পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8માં ૨૬, ষষ্ঠ সংখ্যা। নানা প্রকার বহু মূল্যবান বস্ত্রাদি উপহার দিয়া নগরে ফিরিয়া আসিয়া, আরও যাহা ছিল তাহা লইয়া গেলাম। এইবার আমরা ৫টী বৃহৎ ঘটিকা যন্ত্র, দ্বাদশ খানি দর্পণ এবং ভূমণ্ডলের মানচিত্র খানি উপহার পাঠাইলাম । সম্রাট সমস্ত দ্রব্যাদি দেখিয়া যতদিন তিনি নগরে না ফেরেন ততদিন ঘড়িগুলি আমাদের জিন্মায় রাখিতে আদেশ দিলেন । এই আদেশ পাওয়াতে সম্রাটকে আমির অন্তান্ত দ্রব্যাদি উপহার দিতে পারিলাম না । সম্রাট ঘোষণা করিলেন যে দিল্লী হইতে চল্লিশ ক্রোশ দূরে একটা তীর্থস্থানে যাইয়া তথা হইতে সহরে প্রত্যাগমন করিবেন। আমরা ষ্টিফেনসন এবং ফিলিপ সাহেবকে সহরে দ্রব্যাদির হেপাজতে রাখিয়া সম্রাটের সহিত যাইতে মনস্থ করিলাম । আবগুক হইলে যেন ষ্টিফেনসন সাহেব দ্রব্যাদিসহ আমাদের নিকট যান এইরূপ উপদেশ দিয়া আমরা বাদসাহের সহিত দিল্লী হইতে বিশক্রোশ দুরে আসিয়াছি। আরজি ৰাখিল করিবার জন্ত আমরা প্রস্তুত হইতেছি । খান দৌরান এবং তাহার সহকারী সৈয়দ সলাবাৎথান আমাদের বিশেষ সাহায্য করিতেছেন। অবশুই জৌদিখান ত আছেনই,—কিন্তু বর্তমানে তাহার তত ক্ষমতা নাই। ছোসেন আলিখা • সম্পূর্ণ দাক্ষিণাত্যের শাসন কর্তা নিযুক্ত হইয়াছেন। আপনার অবশুই অবগত হইয়াছেন যে হোসেন খ সাহানসা সম্রাটের আদেশের বিরুদ্ধেও কি প্রকার কার্য্য করিতেছেন। সেই জন্তই

  • অন্ততম সৈয়দ ভাতা ।

हेश्ब्रांtछब्र ८मोडा । 8&o"> আমরা অনুরোধ করিতেছি যে আপনার হোসেনের সহিত সখ্যতা রাখিবেন। নতুবা আমরা যাহাই করিনা কেন, তাহার অমতে কিছুই হইবে না।” দিল্লী হইতে ৩১শে আগষ্ট যে পত্র লিখিত হয় তাহাতে দিল্লীর তদানীন্তন অবস্থার চিত্র আরও পরিস্ফুট হইয়া পড়ে—“আমরা অবগত হইলাম ষে হুসেন আলিখ" ও দাউদখার + সহিত শীঘ্রই বিবাদ ঘটিবে এবং সম্ভবতঃ যুদ্ধও ঘটতে পারে। দাউদখ দক্ষিণাত্যের অনেক লোককে র্তাহার পক্ষভুক্ত করিয়াছেন। পরম্পরা শোনা যাইতেছে যে হোসেন খণর গৰ্ব্ব ও প্রতাপ খৰ্ব্ব করিবার জন্তই এ চক্রান্ত। বাদশাহ পাণিপথ পর্য্যন্ত যাইয়। ১৫ই তারিখে দিল্লী প্রত্যাগমন করিয়াছেন কিন্তু অসুস্থ থাকাতে দরবারে আইসেন নাই। এই জন্ত আমরা বাকী উপঢৌকন দিতে বা স্বকীয় কার্য্যে অগ্রসর হইতে পারি নাই। আগামী ১লা তারিখে পারিব এমন আশা আছে।” যাহা হউক এই দৌত্যকাৰ্য্য সফল হইবার আশা ক্রমেই ক্ষীণ হইতেছিল। বঙ্গদেশের নবাব ইংরাজদেগের এই অভিযান প্রতিচক্ষে দেখেন নাই এবং উজীরের সহিত যড়যন্ত্র করিয়া সাধ্যমত বাধা দিতেও ক্রটি করেন নাই। অন্ত কোন কারণ না হইলে নবাবের উদ্দেশুই সাধিত হইত ; কিন্তু এই সময়ে এক অভাবনীয় ঘটনায় নবাব ত অকৃতকাৰ্য্য হইলেনই, ভবিষ্যতে ইংরাজের মুখস্বৰ্য্যও চিরদীপ্তিমান হইয়া উঠিল। S DDDBB BBB BBS BBBBBB BBBB BBBB BB BBBS BBBB BBBBB BBB BBB