পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা । আমাদিগকে ভাল করিয়া এইটুকু বুঝিতে হইবে যে সুচারুরূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা বিগুণ স্বধৰ্ম্মও শ্রেষ্ঠ । স্বধৰ্ম্মে নিধনং শ্রেঃঃ পরধৰ্ম্ম ভয়াবহ । স্বধৰ্ম্ম , পালনের চেষ্টায় সফলতা লাভ না করিয়৷ যদি বিনাশ প্রাপ্ত হই, তাহাও শ্রেয়স্কর, কিন্তু পরধৰ্ম্ম সব্বদাই ভয়াবহ । আমরা একদিন এই “স্ব”কে হীরাই ৷ ফেলিয়াছিলাম। কেবল জুনিয়ার প্রায় প্রত্যেক আপনাদের এই সনাতন “স্ব”কে হারাইয়াছিল । এ জগতে জীব ব্যষ্টিভাবেই হউক আর সমষ্টিভাবেই হউক, নিয়ত এই সনাতন “স্ব”কে হরাইতেছে, খুজিতেছে, পাইতেছে, পাইয়। আবার হারাইতেছে, আবার খুজিতেছে, আবার পাইতেছে ; এইরূপে জগৎ পরিবৰ্ত্তিত হইতেছে । ইহাই জীবের উন্নতির ও বিকাশের সাৰ্ব্বজনীন নিয়ম ও পন্থ । প্রত্যেক সমাজই যুগে যুগে আপনার এই “স্ব”কে হারায়, “স্ব”কে খোজে, “স্ব”কে ফিরিয়া পায় । কিন্তু প্রতিবারেই পূৰ্ব্বেকার অপেক্ষ বৃহত্তর, ফুট তর, উন্নততর, বলবত্তর “স্ব”কে প্রাপ্ত হয় । হারাইয়াছিলাম বলিয়। দুঃখ নাই, খুজিতেছি বলিয়া শ্রান্তির বেদন নাই । কতবার হারাইয়াছি, কতবার খুজিয়াছি, আবার কতবার পাইয়া’ছ । আবার পাইব, আবার হারাইব, আবার খুজিতে হুইবে । এই পথেই এই সনাতন বস্তু আপনাকে ফুটাইয়া তোলে। যখন কিছুদিন পূৰ্ব্বে এই “স্ব”-বস্তুকে হারাইয়া আত্মহারা হইয়া পড়িয়াছিলাম, তখন বিদেশের মোহ আসিয়া আমাদিগকে আচ্ছন্ন করিয়াছিল। আমরা কেন, প্রাচীন জাঙিক্ট, ভারত ও বিলীত । 8ヶ。 আজ সেই সন তন “স্ব”কে অল্পে-আল্পে ফিরিয়া পাইতেছি বলিয়, এ দাবির বিরুদ্ধে আপত্তি দায়ের করিতে আরম্ভ করিয়াছি । ১০ । যুরোপের কাছে দুনিয়ার ঋণ । এই যে আজ আসিয়ার প্রাচীন জাতি গুলি অল্পে অল্পে আপনাদিগের সনাতন “স্ব”-বস্তুকে ফিরিয়া পাইতেছে, ইহার জন্ত আমরা সকলেই য়ুরোপের নিকট অতিশয় ঋণী । এ ঋণ অস্বীকার করিলে কৃতঘ্ন হইতে হয়। য়ুরোপ যে ইচ্ছা করিয়া, জুনিয়ার হিতকল্পে এ কাজ করিয়াছে, এমন কথা বলা যায় না। যুরোপ নিজের দায়ে আসিয়ায় আসিয়া পড়িয়াছে। নিজের সার্থকতার জন্ত আসিয়ায় আপনার প্রভাব বিস্তাব করিয়াছে। এ সকলই সভ্য । কিন্তু ইহাও সত্য যে য়ুরোপ যদি এমনভাবে আসিয়া আসিয়ার উপর না পড়িত, আপনার সভ্যতা, সাধন, শিল্প, সাহিত্য, রাষ্ট্র ও কৰ্ম্মকে আপনার সাধনা, আপনার শক্তি ও আপনার বেশাতির দ্বার। যদি আসিয়ার প্রাচীন সমাজসমুহের সভ্যতা একান্ত অভিভূত করিবার প্রয়াস না পাইত, তবে আজ আসিয়াও আপনাকে আবার ফিরিয়া পাইত না। পরের সন্মুখীন না হুইলে, পরের দ্বারা অভিভূত না হইলে, পরের সঙ্গে সংঘর্ষ ব্যতিরেকে, কেহ কথনে আপনার "স্ব"কে ফিরিয়। পাইতে পারে না। আপনাকে জানাই আপনাকে “স্ব”বস্তু মাত্রেই ব্ৰহ্মপৰ্য্যায়ভুক্ত । ব্ৰহ্ম সম্বন্ধে যেমন—জ্ঞানেনৈব আপ্ন য়াং— কেবল জ্ঞানের দ্বারাই তাহাকে পাওয়া যায়,— ব্যক্তির “স্ব”ই হউক, আর জাতির “স্ব”ই

  • ! ४ग्नां ।