পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, পঞ্চম সংখ্যা । C3 || Woły(t প্রেম। কাল রজনীতে উঠেনিক চাদ, ফুটেনি একটি তারা, আঁধারের মাঝে বিরহী বাতাস হয়েছিল দিশহারা ; জোনাকি জলেনি যুথিমালঞ্চে বিঝিট ডাকেনি ঝাড়ে, টিটিপাখী শুধু টিটুকারি দিয়ে কেঁদেছে দীঘির পাড়ে ; তারি মাঝে আমি ইমন-বেহাগে সেধেছিন্ন বঁাশীখানি,— কেহ না শুমুকু তুমি শুনেছিলে, মনে মনে তাহা জানি । আজ রাতে যবে ঝরঝরধারে বাদর ঝরিছে মেঘে, হরধ-সরস কণ্ঠ তুলিয়া ভেকেরা উঠেছে জেগে ; ঘরে ঘরে ঘরে শিকল বাজিয়ে বায়ু দিয়ে যায় নাড়া, আর্দ্র পাথায় সিক্ত শাখায় পাখীরা না দেয় সাড়া ; কাহার হৃদয় কঁপিছে সেতারে মল্লারে মীড় টানি ;– সে ব্যথ। কাহার, কেহ না জামুক-আমি তাই ভাল জানি। কোথায় কঁাপিছে করুণ সেতার, কোথায় কঁাপিছে বাণী, ছুটি অন্তর কতদূর থেকে তবু কত পাশাপাশি ! দুটি হৃদয়ের ইঙ্গিত দিয়া হৃদয়ের বিনিময়, ছুটি মুকরুণ সঙ্গীত মাঝে মুনিবিড় পরিচয় ! কোথা প’ড়ে আছে দেহের সীমানা, কোথ। মিলে আসি প্রাণ, অন্তরায়ের অন্তর টুটি মিলনের মহা গান ! এমনি যেন গো চিরদিন ধরে দূরে থেকে থাকি কাছে, এর বেশ যেন চেয়ে কোনদিন কঁদিতে না হয় পাছে ! অন্তর মাঝে থাকিতে আলোক দুরে কেন তারে খুজি ? ভাল করে যেন বুঝিবারে গিয়ে মূলেই ভুল না বুঝি ! দূরে থেকে যেন চিরদিন রাত দুজনারে বাসে ভালে,— দুখনি হৃদয় উজলিয়া রাথে প্রেমের অমৃত আলো ! শ্ৰযতীন্দ্রমোহন বাগচী বি, এ।