পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬২ রাজা অজিৎসিংহের কন্সার সহিত ফেরোকসায়ার অনেকদিন হইতেই বিবাহে অভিলাষী ছিলেন। রাজকুমারীও দিল্লি পৌঁছিয়া ছিলেন। কিন্তু সম্রাট এই সময়ে অমুস্থ হইয় পড়েন। সম্রাটের কোনও চিকিৎসকই সম্রাটকে আরোগ্য করিতে সমর্থ না হওয়ায় খান দৌরানের পরামর্শে ইংরাজ ডাক্তার হামিলটনকে এই কার্য্যে নিযুক্ত করা হয়। ডাক্তার সাহেব অস্ত্র চিকিৎসার দ্বারা সম্রাটকে আরোগ্য করায় তাহার বিশেষ প্রিয়পাত্র হইয় উঠেন—এবং অনেক মূল্যবান উপহার লাভ করেন । * ডাক্তার সাহেব ষাহ প্রার্থনাই করুন না কেন তাহাই পূর্ণ করিবেন সম্রাট এমনতর আশ্বাস পর্য্যস্ত দেন । এই সময় হামিলটন নিজস্বার্থ সম্পূর্ণরূপ বিসর্জন দিয়া দূতের অভিলাষ পূর্ণ করিবার প্রার্থন জানাইলেন । t সম্রাট এই নিঃস্বার্থপরতায় মুগ্ধ হইয়া স্বীকৃত হইলেন যে, শুভ-বিবাহন্তেই এই বিষয় বিবেচনা করিয়া তাহার যতদূর সাধ্য ইংরেজকে বাণিজ্যের সুবিধা করিয়া দিবেন। নিম্নোদ্ধৃত পত্রে এই বিষয়ের বৃত্তাত্ত অবগত হওয়া যায় । “দিল্লী ৭ই ডিসেম্বর— সম্রাটের শুভ আরোগ্য সংবাদ আপনাদের প্রেরণ করিতেছি । সকলকে জ্ঞাত করাইবার জন্য তিনি গত ২৩শে তারিখে আরোগ্য স্নান করিয়াছেন। হামিলটনের ভারতী । আশ্বিন, ১৩১৭ যত্ন এবং কৃতকাৰ্য্যতার জন্ত ৩০ তারিখে তিনি হামিলটনকে প্রকাশু দরবারে মূল্যবান পোষাক, দুইটা হীরকাঙ্গুরীয়ক, একটা হস্তী, একটা অশ্ব, নগদ পাচ সহস্র মুদ্রা এবং কোট ও ওয়েষ্টকোটের জন্ত সুবর্ণ বোতাম এবং মণিমুক্ত সংযুক্ত ব্রুস উপহার দেন। খোজা সারহাদ ও সেই দিন একটা হস্তী ও একটী পোষাক উপহার পাইয়াছেন । এই র্যাপারকে আমরা বিশেষ শুভ মনে করিতেছি । থান দেীরানের অভিপ্রায়ামুসারে, সম্রাটের আরোগ্য লাভের পর বিবাহের সময়োপযোগী কিছু যৌতুক রাথিয়া অদ্যান্য দ্রব্যাদি সম্রাটকে অর্পণ করিয়াছি। সেই সময়ে সলাবৎজঙ্গ কিছু অসুস্থ থাকায় নিজে উপস্থিত থাকিতে পারেন নাই কিন্তু আমাদের সুপারেশ পত্ৰ দিয়াছিলেন। সম্রাটের আরোগ্য লাভের সময় হইতে খোজ সারহাদ খানদেীরানকে আমাদের কথা সম্রাটকে স্মরণ করাইয়া দিতে অনুরোধ করিতে ছিলেন। কিন্তু বিবাহের পূৰ্ব্বে কিছুই হইতে পারে না থানদেীয়ান এইরূপ বলিয়াছেন । রাজ্যের সকল কাৰ্য্যালয়ই বন্ধ এবং এই শুভ উৎসব স্বসম্পন্ন ন হইলে কোন কাৰ্য্যই হইবে না । রাজপুতেরা এই বিবাহে বিশেষ সন্মানিত হইবেন। অদ্য সন্ধ্যাকালে সম্রাট সপরিষদ তাহার ভাবী সম্রাজ্ঞীকে অভ্যর্থনার্থ অগ্রসর

  • “Among the presents given to Mr. Hamilton on this occasion were model

of all his surgical instruments, made of pure gold. Vide Stewart. + গ্রীসের ইতিহাসে এইরূপ একটা দৃষ্টান্ত পাওয়া যায়। স্পার্টান লাইজান্দরকে যখন সাইরাস উপহার দিবার প্রস্তাৰ করেন তখন লাইজান্দার নিজস্বার্থ পরিত্যাগ করিয়া উহার সৈন্তদের বেতন বৃদ্ধির প্রার্থনা করেন ।