল্যবান পোষাক পরিহিত অশ্বরোহণে মিঃ মিল, এবং মিঃ হুইটেকার । ২২ । উন্মুক্ত আসি হস্তে মূল্যবান পোষাক পরিচিত অশ্বারোহাসৈন্যের অধ্যক্ষ মিঃ হেল। ২৩ ৷ বহু মূল্যবান সুসজ্জিত পাল্কা আরোহণে রাজ প্রতিনিধি । ২৪ । মুসজ্জিত চারি জন ভৃত্য—পান্ধীর મફિ૭ । ২৫ । রাজার পত্র সঙ্গে লইয়া মুণ্যবান পান্ধিতে সেক্রেটারী এডোয়াড । ২৬। এই পান্ধির উভয় পার্থে অশ্বারোহী এই জন সাহেব । ২৭ ৷ সুসজ্জিত শকটারোহণে কোষাধ্যক্ষ ও রাজ প্রতিনিধির ধাস সেক্রেটারী । আউরংঞ্জাব ইংরাজ রাজপ্রতিনিধিকে প্রকাগু দরবারে অভ্যর্থনা করিলেন এবং সমাদরের সহিত তাহাকে আসন পরিগ্রহ করিতে আদেশ দিলেন । সার নরিস তখন নূতন কোম্পানীর অবাধ বাণিজ্যের জন্য ফাৰ্ম্মাণ প্রথিন করিলেন । - এই প্রার্থনার উত্তর উজীরকে জানাইবেন সম্রাট এইরূপ অভিমত প্রকাশ করিলেন। কয়েক দিবস জল বাহক লাগিয়াছিল ।