পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা । পদাতিক সৈন্ত আমাদের অভ্যর্থনার্থ প্রেরণ করেন ।* নগরের মধ্যেপৌছিলে খানবাহাদুর সলাবৎ আমাদিগকে প্রাসাদ পর্য্যস্ত সঙ্গে করিয়া লইয়া যান। তথtয় আমরা বেল দ্বিপ্রহর পর্য্যন্ত অপেক্ষা করি। ইতিপূৰ্ব্বে খানদেীরান বাহাদুর + আমাদের বিশেষ সাদর সম্ভাষণে অt প্যায়িত্ত করেন এবং আমাদের যথেষ্ট সাহায্য করিবেন এরূপ আশ্বাস দেন । দুইপ্রহরে সম্রাট দরবারী হইলেন এবং সেই সময়ে আমরা সকলেই উপঢৌকন দ্রব্যের কিছু কিছু নিজ নিজ হস্তে করিয়া তাহাকে উপহার দিলাম। উপহারের মধ্যে হাজার এক স্বর্ণমোহর, মূল্যবান প্রস্তরাদি সমন্বিত ঘড়ী, পৃথিবীর মানচিত্র, গন্ধদ্রব্য এবং অন্তান্ত উপহার এবং তৎসহ গবর্ণরের পত্র তাহার সম্মুখে উপস্থিত করিলাম সারমান এবং সারহাদকে সম্রাট মূল্যবান খেলাৎ দিলেন এবং আমরা সকলেই বিশেষভাবে অভ্যর্থিত হইলাম। নির্দিষ্ট বাসা বাটীতে উপনীত হইলে আমাদের যথেষ্ট পরিমাণ রসদ ইংরাজের দৌত্য । 8 (సి দেওয়া হইল । সন্ধ্যার সময় সলাবtৎখীন পুনরায় আমাদের তত্ত্বানুসন্ধানে আসিয়া নানারূপ গল্পে দুই ঘণ্টfকাল অতিবাহিত করিলেন। আমরা প্রথমে থানদেীরানের ও পরে উজীর ও অন্তান্ত সকলের সহিত সাক্ষাতের জন্ত আদিষ্ট হইয়াছিলাম । উজীরকে অসন্তুষ্ট করিবার আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু খানদেরান যখন আমাদের প্রতি বিশেষ কৃপান্বিত, তখন ইহা ভিন্ন অন্ত উপায় দেখিলাম না।” ১৭ই জুলাই তারিখে দিল্লী হইতে যে পত্র লিখিত হয় তাহাতে আমরা জানিতে পারি যে ইংরাজ দূতগণ জৌদি খ৷ নামক একজন সভাসদের পরামর্শে কার্য্য করিতেছিলেন । পত্র নিম্নলিখিত মৰ্ম্মে লিখিত হইয়াছিল “দিল্লী ১৭ই জুলাই—আমরা পূৰ্ব্বেই দিল্লীতে নিৰ্ব্বিঘ্নে পৌছা সংবাদ পাঠাইয়াছি এবং সেই পত্রে বাদসাহের সহিত সাক্ষাতের কথাও লিখিয়াছি। তৎপর, আমরা উজীর আবদুল্লা র্থ ও খানদেীরানের সহিত সাক্ষাৎ করিয়াছি ;

  • সম্রাটের উপঢৌকনের আনুমানিক মূল্য সাড়ে চারি লক্ষ টাকা কিন্তু খোজ৷ সারহাদ দিল্লীতে ষে সমস্ত

পত্র লেখেন তাহাতে জানান যে উহাদের মুল্য পনর লক্ষ টাকা। সম্রাট এই সংবাদ লোকপরম্পরায় অবগত হইয়া, যে যে প্রদেশের মধ্য দিয়া ইংরাজদূতদিগের দিল্লী যাইবার পথ নির্দিষ্ট হয় সেই সেই প্রদেশের শাসনকৰ্ত্তাদের নিকট সংবাদ প্রেরণ করেন যে উtহার ষেন এই দৌত্য-বাহিনীর রক্ষণাবেক্ষণের রীতিমত বন্দোবস্ত করেন । + খোজ হোসেন বঙ্গদেশ হইতে ফেরোকসিরায়ের সমভিব্যাহারে দিল্লি আইসেন। ইনি সম্রাটের বিশেষ প্রিয়পাত্র ছিলেন । সম্রাট সিংহাসনারোহণ করিয়াই ইহাকে খানদোরান উপাধি দেন । ইনি সম্রাটের বেতন বিভাগের কৰ্ত্ত ছিলেন এবং সম্রাট ইহার পরামর্শ অনুসারেই সকল কাৰ্য্য করিতেন। f “ioor gold mohurs, the table clock set with precious stones, the unicorn's horns, the gold escretoire the large piece of amber greese, and chelumgie Manilla work and the map of the world.” Vide Wheeler's Early Records of British India. Escretoire অর্থাৎ লিখিবার টেবিল ambergreese সমুদ্রে ভাসমান এক প্রকার গন্ধদ্রব্য। ইহা উষ্ণপ্রধানদেশের সমুদ্রের উপকুলে অথবা তিমি মৎস্তের উদরে পাওয়া যায় । - NA