পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ve উভয় স্থলেই আমরা সসম্মান অভ্যর্থন লাভ করিয়াছি এবং যাহাতে কাৰ্য্যাদি নিৰ্ব্বিঘ্নে সম্পন্ন হয় তাহার ভরসাও পাইয়াছি। এপর্যন্ত যাহা করিতেছি তাহা (জদিখার পরামর্শমুসারেই করা হইতেছে । * গত ১১ই তারিখে আমরা ইহার সহিত সাক্ষাৎ করিয়াছিলাম । ইংরাজদিগের নিকট যে তিনি যথেষ্ট কৃতজ্ঞ একথা তিনি বারংবার বলিলেন এবং এপর্য্যস্ত যদিও কোন প্রত্যুপকার করিতে পারেন নাই—এইবার করিবেন, এইরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছেন । যাহাতে আমরা খানদেীরান এবং সালাবৎখার মন্ত্রণাকুসারেই সকল কাৰ্য্য করি তজ্জন্ত বিশেষ উপদেশ দিলেন । যখন আপনার ( গবর্ণরের ) পত্র ক্টোহার নিকট পাঠাই, তখন তিনি পত্রেও এই উপদেশ দেন। আমাদের প্রতীতি হইয়াছে যে তিনি বন্ধুর দ্যায়ই উপদেশ দিতেছেন। আমরা র্তাহার উপদেশানুযায়ীই কাৰ্য্য করিতেছি । কিন্তু যাহাতে উজীর অসন্তুষ্ট না হন সেদিকে ও বিশেষ দৃষ্ট রাপিয়াছি। জেদিখার দরবারে বিশেষ আধিপত্য এবং পূর্ব হইতেই মাহীতে দরবারে আমাদের কার্য্যসিদ্ধি হয় তজ্জন্ত কোন সময়ে আজী পেশ করিব, তাছা র্তাহাকে সংবাদ পাঠাইয়াছি।” সম্রাট ফেরোক সায়ারের সহিত যে সৈয়দ ভারতী । আখিন, ১৩১৭ ভ্রাতাদের মনোমালিন্ত গুরুতর হইয়া উঠিতেছে তাহ পরপত্রে স্পষ্ট প্রতীয়মান হয় । এই পত্র দিল্লী হুইতে ১৭১৫ সনের ৪ঠা আগষ্ট লিখিত। “পূর্বেই আমি জানাইয়াছি ষে সম্রাট ধৰ্ম্মালোচনার ছলে নগর পরিত্যাগ করিয়া দিল্লী হইতে ছয় ক্রোশ দূরে অবস্থান করিতেছেন । দুর্গে-বাস তিনি পছন্দ করিতেছেন না,কেননা সেস্থানে তিনি স্বাধীন ভাবে থাকিতে পারেন না । রাজ্যের ওমরাহগণ র্তাহীকে নগরে প্রত্যাবর্তনে অনুরোধ করিতেছেন। কিন্তু বাদসাহ কোন সময়ে লাহোর যাইবেন, এবং কোন সময়ে আজমীরাভিমূখে যাইবেন এইরূপ মত প্রকাশ করিতেছেন। আমরা এই সমস্ত সংবাদে বিশেষ চিন্তিত হইয়াছি । কি করিয়া যে মূল্যবান উপঢৌকনাদি স্থানান্তরিত করিব তাহা ভাবিয়া ঠিক করিতে পারিতেছিলাম না। যাহা হউক অবশেষে স্থির হইয়াছে বাদ সাহ সহরে না থাকিলেও যথা সত্বর তাহার সহিত দেখা করা কর্তব্য । এই ংকল্পে আমরা জাপানী টেবিল এবং বন্দুকাদি প্রভৃতি উপহার দ্রব্যসহ সম্রাটের সহিত র্তাহার ছাউনিতেই সাক্ষাৎ করিলাম । দ্বিতীয় দিনে একশত থান বস্ত্র, তৃতীয় দিনে আরও নানা প্রকার বস্ত্রাদি এবং চতুর্থ দিনে

  • জোঁদিপার বিষয় বিশেষ কিছু জানা যায় না ; তবে তিনি ইংরাজদিগের শুভাকাঙ্গী ছিলেন তাহা wal oth Wheeler &txtR Early Records a fiftizen “Accordingly a friendly letter

was sent to Mr. Pitt, by an influential official named Zoudi Khan. The Moghal minister professed great kindness for the English and made a tender of his services to the Madras Governor. Mr. Pitt promptly asked for a firman confirming all the privilege which had been granted by Aurangzeb. The request was acceded to with equal promptitude.” p. I 16.