পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, যষ্ঠ সংখ্যা । হেঁয়ালি নাট্য । 8 * * , হেঁয়ালি নাট্য। হরি গৃহে বসিয়া কবিতা পাঠ করিতেছেন, হরের প্রবেশ । হর ! কি পড়ছ ভায় ? হরি। এই যে হয়, এস এস, তোমাকে না শুনিয়ে কিছুতেই তৃপ্তি হচ্ছে না ! হর । পড় পড়—আমি ও মত তৃষিত হয়ে আছি ! শেষ হোল ? যাচ্ছি যে ”— হরি । সিন্ধু প্রভঞ্জন । হর। ঠিক ঠিক ! সিন্ধু প্রভঞ্জন,--লিথে লিখে মেমরিট কেমন খারাপ হয়ে গেছে – অনবরত ব্রেনের এক সাইস কিনা ! পড় পড়,—তারপর—আমার নাটকের শেষটাও শোনাব এখন, সঙ্গে এনেছি। হরি ; , ৱেশ ! আলোড়ি বিমন্থি সিন্ধু ভীষণ গৰ্জ্জনে— নিক্ষেপি প্রবল বেগে—উত্তাল নিবিড়— তরঙ্গ মহান উচ্চ পৰ্ব্বত সমান, ঘেরিয়া অম্বরতল, ঢাকি বিবস্বাস্— প্রলয়ের প্রভঞ্জন ঘোষিলা সরোষে— করাল আঁধারে পৃথ্বী করিয়া মগন !!! হর । থাম ভাই, একটু থাম, আমার মাথা ঘুরে গেল, আমার চোখে আর এককণা স্বৰ্য্যকর ও বিভাসিত হচ্ছে না,—বিশ্ব মহা অন্ধকারে—আজু প্রলয়ন্ধকারে মগ্ন হয়ে পড়েছে । চমৎকার চমৎকার ! হরি। কি বল ভাই হর,—সত্যি ? তোমার নাটকের নায়িকার রূপ বর্ণন গুনতে শুনতে 5|エび卒マ সেই কাব্যথানা বুঝি কি নামটা ? এই যt: ভুলে আত্মা যেমন সপ্তম স্বর্গের চুড়ায় ছলতে থাকে তেমনি এ কবিতাটা কি সত্যিই— হর । সত্যি বলছি হরি সত্যি ! এবার আমাদের হতে বঙ্গসাহিত্য নিশ্চয়ই ফেল হবে, নিশ্চয় নিশ্চয়! কোন সন্দেহ নাই ! সরস্বতী সেই আদি যুগে বাল্মীকিতে আবির্ভাব হয়েছিলেন —আর এ যুগে এতদিনে— - বিষ্ণুর প্রবেশ । বিষ্ণু —হরি হরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছেন । আমার আজ পরম সৌভাগ্য যে হরি হরের একত্র সাক্ষাৎ লাভ করেছি ! হরি। এস এস বিষ্ণু এল—বন্ধুবর,— এতক্ষণ তোমারি অভাব অনুভব করছিলেম । হর। এখন মন সস্তুষ্ট হোল, প্রাণ তৃপ্ত হোল, হবিহর আত্মার মিলন হোল,—এস ভাই এস । হরি ভাই ! তোমার কবিতাটা আর একবার পড়ে—বিষ্ণুকে শোনাও না । হরি। না না তোমার নায়িকার রূপ বর্ণনাট আগে শোনাও । বলব কি. বিষ্ণু – প্রতি অক্ষরে সাক্ষাৎ রতিদেবী যেন মুক্তিমতী অথচ তাতে একটি অশ্লীলতা নেই—সমস্তই আধ্যাত্মিক ভাবে পূর্ণ। বিষ্ণু। ছঃখ কেবল এক্ট,—লোক গুলাকে এ কথা কিছুতেই বোঝাতে পারছিনে ; তাদের রুচি এমন বিকৃত হয়ে গেছে য়ে তারা অশ্লীলতাকে শ্লীলতা, কুভাবকে স্বভাব, ঐন্দ্রিয়িককে আধ্যাত্মিক ভেবে নিয়ে প্রমাদ ঘটাচ্ছে ! হরি । কি দুঃথ কি দুঃখ, বেচারীদের জন্য বড় দুঃখ !