পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, পঞ্চম সংখ্যা । হস্তগত হয়। পৰ্ব গীজ পুরাবিদগণ বলেন যে ofá stei atsi zsfsffr Constantion da Bragancaর আদেশ অনুসারে এই দন্ত ভারতের গোয়ানগরে আনীত হয় ; তথায় সৰ্ব্বসাধারণের সমক্ষে উহ। ভস্মীভূত করিয়া উছার অঙ্গর সমীপবৰ্ত্তী নদীর জলে নিক্ষিপ্ত হয়। পর্তুগীজ পুণবিদগণের মতে ১৫৬৬ খৃঃ অব্দে লঙ্কার রাজা বিক্রমবাহু একটা হস্তীর দন্ত বুদ্ধের দন্ত বলিয়া প্রচারপূর্বক ক্যাপ্তি নগরের মালিগাব মন্দিরে সংস্থাপিত করেন। পক্ষান্তরে সিংহলী পুরবিদগণ বলেন যে লঙ্কাদ্বীপে পর্তুগীজগণের আগমনের অব্যবহিত পরেই বুদ্ধের প্রকৃত দন্ত দেলমাগ, সফ্রগাম এবং অন্তান্ত স্থলে লুকাইয়া রাখা হয়। পৰ্ব গীজগণ গোয়া নগরে যে দন্ত ভস্মীভূত করিয়াছিলেন উহা খাট দন্ত নহে। আমি অনুসন্ধান করিয়া যতদূর জানিতে পারিয়াছি তাহাতে বোধহয় পর্তুগীজ আক্রমণকারীর সন্তোষ উৎপাদনের নিমিত্ত জাফনার তামিল হিন্দু রাজা একটা সাধারণ নরদন্ত পর্তুগীজগণের হস্তে অর্পণ করিয়াছিলেন। বুদ্ধের প্রকৃত দস্ত সিংহলী বৌদ্ধগণ স্থানান্তরিত করিয়াছিলেন । ১৫৮৬ খৃঃ অব্দে সীতাবকের রাজা রাঞ্জসিংহ ক্যাণ্ডিনগর অধিকার করেন । তিনি খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত হইয়া রোমান ক্যাথোলিক সম্প্রদায়ের অন্তর্গত হন । রাজসিংহ বহু অমুসন্ধান করিয়াও ক্যাণ্ডিনগরে বুদ্ধের দস্ত দেখিতে পান নাই । তাহার পরবর্তী রাজা জয়বীরের পুত্র ও রোমান ক্যাথেলিক ধৰ্ম্মাবলম্বী ছিলেন । তিনি ও দন্তের সন্ধান করিয়া উঠিতে পারেন নাই। তদনন্তর তাহার লঙ্কায় বুদ্ধের দন্ত । 8●○ ভগিনী লঙ্কার সিংহাসন অধিকার করেন। তিনিও রোমান ক্যাথোলিক সম্প্রদায়ের অন্তভূক্ত ছিলেন। র্তাহার সময়েও বুদ্ধের मख रु]ा७िनभ८ङ्ग झुट्टे श्य नारे । ०९४० খুঃ অব্দে বিমলচন্দ্র নামক রাজা লঙ্কার অধীশ্বর হন। ইনি বুদ্ধের পরম ভক্ত। এই নিষ্ঠাবান বৌদ্ধ নৃপতির সময়ে বুদ্ধের দন্তধাতু পুনরায় ক্যাণ্ডিনগরে আবিভূত হয়। তদনন্তর কীৰ্ত্তিী রাজসিংহ ক্যাণ্ডিনগরে অতি মহামূল্য একটা মন্দির নিৰ্ম্মাণ করিয়া ঐ দস্তুধাতু উহার মধ্যে স্থাপিত করেন । এই মন্দিরের নাম মালিগাব মন্দির। উহ। ক্যাণ্ডির মনোহর রাজপ্রাসাদের সহিত সংলগ্ন। ১৭৭৫ খৃঃ অব্দে কীৰ্ত্তিী রাজসিংহ সাধারণের সমক্ষে ঐ দন্ত প্রকটত করেন। ১৮১৫ খৃঃ অব্দে লঙ্কাদ্বীপ ইংরাজগণের হস্তগত হয় । সঙ্গে সঙ্গে দস্তধাতুও তাহীদের অধীনে আসিয়া পড়ে। ১৮১৮ খৃঃ অব্দে ইংরাজগণের বিরুদ্ধে বিদ্রোহ উপস্থিত হয় । এই সময়ে কেহ অলক্ষিত ভাবে মালিগাব মন্দির হইতে বুদ্ধদ স্তু অপসারিত করে। বিদ্রোহ প্রশমিত হইলে দস্তধাতু পুনরায় মালিগাব মন্দিরে আসিয়া উপস্থিত হয় । তদনন্তর বৃটিশ গবর্ণমেণ্ট ক্যাণ্ডিনগরের £ots offsfafoto (British Resident at Kandy) বুদ্ধদন্তের রক্ষক নিযুক্ত করেন এবং একজন ইংরাজ সৈন্ত ঐ মন্দিরের দ্বারবান পদে প্রতিষ্ঠিত হন। ১৮২৮ খৃঃঅব্দে মহাসমারোহে ক্যাণ্ডিনগরে দস্ত প্রদর্শনী নামে এক মহোৎসব হয়। ঐ সময়ে বুদ্ধের দন্ত সাধারণকে দেখান হইয়াছিল। ১৮৪ খৃঃ অব্দে কতিপয় সিংহলী বৌদ্ধ দস্তধাতু মালিগাব মন্দির হইতে স্থানান্তরিত করিবার জন্তু