পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6:38 হইতে আজ পর্য্যন্ত র্তাহার নাম করিবামাত্র এক মহিমান্বিত উদার পুরুষের পবিত্র স্মৃতি বাঙ্গালীর মনে ভাসিয়া উঠে । এক সময়ে এক প্রাচ্য পৰ্য্যটক বলিয়া গিয়াছেন “সাধারণ লোকের সম্বন্ধে আমরা যে ভাবে বিচার করি, রঞ্জাদের দোষ ক্রটির বিষয় সে ভাবে বিচার করিলে চলে না।” এ কথাটা খুবই সত্য। জন্তের সম্বন্ধে যে দোষ আমরা সহজেই ক্ষমা করিয়া থাকি, অনেকে আলিবন্দীকে সেই প্রকার দোষের জন্ত অপ ভারতী। আশ্বিন, ף מסכי ब्रांशी कब्रिग्नांtछ्न। *िदछौ मांtग्नरठ शैtिक cश *िक्र দিয়াছিলেন তাহা ক্ষমা করিতে যাহার প্রস্তুত, ऊँlशब्रॉई उझब्रएक इऊा कब्रां★ छछ थालि९झ ब्र চরিত্রে কলঙ্ক আরোপ করিয়া থাকেন। কিন্তু थाजि१ौङ्ग काश श्रेष्ठ वाछि१ाग्न भएषा छ%एउक्क নীতি-আদর্শ যে বিশেষ ভাবে পরিবর্ভুিক্ত হইয়াছে সে কথা বিস্মৃত হইলে চলিবে না। সে যুগে এরূপ কৰ্ম্ম রাজনৈতিক বিচক্ষণতারই পরিচায়ক বলিয়া গণ্য হইত । শ্ৰীমরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য। কীটু হইতে এস এস হে আনন্দ, এস হে বিষাদ, নরক তিমির এস, স্বয়গের আলো, এস আজ এস কাল পূরাও গে৷ সাধ— দুজনারে একসাথে আমি বাসি ভালো । সুন্দর বসন্তপ্রাতে মুখখানি কালে ভালবাসি—উল্কাপাতে উল্লাসের হালি – ভাল মন একসঙ্গে দোহে ভালবাসি । দাবাগ্নির বক্ষোপরে উন্মুক্ত প্রান্তর, বিস্ময়ের মুগ্ধ মুখে উচ্চ কলম্বর ; গম্ভীর মুখশ্ৰী আর রঙ্গ এক সাথে, শ্মশানের হরিধ্বনি বিবাহের রাতে ; স্তন্যপায়ী শিশু —তার খুলি নিয়ে খেলা, ময় তরণীর দৃপ্ত শান্ত ভোর বেলা ; শু্যামলতা অঙ্গে বিষবল্লীর গাথনি, প্রফুট গোলাপকুঞ্জে সর্প গরজনি ; ‘ক্লিওপেট্রী’ মুসজ্জিত রাজ্ঞী আড়ম্বরে – ভুজঙ্গ-দংশন চিহ্ন রক্ত পয়োধরে ; নর্তনের বাদ্যসাথে আৰ্ত্ত কণ্ঠরোল পাশাপাশি একসঙ্গে পণ্ডিত পাগোল ; রৌদ্র ও করুণরস একত্র মিলন, রাহুর উন্মুক্ত গ্রাসে মধ্যাহ্ন তপন ; হাসি শেষে কান্ন-ফিরে পুন হাসিমুখ– হায়, সে কি মুমধুর বেদনার মুখ! এস রুদ্র, তুমিও গো করুণ। মুন্দরি, মুখের অঞ্চল-বাস দূরে অপসার’ দেখা দাও, দেখা দাও--- দাও দেখিবারে দিবারাত্রি যুগ্ম শোভা যুক্ত একাধারে ;– মিটায়ে গো তৃষ্ণ৷ আজি উপকণ্ঠ ভরি’ বেদনার মহানন্দরসপান করি । রচিব নিকুঞ্জ মোর বিশ্ববিটপীতে— তুলসী মঞ্জরী মালা গ্রন্থিত যাহায় ; নিম্ব আর দেবদারু যার চারিভিতে, লভিব বিশ্রাম সেথা শ্মশান শয্যায়। ঐযতীন্দ্রমোহন বাগচী ।