পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, পঞ্চম সংখ্যা । कञ्चन-रुददौ८१ ।। 8২১ যবদ্বীপে । বর-বেদোরের ধ্বংসাবশেষ । রবিবার—৯ ডিসেম্বর বর-বোদোর –ইহা সহস্ৰ বুদ্ধের মন্দির, এবং ইহার ধ্বংসাবশেষ বহু ‘কিলোমেটার' (এক কিলোমেটার ৩২৮০ ফুটের কিছু অধিক) প্রসারিত ও প্রতিমাদিতে পূর্ণ। ফ্রান্স হইতে যখন যাত্রা করিলাম তখন হইতেই এই মন্দিরের অদ্ভুত নামে আমি আকৃষ্ট হই । আমার বোধ হয়,যবদ্বীপে যাইবার যদি আর কোন গুরুতর উদ্দেশু নাও থাকিত, তথাপি শুধু বর-বোদোর দেখিবার জন্ত আমি তাড়াতাড়ি একবার যবদ্বীপ ঘুরিয়া আসিতাম। প্রাতে পাচটার সময়, আমি জক্‌জ কর্তা ছাড়িলাম। এই নগরটি একজন দেশীয় রাজার রাজধানী। হোটেলে থাকিয়া আমি যে জাকালো গাড়িটি ভাড়া করিয়াছিলাম ( ভাড়ার মূল্য ১৪ ফ্লোরিন , ২৮ ফ্রাঙ্ক অর্থাৎ প্রায় ৩০,৩৫ টাকা ) উহা চার ঘোড়ার গাড়ী ; সম্মুখে কোচুমানের আসন,—পিছনে সহিসের । এই প্রসিদ্ধ ধ্বংসাবশেষে পৌছিতে ৩৬ কিলোমেটার পথ অতিক্রম করিতে হইবে । এই পথটা কতকগুলি দেশীয় গ্রামের (“দেশা”) মধ্য দিয়া গিয়াছে গ্রাম গুলি বেশ জীবন উদ্যমে পূর্ণ। অধিকাংশ গ্রামেই এক একটি বাজার আছে। বাজারে বহুলোকের সমাগম। সুচালিত দোকানগুলি প্রায়ই চীনেদের । বাজারের পথ প্রায় শূন্ত দেখা যায় না—বহু লোক ক্রমাগত যাতায়াত করিতেছে। লোকের আকৃতি খাটি মালাই ছাঁচের –অনেকটা হিন্দু ছাচের কাছাকাছি । পুরুষদের ঘোর-নীল রঙ্গের কাপড়, কোমরে কিরীচ। স্ত্রীলোকের প্রায়ই মুঐ ; দেহের গঠন অতি চমৎকার, এক প্রকার নীল কাচুলীতে গাত্র আঁটা । বক্ষের উপরি ভাগ হইতে আরম্ভ করিয়া সমস্ত অনাবৃত । প্রায়ই উহারা শিশু সস্তানকে একট চাদরে বাধিয়া কটিদেশে বহন করে । সুন্দর-সুন্দর অনেক ছেলে মেয়ে একেবারে বিবস্ত্র হইয়। রাস্তায় ছুটাছুটি করিতেছে । গ্রামের মধ্যে-মধ্যে, ধানের ক্ষেত, ইক্ষুর ক্ষেত। একটা চিনির কারখানা—সমস্ত সাদা —তাহা হইতে একটা উচ্চ ধুম নল উঠিয়াছে ; —এই কারখানাটা দেখিয়া বিস্মিত ও মৰ্ম্মাহত ইলাম। কেননা, এ জিনিষটা নিতান্তই বিলাতী—এখানকার দৃশুের সহিত আদপে খাপ খায় না । বর-বোদোরে পৌছবার কিছু পূৰ্ব্বে, (Mendoct) মেণ্ডোয়েট নামক একটি মন্দির প্রথমেই দেখা গেল ; কিন্তু এখন উহার মেরামত চলিতেছে ;–ভারা- মঞ্চাদিতে মন্দিরটি এরূপ আচ্ছন্ন যে ভাল দেখা যায় না । অতি কষ্ট্রে একটা অন্ধকারাচ্ছন্ন ছোটে কুঠুরীর মধ্যে প্রবেশ করা গেল ; সেখানে একটি অতীব সুন্দর বুদ্ধ-মুৰ্ত্তি এবং তাহার তলদেশে বুদ্ধের আশীৰ্ব্বাদগ্রাহী, স্বাভাবিক মানুষ-প্রমাণ, দুইটি রাজকুমারের মূৰ্ত্তি অতি কষ্টে চিনিতে পারা গেল । প্রথম দৃষ্টিতে বর-বোদোরের সমস্তটা