পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা। ভুবনেশ্বরের মন্দিরাবস্থানের পরিমাণ উনিশ বিঘা ভূমি। চারিদিক দুর্ভেদ্য উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রাচীর-প্রসার ৭ ফুট ৫ ইঞ্চ। উদ্ধেও সামান্ত নয়, ৩৩ হাত। বিধক্ষ্মীর অত্যাচারের জন্ত মন্দিরের নিৰ্ম্মাতা গণকে সৰ্ব্বদাই সশঙ্কিত থাকিতে হইত। ভারতের অনেক দেবালয় মুসলমানগণের অন্ধ ধৰ্ম্মদ্ধেবিতায় বিধ্বংসস্তুপে পরিণত হইয়াছে। এই বিপদ নিবারণের জন্ত ভারতের মন্দিরনিৰ্ম্মাতাগণ, মন্দিরগুলিকে এক একটী ছোটথাটো দুর্গের মত করিয়া তুলিতেন। সেই জন্তই মামুদ সহজে সোমনাথের প্রসিদ্ধ মন্দির করতলগত করিতে পারেন নাই। সোমনাথের পূজকগণ, মন্দির প্রাচীরের অন্তরালে আত্মগোপন পূর্বক শাস্ত্র ছাড়িয়া শস্ত্রধারণ করিয়া, মোগলের আক্রমণ ব্যর্থ করিবার জন্ত দাড়াইয়াছিলেন। এরূপ বিপদ ঘটিবার অবসর, বোধ করি ভুবনেশ্বরেও খুব সুলভ ছিল । তাই মন্দিরের চারিপাশে এইরূপ উচ্চ প্রাচীর নিৰ্ম্মাণ করিতে श्ब्रांछ्लि । স্বধু তাঁহাই নয়,—প্রাচীরের গর্ভে, যাহাতে যোদ্ধাগণের অবস্থান হইতে পারে, এমন কাৰ্য্যও আরম্ভ হইয়াছিল। কিন্তু এ কাজ শেষ হয় নাই,—প্রাচীরের দু’এক দিকে তাহার চিহ্নমাত্র নজরে পড়িয়া যায়। মন্দিরের দ্বারপথ তিনটী। তন্মধ্যে যেটা সৰ্ব্ববৃহৎ, সেটা পূৰ্ব্বমুখী। দ্বারপ্রসার ৩১ क्रूछे उनcब्र झाष जाcछ । पूब श्रेष्ठ ভুবনেশ্বর । 883 দেখিলে, দ্বার পথটকে একটী ছোটখাটো মন্দির বলিয়া ভ্রম হয়। দ্বার পথের দুপাশে ছুটী কল্পনা-বিকৃত সিংহমূৰ্ত্তি আছে। দ্বারগৃহটর উচ্চতা ৫০ ফুট। ভিতরে প্রবেশ করিয়া, উঠানের উপরে পড়িলে দেখা যায়, প্রধান দেবালয় বেষ্টন করিয়! চারিদিকে বহুসংখ্যক দেবালয়। সকলগুলিই ছোট,—তাহীদের উচ্চ ও ৬ হইতে আরম্ভ করিয়া ফুট পৰ্য্যন্ত । প্রত্যেকটর বিভিন্ন নাম,–এবং কাহারও নিৰ্ম্মাণাদর্শ একরূপ নয়। সকলগুলিই বিভিন্নকালের বিভিন্ন শিল্পী কর্তৃক নিৰ্ম্মিত। জনৈক লেখক বলেন, “কি ঐতিহাসিক, বা কি গঠন ও শিল্প হিসাবে, এই মন্দিরগুলির কোন মুল্য নাই ।”৯ আদত কথা, মন্দিরগুলি লুব্ধ পুরোহিতগণের দ্বারা বিভিন্ন সময়ে নিৰ্ম্মিত হইয়াছিল! কেবল ভুবনেশ্বর, সকলের অর্থলাভ বাসন চরিতীৰ্থ করিতে পারেন না দেখিয়া ব্রাহ্মণের নিজ নিজ ব্যয়ে এই সকল মন্দির নিৰ্ম্মাণ করিয়াছিল । তাহীদের অভিপ্রায় ছিল, নুতন দেবতার প্রতিষ্ঠা করিয়া, অর্থোপার্জনের নূতন পথ মুক্ত করা,—সুতরাং মন্দিরগুলি শিল্পের সহিত সৰ্ব্বসম্বন্ধমুক্ত হইয়া দাড়াইয়াছিল। এই সকল মন্দিরের ভিতরে দু’একটর নাম উল্লেখ যোগ্য। একটা মন্দিরের গৃহতল,—অষ্টান্ত মন্দির অপেক্ষাও নিম্নাভিমুখী। এই মন্দিরটা এখানকার সকল মন্দির অপেক্ষ প্রাচীন এবং অনেকে বলেন, ইহাই ভুবনেশ্বরের সর্বপ্রথম মন্দির। মন্দিরের ভিতরে এখনো একটী শিবলিঙ্গ আছে। \’) o

  • List of Ancient Monuments in

Bengal.