পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, পঞ্চম সংখ্যা । বঙ্কিমের দ্যায় কঠোর সমালোচকের নিকট এ প্রশংসার মূল্য অনেক । ক্রমে কালীপ্রসন্নের “প্রভাত চিন্তা,” “নিভূত চিন্তা,” “নিশীথ চিন্তা” ইত্যাদি পুস্তক বাহির হইতে লাগিল। কালীপ্রসল্লের কবিত্ব ও ভাবুকত ছিল সত্য, কিন্তু গভীর মনস্তত্ত্বের অনুসন্ধানেই তিনি সমধিক আনন্দ পাইতেন এবং তাঁহাতেই তাহার প্রতিভা সম্পূর্ণ বিকশিত হইত। তাহার চিন্তালহরী পাঠ করিলে তাহার ভাষার লালিত্যমাধুর্যে ও ভাবের গাম্ভীর্ষ্যে মন মুগ্ধ ও পুলকিত হইয় উঠে। মাতৃভাষার সেবার প্রতি, তাহার অনুরাগ এরূপ প্রগাঢ় ও অস্তিরিক ছিল যে ঢাকা পরিত্যাগ করিলে পাছে তাহার সাহিত্য কৰ্ম্মে বিশেষতঃ বান্ধব পত্র পরিচালনে ব্যাঘাত বটে, সেই ভয়ে তিনি তখন ডেপুটি ম্যাজিষ্ট্রেট হইতে অন্যান্ত নমালৈাচনা । 8vనిసి অযাচিত উচ্চ কৰ্ম্ম পৰ্য্যন্ত গ্রহণে অস্বীকার করেন। দুঃখের বিষয় পরে শারীরিক অমুস্থত। নিবন্ধন এবং অন্তান্ত কারণে বান্ধব পত্র তাহাকে ত্যাগ করিতে হয় । ইদানীং তিনি ভাওয়ালের প্রখ্যাতনামা জমিদারগণের ষ্টেটের ম্যানেজার ছিলেন। এ কৰ্ম্মেও তিনি বিশেষ পারদর্শিতার পরিচয় দিয়াছিলেন । ইহার মৃত্যুতে আমরা বঙ্গসাহিত্যের আর একটি পুরাতন গৌরবকে হারাইলাম। কিন্তু হারাইলাম বলিতেছি কেন ? কীৰ্ত্তিমান পুরুষের কি মৃত্যু আছে। এই মরজগতে তাহারাই চিরঞ্জীব। কালি প্রসন্নের সেই স্নিগ্ধ শাস্ত সৌম্যমূৰ্ত্তি আমাদের আর নয়নগোচর না হইলেও তাহার রচিত গ্রন্থমধ্যে তিনি চিরদিনই বাঙ্গাণীর গৃহে গৃহে মূৰ্ত্তিমান হইয়া অবস্থিতি করিবেন। সমালোচনা | ওয়ালটেয়ার-ভিজাগাপত্তন। খ্ৰী-দাস প্রণীত । কলিকাতা, উইলিয়মৃস্ লেন ৪নং ভবনস্থ দাস যন্ত্রে শ্ৰীঅমৃতলাল ঘোষ দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। মূল্য এক টাকা। গ্রন্থকার ভূমিকায় বলিয়াছেন, “যাহারা স্বাস্থ্যের জন্ত ওয়ালটেয়ার ভিজাগাপত্তন যাইতে ইচ্ছুক, তাহার এই পুস্তক পাঠ করিলে প্রখম হইতে শেষ পর্ষ্যস্ত কোন অসুবিধা ভোগ কfরবেন না; খুটিনাটি সামান্য বিষয় হইতে উচ্চ বিষয় পৰ্য্যস্ত সকলেরই পুঙ্খানুপুস্বরূপে ইহাতে বর্ণনা আছে।” ইহা একটুও অত্যুক্তি নহে ; 'গাইড-হিসাবে গ্রন্থখানি স্বনায়, অমূল্য। এ গ্রন্থ সঙ্গে থাকিলে, বে, ওয়ালটেয়ারযাত্রীকে পর মুখাপেক্ষী হইতে হুইবে না, তাহা আমরা অসঙ্কোচে বলিতে পারি। গ্রন্থকার পাকা সংসারী। কোথায় থাকিলে অল্প খরচ লাগিবে, অথচ স্বাস্থ্যেtল্পতির পক্ষে কিছুমাত্র বিঘ্ন ঘটিবে না, কোথায় কোন দ্রব্য পাওয়া যাইবে, না-যাইবে, বাজার-দর কিরূপ, এসকলের তিনি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করিয়াছেন। - ওয়ালটেয়ারযাত্রীর পক্ষে গ্ৰন্থখানি সজীব রক্তমাংসবিশিষ্ট বান্ধবের মত হিতকারী। বহু জ্ঞাতব্য বিষয়ে পরিপূর্ণ এই গ্রন্থখানি, আমরা একাসনে বসিয়াই পড়িয়া ফেলিয়াছি। মা । ( মাতৃবিয়োগান্তে রচিত শোক-গীতি) শ্ৰীমোহিনীরঞ্জন সেন প্রণীত । চট্টগ্রাম, সনাতনপ্রেসে মুদ্রিত। মূল্য আট আন। শোক-গীতি সাধারণতঃ