পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩sশ বর্ষ, ষষ্ঠ সংখ্যা । লয়। নদীর উপরিভাগে কিছুক্ষণ সন্তরণ করিয়া একট বৃহৎ প্রস্তরখণ্ড ইহার বাছিয়া লয়। তৎপরে ক্রমাগত ধাক্কা এবং নীচে হইতে মোচড় দিয়া সেটিকে কিয়দূত্র সরাইয়া আনে। পরে মন্থণ দিকটা জমির উপরে আসিলে মুখ দিয়া সমগ্র প্রস্তরখণ্ডট উত্তমরূপে কামড়াইয়া ধরিয়া লেজটা উপর দিকে তুলিয়া ধরে। প্রস্তর ও মৎস্ত উভয়ই তখন স্রোতের টানে খানিকদূর ভাসিয়া আসে। দুই চারিবার এইরূপ করিলে প্রস্তরখণ্ড ঈঙ্গিত স্থানে আসিয়া পড়ে এবং নিপুণ ইঞ্জিনিয়ারের মতই মৎস্ত আপন বাস নিৰ্ম্মাণ করিয়া লয়। বাইন (Lamprey) মৎস্তের আবাস আকারে অনেকটা ডিম্বের মত । প্রস্তরখণ্ড বেশ সুদৃপ্তভাবে পর পর সাজান। এক পাশে কেবল একটী ছোট প্রবেশদ্বার থাকে। ইহার অভ্যস্তরেই ডিম্ব গুলি সযত্নে রক্ষিত হয়। শিশু মৎস্ত গুলি কোন বিপদের সম্ভাবনা দেখিলে এই সকল প্রস্তরখণ্ডের যুক্তস্থানের মধ্যস্থিত ছিদ্র পথে লুকাইয় পড়ে। অনেক ছোট ছোট নদীতে (ষ্টিকিল sJţş ( sticle back নামক অাব এক ਬੀ: মৎস্ত দেখিতে পাওয়া যায় । সুন্দর গৃহনিৰ্ম্মাণে ইহার বেশ নিপুণ শিল্পী । সন্তাশদিগের রক্ষণাবেক্ষণ বিষয়েও ইহার বিশেষ সতর্ক । এই জাতীয় মৎস্ত সচরাচর আকারে অতি ক্ষুদ্র এবং সেই অনুযায়ী ইহুদিগের গৃহ ও ক্ষুদ্রাকার। ছোট ছোট আগাছা সংগ্ৰহ করিয়াই ইহার বাসা নিৰ্ম্মাণ করে। এই সকল গৃহ সাধারণতঃ গোলাকার এবং ফাপা । ইহার মধ্যেই স্ত্রীমৎস্ত ডিম্ব প্রসব করিয়া থাকে । চয়ন—জলে বাস । & e > সাধারণতঃ পুষ্করিণীতে যে সকল ষ্টিকিল ব্যাক দেখিতে পাওয়া যায়, তাহাদিগের গৃহ-নিৰ্ম্মাণে বেশ শিল্পচাতুৰ্য্য আছে। যিনি একটু যত্ন করিয়া ইহাদিগের বাসস্থানগুলি পৰ্য্যবেক্ষণ করিয়াছেন, তিনিই দেখিয়া থাকিবেন, কতকটা বন্ত ইন্দুরের বাসার স্তায় ইহারাও পুষ্করিণীজাত লতাগুল্মাদি দ্বারা বেশ সুন্দর গৃহ প্রস্তুত করিতে পারে। যাহাদিগের এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর আচারব্যবহার ক্রিয়াকলাপ সম্বন্ধে জ্ঞানলাভের জন্য অন্ততঃ একটুও আগ্রহ আছে, র্তাহার গৃহ-প্রাঙ্গণে ছোট ছোট চৌবাচ্ছা প্রস্তুত করাইয় তাহাতে নানাবিধ জলজ আগাছা এবং ষ্টিকিল-ব্যাক প্রভৃতি মৎস্ত অতি যত্নসহকারে যদি সঞ্চয় করিয়া রাখেন, তবে সময়ে সময়ে তাহদের কার্য্যপ্রণালী পৰ্য্যালোচনা করিলে প্রাণিতত্ত্ব সম্বন্ধে বিস্তর জ্ঞানলাভ করিতে পারেন। আমেরিকা প্রদেশে অনেক বন্ত নদীতে সূৰ্য্য মৎস্ত ( sun fish ) নামক এক জাতীয় বিচিত্র মৎস্ত বাস করে । ইহারা সাধারণতঃ নানাবিধ আগাছাবেষ্টিত কঙ্করময় স্থানেই বাসস্থান রচনা করে । এই সকল উদ্ভিদজাতীয় লতা গুল্মাদি এমন সুশৃঙ্খলতার সহিত সজ্জিত করে যে দেখিলে মনে হয় যেন কে নদীর অভ্যন্তরে একটী সুন্দর ফুলের বাগান সাজাইয়া রাখিয়াছে প্রথমতঃ ইহারা গৃহনিৰ্ম্মাণোপযোগী স্থানটা মনোনীত, করে ; প্রায় ১২ ইঞ্চি বর্গ পরিমাণ স্থানের সমুদয় গাছগাছড়া প্রভৃতি উৎপাটিত করিয়া সেই স্থানটকে বেশ পরিষ্কার করিয়া লয় ; তৎপরে ক্রমাগত লেজের আঘাতে জল-ঘুর্ণণের