পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা। छब्रन-छौवन-न७ ।। ● > は জীবন-দণ্ড । ( বেলজীক হইতে ) ফ্রাসের এক তরুণ কৰ্ম্মচারী মেগুণসহরের শৈলস্থিত প্রাসাদ-সংলগ্ন বাগানের প্রাচীরের কাছে বসিয়াছিল । মাথার উপর স্পেনদেশমুলভ মৃদ্ধ নীল আকাশের চাদোয়া, নিম্নে চন্দ্রতার-কিরণে সমুজ্জল শৈললগ্ন সুন্দর উপত্যক। একটি মুঞ্জরিত কমললেবু গাছে হেলান দিয়া একশত ফিট নীচে অবস্থিত মেও সহরের পানে সে চাহিয়াছিল । তাহার মনে হইতেছিল, যেন এই সহরটি উত্তর • বায়ুতে উড়িয়া আসিয়া শৈলের সামুদেশে আশ্রয়স্বরূপ রহিয়া গিয়াছে । অদ্যদিকে বিপুল সমুদ্র, সুবিস্তৃত রজত উড়ানির মত তটের বন্ধনে মুপ্তিমুথে একরূপ শাস্ত হইয়৷ পড়িয়াছিল। প্রাসাদটি আলোকময় ; নৃত্যগীত-আমোদ ও হাসিগানের দুর মৃদ্ধশব্দ বীচিমৰ্ম্মরের সহিত মিলিয়া বাতাসে ভাসিয়া আসিতেছিল। . স্পেনের জনৈক সন্ত্রান্ত ব্যক্তি এই প্রাসীদের অধিকারী। তিনি ও র্তাহার পরিবারবর্গ তখন সেখানে বাস করিতেছিলেন । সারা বিকাল ধরিয়া তাহার জ্যেষ্ঠ। কস্তাটি যেরূপ করুণামাখা স্নেহব্যাকুলতার সহিত এই যুবককে নিরীক্ষণ করিয়া আসিতেছে, তাহাতে এই ফরাসী যুবকের হৃদয়ে যে একটা স্বপ্ন-ভাবনা জাগিয়া উঠিবে, ইহাতে আর বৈচিত্র্য কি ! ক্লেরা সুন্দরী ; সন্ত্রাস্তবংশীয় স্পেনবাসী ষে এক ফরাসী মুদী-তনয়ের হস্তে কন্ত। সমর্পণ করিবেন না,ইহা সে জানিত। বিশেষতঃ ఫి 9 স্পেনীয়ের তখন ফরাসীদিগকে ঘৃণা করিত। সেই রাজ্যের শাসনকৰ্ত্ত জেনারেল গতিয়ে এই মার্কয়েসকে ফার্দিনন্মের বিপক্ষে ষড়যন্ত্রকারী বলিয়াই সন্দেহ করিতেন। মার্কয়েস ও তাহার অনুগত লোকজনকে ংযত রাখিবার জন্য ভিক্টরের অধীনে একটি সেনাদল নিযুক্ত ছিল। বিশেষতঃ এদিকে মার্শেলনের প্রেরিত সংবাদে শীঘ্রই ইংরাজ অভিযানের সম্ভাবনা বুঝা যাইতেছে এবং তাহাতে মার্ক,য়েসেরও সহযোগিতার কথা নিতান্ত গোপন ছিল না । সেই কারণেই স্পেনীয়দের সাদর আহবান সত্ত্বেও ভিক্টর বরাবর সতর্ক ছিল । নীচের দিকে চাহিয়া মার্কয়েসের অকৃত্রিম বন্ধুপ্রীতি ও স্পেনবাসীদিগের শান্ত মৌন বাধ্যতার সঙ্গে জেনারেল গতিয়ের সন্দেহ কি করিয়া খাপ খায়, সে তাহাই ভাবিতেছিল। কিন্তু হঠাৎ এক নিমেষে সমস্ত চিন্তাজtল ছিন্ন করিয়া একটা আত্মরক্ষার ভাব ও দ্যায়সঙ্গত কৌতুহল তাহার মনে জাগিয়া উঠিল। আজিকার সেণ্ট জেম্স উৎসবে প্রাসাদ ব্যতীত অদ্য সকল স্থানে এ সময় আলো জালাইয়া রাখা ত সে নিষেধ করিয়া দিয়াছে, তবে এ আলোক-রশ্মি কোথা হইতে আসে ? এ কি ! চৌকিস্থান হইত্তে : তাহারি নিযুক্ত সৈন্তবর্গের বেয়নেট না মাঝেমাঝে ঝলসিয়া উঠিতেছে ? কিন্তু তখনে৷ চারিদিকে সুগভীর নিস্তব্ধতা ; স্পেনবাণী উৎসবে মাতিয়া উঠিয়ছে, বলিয়া ত, কোনো