পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৪৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা । ত অমনি তাস বা কড়ি খেলিতে লাগিলেন । সঙ্গে সঙ্গে কত কলহ, কত প্রমোদ উত্তেজন । —এমন কি বাজিতে জিতিলে—মৃত্যগীত পৰ্য্যন্ত চলিল ! পাশ্চাত্য জাতির মধ্যে তাস থেলার এরূপ বৃথা উন্মত্তত নাই বলিলেও অত্যুক্তি হয় ন! । তাহারা যে একেবারে তাস খেলে না এমন নষ্ঠে, কিন্তু সে থেলার উদ্দেশু ও আদায়-বিনা বাজিতে নিরর্থক তাস খেল তাহীদের মধ্যে বোধ হয় নাই । আমাদের দেশে নিমন্ত্রণ মজলিসে যেখানে গীতবাদ্য না থাকে, সেখানে কতকলেী ক গোস গল্প করিয়া, কতক লোক মুখ চাওয়াচা ওয়ি করিয়া সময়টা নিরর্থক কাটাইয়া দিয়া অবশেষে ভোজনস্থে গৃহে গমন করেন । পুরুষদিগের সম্বন্ধে সর্শস্থলে আজ কাল এ কথাটা নাও থাটিতে পারে—কিন্তু মেয়ে নিমন্ত্রণে ইহাই পদ্ধতি । ইংরাজদেগের ছোট বড় স ক ল নিমন্ত্রণেই অথিতিদিগের মনো রঞ্জনার্থে কোন না কোনরূপ আমোদপ্রমোদের আয়োজন থাক চাইই –চাই ;– এবং সে সকল আমোদ একটিও নিরর্থক নহে, সকলের মধ্যেই হয় স্বাস্থ্যজনক না হয় বুদ্ধিস্থ ৰ্ত্তিজনক কোন একটা উদেশু নিহিত। বৈকালিক চায়ের নিমন্ত্রণে টেনিসাদি খেলা—অধিক স্তু প্রায়ই পরে গীত বাদ্যাদি হইয়া থাকে। মাঝে মাঝে পরিবর্তন স্বরূপ – বর্ষার সময়ে-অন্ত অনেক সময়ে ও শারীরিক ব্যtয়ামের স্থলে মানসিক ব্যায়াম পরিচালনা দেখা যায় । বল্ল্যবেশ সম্মিলনের কথা, গত জ্যৈষ্ঠের ভারতীতে বলিয়াছি—তাহার পুনরুল্লেখ অনাবশুক । কিন্তু ওরূপ বৃহৎ অনুষ্ঠান, কালে ভদ্রে ডিনার बौफ़ॉएको छूद । 8 ○ শেষেই প্রায় হইয় থাকে। প্রবাদ সজ্জা, বছি সজ্জা, প্রশ্নোত্তর থেল', ছন্দমিল, হেঁয়ালি নাট্য প্রভৃতি ছোট খাট অভিনয় ও সাজ সজ্জা-খেলাগুলিই প্রায় বৈকালিক বা সান্ধ্য সন্মিলনীতে সদা সৰ্ব্বদা দেখা যায়। সম্প্রতি কলিকাত হাইকোর্টের কোন জজপত্নীর বাড়ী মহিলা-গণের প্রবাদ সাজিয়ী যাইবার নিমন্ত্রণ ছিল। সকলেই কোন একটি প্রবাদ বাছিয়া তাহার চিহ্ন ধারণ করিয়া গিয়াছিলেন। এ থেলায়,—সাঙ্কেতিক চিঙ্গ ধারণে—যিনি সৰ্ব্বাপেক্ষ চাতুৰ্য্য দেখাইতে পারেন, এবং ধিনি ১ বর্বাপেক্ষা অধিক সঙ্কেত বুঝিতে পারেন, উভয়কেই গৃহকত্রী পুরস্কার প্রদান করেন। নিম্নে দুই চারিটি প্রবাদ সজ্জার দৃষ্টান্ত উদ্ধৃত করা গেল। ১ । একজন মহিলা—একখানি পাতল৷ কাগজে আঁকা একটি সুন্দরী রমণীর ছবি লষ্টয়া আসিয়াছিলেন । সেই কাগজ থানি তুলিয়া ধরিলে নীচের আর একখানি কাগজে সেই সুন্দর মূৰ্ত্তির কঙ্কাল দেখা যাইতে ছিল। ইহা হইতে বুঝা গেল, তাছার প্রবাদ– Beauty is but skin-deep. ২ । আর একজনের প্রবাদ —Time তিনি একটা ঘড়ি (time) ও একটা ফিতায় বাধা ছোট বাটখারা (tied weight) বক্ষে ঝুলাইয়। আসিয়াছিলেন। ঘড়ির র্কট চারিটা { (four, ঘরে ছিল এবং যিনি পরিয়াছিলেন তিনি পুরুষ নহেন,—ঞ্জীলোক । ৩ । একটি মহিলা অনেকগুলি অঙ্কসংখ্যা সেফটি পিনে বিধিয়া and tide wait for no man. একটা কাগজে লিপিয়া তাহাই স্কন্ধবস্ত্রে পরিয়া