পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ૧ાના হর । উঃ বল কি ! এই সকল দীনহীন হতভাগ্যদের পরিত্রাণের—পাপী তাপী উদ্ধারের উপায় হবে কি করে! - উভয়ের রোদন । বিষ্ণু। ভেবোন, দাদার কেঁদনী । সে উপায় আমি ঠিক করেছি। হরিহর আত্মায় মিলিত হলে বিশ্ব রসাতলে যায়—আর আমরা সাহিত্যে এতটুকু বিপ্লব ঘটাতে পারব না ! এই দেখ ব্ৰহ্মাস্ত্র, হিমালয় হতে কুমরিক: এতে কম্পিত হয়ে উঠবে, স্বৰ্য্য চন্দ্র তার কা জ্যোতিহীন হয়ে যাবে, বঙ্গলাহিত্য ভেঙ্গে চুরে একেবারে রসাতলে নিমগ্ন হবে,--আর সেই প্ৰলয় পয়োধিজলে কেবল আমাদের নুগুন ভারতী । আশ্বিন, ১৩১৭ সাহিত্য গুলি নারায়ণের মত ভেসে ভেসে বেড়াবে । হর। ও হরি । আমার মাথা যে ভোর্ভে করছে, মনে হচ্ছে আমি সেই প্রলয়ান্ধকারে নিমগ্ন হয়ে পড়ছি !— হর। আর আমার মনে হচ্ছে,—আমি যেন নায়ায়ণ হয়ে সেই প্রলয় জলে পদ্মপত্রের উপর ভেসে ভেসে বেড়াচ্ছি ! বিষ্ণু। আর আমার মনে হচ্ছে—আমি তোমাদের দুজনকে ধরে টেনে টেনে ডাঙ্গায় তুলছি— হরি হর। (দুজনে দীর্ঘনিশ্বাস সহকারে) বন্ধু হে তুমিই ভরসা ! শারদগীতি ।

  • হল দেখা তখনি বিদায়”— छब्रांछब्र पञखहौन ७झे १ॉन १ोॉग्न । এই ষে মিলন আজি বংঘের পরে ! ইহাও কি শুধু তবে দুদিনের তরে ! মিলন কাতর তাই বিরহ ছায়ায়, আনন্দ আপনহারা বিষাদে লুটায় !

শুধু ছুদিনের দেথা আর কিছু নয় ? এ কথা তবু ত মাগো মনে নাহি লয় ! ফুলের সুবাস মত জন্মান্তর স্মৃতি, ঢালিছে হৃদয়ে একি স্বপ্নময় প্রতি ! জনমে জনমে যেন শত শত বার ! ফুটেছে তোমারি কোলে চেতনা আমার ! সেই পরিচিত ঘর সেই স্নেহ মুখ, সেই পুণ্য স্মৃতিময় কত মুখ দুখ, শোনায় আশ্বাস বাণী জাগায় বিশ্বাস— ফুরাবে এ দিন তবু নাহি এর নাশ । ঢাল তবে ঢাল চাদ জোছনার হাসি, বাজুক মধুর স্বরে উৎসবের বঁশি, ভোল ক্ষুধা দুটো দিনে, ওহে ক্ষুধাশীর্ণ, ফেলে দাও নবাননো ছিন্ন চির জীর্ণ। ওই শোন ওই শোন মায়ের আহবান— মুখে দুঃখে তারি কোলে চিরজন্ম স্থান । ঐহিরন্ময়ী দেবী।