পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&S。 মৃত । উচ্চতম ধৰ্ম্মমতের উপরেও কালের জয় ; প্রচলিত ধৰ্ম্মমতগুলির মৃত্যু অবগুম্ভাবী। আমাদের খৃষ্টধৰ্ম্মও মৃত্যু গ্রাদে পতিত হইবে । বর-বোদোরের উচ্চ ম চুড়ায় বসিয়া,আমি ভাবিতেছি, য়ুরোপে কোন ধৰ্ম্ম খ্ৰীষ্টধর্মের স্থান অধিকার করিবে ; --অবশ্য এমন কোন ধৰ্ম্ম যাহা সত্যেতে শ্রেষ্ঠ, জ্ঞানেতে শ্রেষ্ঠ, উদার বুদ্ধিতে শ্রেষ্ঠ, হায়পরতায় শ্রেষ্ঠ, ভূতদয়ার শ্রেষ্ঠ ;–এমন কোন ধৰ্ম্ম যাহা বুদ্ধির অগম্য কেবল কতকগুলি দার্শনিক কথার সমষ্টি নষ্ঠে, —মহা কোন সংশয়পূর্ণ ঐতিহাসিক তথ্যের উপর সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত নহে ;—এমন কোন ধৰ্ম্ম যাহা জগৎসংসারকে স্বরূপত মন্দ বলিয়া বিবেচনা করে না, যাহা বিজ্ঞানকে সীমাবদ্ধ করে না, যাহা সৌন্দর্যকে অবজ্ঞা করে ন}, যাহা প্রেমের নিন্দ করে না, যাহা আনন্দকে দূষা মনে করে না, যাহা দেহমনের কষ্ট অপ্রতিবাদে সহ করে না ; এমন কোন ধৰ্ম্ম, যাহা অন্তায়ের উপর প্রতিষ্ঠিত যে কোন সামাজিক অবস্থার পক্ষপাতী নহে--সামাজিক অবস্থায়, অতীব কঠোর শ্রম করিয়াও অধিকাংশ লোক জীবিকা অর্জন করিতে পারে না,—পক্ষান্তরে বিনাপরিশ্রমেও কতকগুলি লোক সুথে জীবনযাত্রা নিৰ্ব্বাহ করে ;– এমন কোন ধৰ্ম্ম, যাহা কল্যাণকর বীর্য্যবান সমাজ বিপ্লবের বিরুদ্ধে অতিপার্থিব ললিত কোমল মুখের আশাকে দাড় করায় না, যাহা ভারতী । ভাদ্র, ১৩১৭ দুঃখময় মানবজীবনকে জঘন্য অনন্ত নরকের ভয় দেখাইয়া আরও তমদtছন্ন করে না... যে ধৰ্ম্ম খৃষ্টধৰ্ম্মের স্থান অধিকার করিবে, তাহা অনেকের মনে স্পষ্টাক্ষরে না থাকুক, তকটা এখনি অস্পষ্ট অনুভূতির আকারে অবস্থিতি করিতেছে ; ইহা সেই জ্ঞান মূলক মৈত্রী ও সখ্যতার গৃঢ় ভাব যাহা আমাদের শ্ৰেষ্ঠ লোকদিগকে পরস্পরের সন্নিকর্ষে আনি তেছে। সেই ধৰ্ম্ম বিশ্বব্ৰহ্মাণ্ডের অসীমতা প্রতিপাদন করে ; সেই ধৰ্ম্ম, মানুষের অসীম ব্যক্তিত্বকে জ্ঞান ও প্রেমের দ্বারা অনন্ত গুণে প্রসারিত করিতে বলে ; সেই ধৰ্ম্ম, জ্ঞানের দ্বারা মানুষকে বিশ্বব্রহ্মাণ্ডের সহিত যুক্ত করিয়া দেয়, শিল্পকলার দ্বারা সমস্ত বাস্তবকে উপলব্ধি করায়, বিশেষতঃ প্রেমের দ্বারা সৌন্দৰ্য্যজনিত মুক্ত আনন্দের অস্বিাদ প্রদান করে—সেই প্রেম সৰ্ব্বমকুয্যের প্রতি প্রেম, সৰ্ব্বজীবের প্রতি প্রেম, সৰ্ব্বপদার্থের প্রতি প্রেম ; সেই ধৰ্ম্ম ন্যায়পরতার দ্বারা, স্বাধীনতার শান্তিময় ঐক্যের দ্বারা, মানুষদিগের পরম্পরের মধ্যে মিল ঘটাইয়া দেয় ; সেই ধৰ্ম্ম, সমস্ত মানবজীবনের—সমস্ত বিশ্বজীবনের শীর্ষদেশে - সেই উদার আনন্দময় কৰ্ম্ম-চেষ্টাকে স্থাপন করে, যাহা দ্বারা মানুষ মানুষের মধ্যে ন্যায়ধৰ্ম্মের অনুষ্ঠান করিয়া, স্বকীয় প্রেম প্রকাশ করে,বিশ্বব্ৰহ্মাণ্ডের জ্ঞান বিস্তার করে । প্রজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।