পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8@b" ভারতী । আশ্বিন, ১৩১৭ ইংরাজের দৌত্য। সময়–অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ । ( R ) নবাব মুর্শিদকুলী খাঁ বাহাদুর যখন দেখি- খোজ সীরহাদ এই দৌত্যকার্য্যে সহকারী লেন যে উৎকোচ ও অন্তান্ত অসদুপায়ে ইংরাজ কোম্পানি বাৎসরিক মাত্র তিন সহস্র মুদ্রার বিনিময়ে অবধি বাণিজ্যের অধিকারী হইয়াছেন এবং ইচ্ছামত দুর্গাদি নিৰ্ম্মাণ করিতেছেন, তখন হিন্দু ও অন্তান্ত বণিকগণ যে হারে শুক্ল প্রদান করিয়া বাণিজ্য করিতেন, তদ্রুপ হার ইংরাজ দিগের নিকট দাবী করিলেন । অবগুই ইংরাজগণ এ প্রস্তাবে অত্যন্ত উত্তেজিত হইয়। বিলাতে র্তাহাদের ডিৰেক্টরগণের নিকট মত চাহিয়া পাঠাইলেন । ডিরেক্টরগণ নবাবের এই আচরণের বিরুদ্ধে দিল্লীতে বাদসহ সকাশে দূত প্রেরণের ব্যবস্থা দিলেন এবং যাহাতে বোম্বাই ও মাদ্রাজের অধ্যক্ষগণ বাংলার অধ্যক্ষের সহিত একত্র হইয়া এই কার্য্য করেন তজ্জন্ত আদেশ প্রেরণ করিলেন । কলিকাতার শাসনকৰ্ত্ত বঙ্গদেশ হইতে সারমান ও ষ্টিভেনসন নামক দুইজন উপযুক্ত ব্যক্তিকে এই কার্য্যের জন্ত মনোনীত করিলেন । ইংরাজী ও পারসী ভাষাভিজ্ঞ খোজ সারহুদ নামক একজন আৰ্ম্মানী এবং ডাক্তার হামিণ্টন ও এই কাৰ্য্যের সহকারী নিযুক্ত হইলেন । কলিকাতার সদস্তগণ বা খোজ সারহদ তৎকালীন দিল্লিদরবারের আভ্যন্তরিক বৃত্তাস্ত কিছুই অবগত ছিলেন না ! কিন্তু একমাত্র লাভাকাঙ্ক্ষা প্রণোদিত হইয়াই হইলেন। ইহার কলিকাতা হইতে নৌকাযোগে যাত্রা করিয়া প্রথমে পাটনা পরে তথা হইতে ১৭১৫ খৃষ্টাব্দের ৮ই জুলাই দিল্লী পৌছেন। মাত্র তিন মাস সময় পথে অতিবাহিত হইয়াছিল । এই দৌত্যকাৰ্য্য সংক্রান্ত পত্রগুলি মাদ্রাজে রক্ষিত আছে ;–ইহা হইতে আমরা দিল্লীর তৎকালীন অনেক অবস্থা অবগত হই । দিল্লীর প্রথম পত্র-তারিখ ৮ই জুলাই, ১৭১৫ সন—“গত ২৪শে জুন আমরা আগ্রা হইতে আপনাদিগকে ( কলিকাতায় সদস্তাগণকে ) পত্ৰ দিয়াছি । জাঠদিগের হস্তে আমাদিগের বিশেষ কোন অসুবিধা হয় নাই ; তবে এক রাত্রিতে কতকগুলা দম্য তিনবার আমাদের বিরক্ত করিয়াছিল। কিন্তু কিছুই করিতে পারে নাই। ৩রা জুলাই আমরা ফরকাবাদ পৌছি। তথায় পাদ্রী ষ্টিফেনাস্ আমাদের নিকট দুইট সিরপ। আনেন – আমরা যথোচিত সমাদরের সহিত উহ! গ্ৰহণ করি । ৪ঠা তারিখে আমরা দিল্লী হইতে ছয় মাইল দুরবর্তী বাওড়াপুলে পৌছি এবং দরবারে শীঘ্র প্রবেশাধিকারলাভের চেষ্টার জন্য পাদ্রীকে দিল্লী পাঠাইয়া দিই। ৭ই তারিখে আমরা রীতিমত সাজসজ্জাসহ দিল্লী প্রবেশ করি। সম্রাট হাজারী মনসবদার এবং দুইশত অশ্বারোহী ও