পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@●bア পরিমাণে দেখিতে পাওয়া যায়। ইহাদিগের গৃহনিৰ্ম্মাণপ্রণালী অতি চমৎকার। (kelp) নামক এক প্রকার শৈবালের সাহায্যে ইহারা গৃহনিৰ্ম্মাণ করে। এই সকল গৃহের মধ্যস্থল ফাপা । ইহার অভ্যন্তরেই প্রস্থতি মৎস্ত ডিম্ব প্রসব করে এবং যতদিন না শিশুগুলি একটু বড় হয়, ততদিন পুরুষ মৎস্ত গৃহের সম্মুখে পাহারা দিয়া থাকে। অপরজাতীয় মৎস্ত ইহার মধ্যে প্রবেশ করিবার চেষ্টা করিলে উভয়ের মধ্যে তুমুল সংগ্রাম दांशिग्न शांध्र । গ্রীষ্ম প্রধান প্রদেশে কটকটে ( toad ) নামক অপর এক জাতীয় মৎস্তকে গৃহ রচনা করিতে দেখা যায়। ইহাদিগের গৃহ-নিৰ্ম্মাণ প্রণালীও বেশ । এই সকল মৎস্ত দেখিতে অতি কদাকার ; বর্ণও কতকটা শৈবালtচ্ছাদিত প্রস্তরখণ্ডের অমুরূপ। যখন ইহার বালুকারাশির উপর দিয়া গুড়ি মারিয়া বেড়ায়, সেই সময় কোন স্ত,পাকার শৈবাল কিম্বা প্রস্তরখণ্ড দেখিতে পাইলে তাঁহাতেই গর্ত করিয়া বাস নিৰ্ম্মাণ করে। সেই গর্তের মধ্যে ডিম্বগুলি রক্ষিত হয় । সস্তান গুলি ডিম্ব হইতে বাহির হইয়া যতদিন অবধি না সবল হইয় উঠে, ততদিন, প্রস্থতি স্বয়ং সেগুলি রক্ষণাবেক্ষণ করে । আবার এমন কতকগুলি সামুদ্রিক মৎস্ত আছে, যাহার নদীতে আসিয়া প্রসব করে। স্ত্যমন, ঈল প্রভৃতি মৎস্ত এই শ্রেণীর। প্রসবের সময় এই সকল মৎস্ত বহুল পরিমাণে ধরা পড়ে। প্রসবের পর ইহাদের স্বাদও তেমন মধুর থাকে না। স্যামন মৎস্ত সাধারণতঃ ক্ষীণতোয় পাৰ্ব্বত্য নদীতেই ডিম্ব ভারতী । আশ্বিন, ১৩১৭ প্রসব করে। এই সকল নদীতে আসিবার সময় তাঙ্গাদিগকে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করিয়া আসিতে হয়। নদীগর্ভের খানিকটা স্থান ক্রমাগত লেজের ঝটকায় পরিচ্ছন্ন করিয়া সেই স্থানে ইহারা ডিম্ব প্রসব কবে । স্রোতের মুখ হইতে ডিম্বগুলিকে রক্ষা করিবার জন্ত চারিদিকে ছোট ছোট প্রস্তরখণ্ডের দ্বারা আইল বাধিয়া দেয়। বসন্তাগমের সঙ্গে সঙ্গেই এই সকল মৎস্ত সমুদ্র হইতে নদীতে চলিয়া আসে এবং তথায় প্রসবের উপযুক্ত স্থান মনোনীত করিয়া লয়। ইহাদিগের প্রথম কাৰ্য্য সেই নিদিষ্ট স্থানের প্রস্তর বলুকা প্রভৃতি আবর্জনারাশি একপাশ্বে ঠেলিয়া রাখিয়া সেই স্থানটীকে উত্তমরূপে পরিষ্কার করা। কখন বা দুইট মৎস্ত পরস্পরে ক্রমাগত কুণ্ডলী পাকায়, আবার কখনো বা পরস্পরে জড়াজড়ি করিয়া এই কাৰ্য্য সম্পন্ন করে। তাহাদিগের এই কার্য্য প্রণালী দেখিয়া মনে হয় যেন, তাহাদের পরস্পরের মধ্যে ভীষণ সংগ্রাম বাধিয়াছে । এইরূপে স্থানট পরিস্কৃত হইলে আবাস নিৰ্ম্মাণ কাৰ্য্য আরম্ভ হয়। প্রস্তর-খণ্ডগুলি উপর-উপর সাজাইয়া দুই তিন ফুট উচ্চ করে। ছোট ছোট প্রস্তরখণ্ডগুলি সাধারণতঃ ইহার মুখে করিয়াই বহন করিয়া আনে, কিন্তু যেগুলি একটু বৃহৎ সেগুলি মুখে করিয়া বহন করিতে পারে না । এক্ষেত্রে তাহারা বেশ একটী মুন্দর উপায় অবলম্বন করে ; তাহা হইতে ইহাদিগের বুদ্ধিরও বিশেষ পরিচয় *it७ग्नl यानि । সাধারণতঃ - বেগবান স্রোতের মুখেই ইহারা বাসের উপযোগী স্থান সংগ্ৰহ করিয়া