পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা । এখানকার সংবাদপত্রসমূহ, ফরাসী রাষ্ট্রনীতি সম্বন্ধে দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ লিখিয়া থাকে । সামারঙ্গে প্রকাশিত Lokomo tief পত্রের এক সংখ্যা আমার হাতে পড়িল ; তাহাতে Millerand কুত “প্রকৃত ব্যবহারোপযোগী সাম্যমূলক সমাজতন্ত্র”—গ্রন্থের খুব প্রশংসা করিয়াছে। ফরাসীদিগের প্রতি বাবার ওলন্দাজদিগের যে সহানুভূতি আছে উহার বিজ্ঞাপন দেখিলেও বুঝা যায় ঃ – চয়ন—সিউ-ইউ-কি। 8ሕፃ “প্রকৃত ফরাসী উৎপন্ন দ্রব্য, ফরাসী জাহাজে আসিয়াছে”—একজন পরিচ্ছদের দোকানদীর এইরূপ বিজ্ঞাপন দিয়াছে...এবং হোটেলের যে বৈঠকখানায় বসিয়া আমি এই স্থানীয় সংবাদপত্রাদি পাঠ করিয়া থাকি, সেই ঘরট रुद्रांनी भूछ१-sि:खद दाब दिङ्गंबिड । আমাদের সাংগ্রামিক চিত্রকরগণ ফরাণী-জার্মাণ যুদ্ধের যে সকল বিষাদময় দৃষ্ঠ অঙ্কিত করিয়াছেন --ইহা সেই সব চিত্র। শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। হিউয়েনসাং প্রণীত সিউ-ইউ-কি (Buddhist Records of the Western World) “His aCCurate book is a treasure-house of information, indispensable to every student of Indian antiquity and has done more than any archaeological discovery to render possible the remarkable resuscitation of lost Indian history which has recently been effected.”—Mr. Vincent Smith in “Early History of India”. সিই ইউ কি প্রণেতার সংক্ষিপ্ত জীবনী। ৬•৩ খৃষ্টাব্দে চীনের অন্তর্গত হোনান প্রদেশে চিন লিউ নগরে এই মনস্বী পরিব্রাজক জন্মগ্রহণ করেন। হিউয়েনসাংয়ের জ্যেষ্ঠ আরও তিন সহোদর ছিলেন । র্তাহার দ্বিতীয় ভ্রাত চাংসি তাহাকে অল্প বয়সেই শিক্ষার্থে লোইয়াং সহরে লইয়া যান এবং ত্রয়োদশ বর্ষ বয়ঃক্রম কালে, হিউয়েনসাং শ্রমণ ব্রত গ্রহণ করেন । বিংশ বৎসরে তিনি ভিক্ষু হয়েন ও কিছু দিন পরেই তিনি উপযুক্ত শিক্ষকের অনুসন্ধানে ব্ৰতী হইয়। চাঙ্গাগানে উপনীত হন । এই স্থলেই, তিনি ভারতবর্ষে যাইয় অধ্যয়ন করিবেন এইরূপ স্থিরসংকল্প হইয়া অন্ত একটী ভিক্ষুর সহিত ছাবিবশ বৎসর বয়সে চঙগান পরিত্যাগ করেন ও ৬২৯ খৃষ্টাব্দে ভারতবর্ষে পৌছেন। ৬২৯ হইতে ৬৪৫ পর্য্যন্ত তিনি ভারতবর্ষেই অতিবাহিত করেন । পরে স্বদেশে পৌছিয়া ৬৬১ থষ্টাব্দ পর্য্যন্ত তিনি ভারত হইতে নীত পুস্তকাদি অনুবাদে ব্যাপৃত থাকেন। থষ্টাব্দে তিনি পরলোকগমন করেন। ভারতবর্ষ او بيا وفي বিজ্ঞাপন । পৃথিবীর ইতিহাস অনূন ৩০ খণ্ডে সম্পূর্ণ হইবে। ত্রদুর্গাদাস লাহিড়ী প্রণীত। থিরেরতল, হাওড়া