পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8受93 পরের পত্রে ইংরাজ দূতের যে সাত ঘাটের জল থাইতে হইতেছিল তাহারই বিবরণ লিপিবদ্ধ হইয়াছে। “দিল্লী ২১শে মার্চ—আমরা কয়েকবার খানদেীরানের বিলম্বের কথা উল্লেখ করিয়াছি । খানদোরান কখনও প্রকাগু সভায় আইসেন না ; সুতরাং পান্ধিতে উঠিবার সময় ব্যতীত অন্ত সময়ে কোন কথা বলিবার সাবকাশ ঘটে না । সে অবসরও অনেক দিন পরে পরে পাওয়া যায় । তাহার সহকারী সালাবৎখাও কিছু করিয়া উঠিতে পারিতেছেন না । সুতরাং কথাবার্তা পত্রাদিতেই হইতেছে। কেবল আশাতেই দিন কাটিতেছে। কয়েক দিন পূৰ্ব্বে যখন খোজ; সারহাদ তা হার সহিত দেখা করিয়া আমাদের দরবারের কথা স্মরণ করাইয়া দেন, তখন খানদেীরান উত্তর দেন “কেন ? আমি তোমাদের সকল কাজই সমাধান করিয়া দিয়াছি।” খোজা সারহাদ বেশী কিছু উত্তর দিতে পারেন নাই। এত সময় নষ্ট করিয়া, এত খরচপত্র করিয়া কি যে করিয়া উঠিতে পারিব তাহা ত বলিতে পারি না ! যাহা হউক, আমরা অমুসন্ধানে জানিতে পারিয়াছি যে খানদোরানকে তাহার কৰ্ম্মচারীগণ উপদেশ দিয়াছেন যে, তিনি নিজে কোন কাৰ্য্যে অগ্রসর না হইয়া যেন উজীর দিয়া ইংরাজদিগের কার্য্য সম্পন্ন করান। আমরা আশা করিয়াছিলাম যে খানদোরানকে দিয়া কাৰ্য্য সিদ্ধি হইলে উজীরকে কিছু উৎকোচ প্রদানে করায়ত্ত করা যাইবে –কিন্তু এইক্ষণ কি করিব কিছুই স্থির করিতে পারিতেছি না।” ভারতী। আশ্বিন, ১৩১৭ পর পত্রে দরবারের আভ্যন্তরিণ বৃত্তান্ত । ইহ ২৭শে এপ্রিলে লিখিত । “দিল্লী হইতে চতুর্দশ ক্রোশ দূরে সম্রাট শীকারে নিযুক্ত। খানদেীরান ও মামুদ আমিলখার লোকের কথায় কথায় বিবাদ হওয়াতে একটা খণ্ড যুদ্ধ ঘটয়া গিয়াছে। সম্রাটের নিষেধ সত্বেও দুই ঘণ্টা ব্যাপী এই যুদ্ধে একশত লোক হতাহত হইয়াছে। সম্রাট অত্যন্ত অসন্তুষ্ট হইয়াছেন।” নানা কারণে এক বৎসর কাটিয়া গেল । অবশেষে ১৭১৬ খৃষ্টাব্দের জানুয়ারী মাসে আর্জি থাসদরবারে পেশ হইল। অন্যান্য কথার মধ্যে ইহাতে প্রার্থিত হইল যে “কলিকাতা সভার সভাপতি কর্তৃক দস্তখত যুক্ত দস্তক থাকিলে যেন নবাবের কৰ্ম্মচারীগণ কোনরূপ খানাতাশ্লাসী বা আটক না করেন। মুর্শিদাবাদের টাকশালের অধ্যক্ষগণ যেন সপ্তাহে তিন দিবস ইংরাজদের মুদ্র প্রস্তুত করিবা দেন, ইউরোপীয় বা ভারতবর্ষীয় কোম্পানীর দেনদারকে চাহিবামাত্রই যেন কলিকাতায় সমর্পণ করা হয় এবং ইংরাজ কোম্পানি যেন ৩৮ট গ্রাম খরিদ করিতে পারেন।” সম্রাট তাহার সভাসদগণের নিকট এই আর্জির প্রার্থিত বিষয়ের সম্বন্ধে মতামত চাহিলে উজীর গুরুতর বিষয় গুলিতে আপত্তি করিলেন । বাধ্য হইয়। ইংরাজদূত পুনরায় দ্বিতীয় ও তৃতীয় আর্জি পেষ করিলেন ; এবার আর উজীর কোন আপত্তি করিলেন না। হুকুম জাহির হইল কিন্তু দুর্ভাগ্য বশতঃ ইহাতে সম্রাটের নিজ দস্তখত ছিল না ।* খোজাসারহাদ ও S BBBB BBBB BBBBB DD BBBB BBBB BBB BS SSBBBB BBBBBDS DDDD আদেশ লঙ্ঘনে সাহসী হইতেল, কিন্তু সম্রাটের দস্তখতি আদেশ অলঙ্ঘনীয়।