পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ 8 তাই বোধহয় তিনি বাইরে আসেন নি”। এমন সময় চশমা পরিয়া একজন যুবক মাষ্টার ও একটি তাহারই সমবয়স্ক ছাত্র আসিয়া উত্তেজিতকণ্ঠে প্রশ্ন করিয়া উঠিল “বলোতে নলিন, কুরূপ্যাটকিনের চেয়ে অ্যাডমিরাল টোগো বড়টা কিসে হলে ? ওরা আজ হেরে গেছে ললে কি বীরের অসম্মান করতে उठांब्रडौ । ר לסל,tgש &n a stoiata casts Prejudice जTांद्र !” - মাষ্টার আর একটু গলা চড়াইয়া কহিলেন, “Oh ho sir no,–74: 5 z# ##triề হবে না প্রমাণ করা চাই। কুরপ্যাটকিন তোমার কিলে অ্যাডমির্যাল টোগোর চেয়ে বড় বলে ?” জন্মোৎসব । * আজ আমার জন্মদিনে তোমরা উৎসব করে আমাকে আহবান করেছ—এতে আমার অনেক দিনের স্মৃতিকে জাগিয়ে তুলেছে। জন্মদিনে বিশেষভাবে নিজের জীবনের প্রতি দৃষ্টি করবার কথা অনেকদিন আমার মনে জাগেনি । কত ২৪শে বৈশাখ চলে গিয়েছে, তার অন্ত তারিখের চেয়ে নিজেকে কিছুমাত্র বড় করে আমীর কাছে প্রকাশ করেনি । বস্তুত নিজের জন্মদিন বৎসরের অন্ত ৩৬৪ দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড় নয়। যদি অন্তের কাছে তার মূল্য থাকে তবেই তার মূল্য। যেদিন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলুম সেদিন নুতন অতিথিকে নিয়ে যে উৎসব হয়েছিল সে আমাদের নিজের উৎসব নয় । অজ্ঞাত গোপনতার মধ্য থেকে আমাদের সদ্য আবির্ভাবকে র্যারা একটি পরমলাভ বলে মনে করেছিলেন উৎসব তাদেরই। আনন্দলোক থেকে একটি আনন্দ উপহার পেয়ে তারা আত্মার আত্মীয়তার ক্ষেত্রকে বড় করে উপলব্ধি করেছিলেন তাই তাদের উৎসল । এই উপলব্ধি চিরকাল সকলের কাছে সমান নবীন থাকে না । অতিথি ক্রমে পুরাতন হষে আসে–সংসারে তার আবির্ভাব যে পরমর হস্তময় এবং সে যে চিরদিন এখানে থাকবে না সে কথা ভুলে যেতে হয় । বৎসরের পর বংসর সমভাবেই প্রায় চলে যেতে থাকে —মনে হয় তার ক্ষতি ও নেই, সে আছে ত আছেই—তার মধ্যে অন্তরের প্রকাশ আর আমরা দেখতে পাইনে । তখন যদি আমরা উৎসব করি সে বাধা প্রথার উৎসব—সে এক রকম দায়ে পড়ে কর । যতক্ষণ মানুষের মধ্যে নব নব সম্ভাবনার পথ খোলা থাকে ততক্ষণ তাকে আমরা নুতন করেই দেখি ; তার সম্বন্ধে ততক্ষণ আমাদের আশার অন্ত থাকে না, সে আমাদের ঔংমু কাকে সমান জাগিয়ে রেখে দেয়। জীবনে একটা বয়স আসে যখন মানুষের

  • বক্তার জন্মদিনে বোলপুর ব্রহ্মবিদ্যালয়ের বালকদিগের নিকট কথিত ।