পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t') { লক্ষণ দেখা যাইতেছে না ! স্থানে স্থানে পুলিশের উপর দৃষ্টি রাখিবার জন্ত, সে সৈন্তকৰ্ম্মচারী মোতায়েন রাখিয়া আসিয়াছে ; তবে, ইতিমধ্যে স্পেনীয়দের মধ্যে এমন কি ঘটতে পারে ? সে নীচে নামিতে আরম্ভ করিল। হঠাৎ পশ্চাদিকে মৃদ্ধ চরণধ্বনি শুনিয়া আবার থমকিয় দাড়াইল। কিন্তু পশ্চাতে চাহিয়া কিছুই সে দেখিতে পাইল না, কেবল সমুদ্র তার অসামান্ত ঔজ্জ্বল্য লইয়া দৃষ্টির সম্মুখে ঝলসিয়া উঠিল। তন্মুহূর্তেই সে এমন-কিছু দেখিল যাহাতে তাহার দৃষ্টিকে সে সহসা বিশ্বাস করিতে পারিল না । শরীরের মধ্য দিয়া যেন একটা কম্পন বহিয়া গেল ; বহুদূরে কতকগুলি জাহাজ ভাসিতেছিল, চাদের কিরণে তাহার চোখে, সেটা মোহ বিভ্রম বলিয়া মনে হইল । সেই সময় কর্কশ কণ্ঠে তাহার নাম উচ্চারিত হইতে গুনিয়া সে ফিরিয়া দেখিল, তাহারই এক অনুচর উপরে উঠিয়া আসিতেছে। সে আসিয়া জিজ্ঞাসা করিল “সেনাপতি, আপনি কি— ?” যুবক সতর্ক নিম্নস্বরে উত্তর করিল “ই, কি চাও।” “নীচে সব পাজি ব্যাটার পিপীলিকার মত্ত এদিক ওদিক ফিরিতেছে, আমি যা কিছু দেখিয়াছি, তাহাও শুনুন ।” “বল ।” "এইমাত্র এদিকে আমি প্রাগাদ হইতে আগত একটা লোকের অনুসরণ করিয়াছিলাম ; এত রাতে লণ্ঠনটা ভয়ানক সন্দেহের জিনিব । আমি মনে ভাবিলাম ব্যাটার আমাদের হাড়গোড় চিবিয়ে খেতে চায়। তাই এই পথে পাছে পাছে তার অন্ধি সন্ধি লক্ষ্য ख्छब्रडौ । श्रांचिन, ४७s१ করিতে গেলাম। দেখি একটা প্রকাগু জ্বালানি কাঠের আঁটি অল্প দূরে একটা উচু জায়গায় একেবারে শু,পাকার করিয়া রাখা हहेब्रएछ-" কথাটা শেষ হইল না । সহসা একটা ভয়ানক চীৎকার-ধ্বনি সহরের বুক চিরিয়া ভালিয়া উঠিল । সেই সঙ্গে একটা উজ্জল আলোও ভিক্টরের সম্মুখে ঝলসিয়া উঠিল। মাথায় গোলার আঘাত পাইয়া সৈন্তটি পড়িয়া গেল। যুবকের দশ-বারে পদ দুরে খড়কুট ও শুকুনে কাঠে দাউ দাউ করিয়া আগুন জলিয়া উঠিল। নাচঘরে মুহূর্বের মাঝে হাস্তগীত থামিয়া গেল। সহসা উৎসবের গীতধ্বনি ও মধুর উন্মাদনার স্থানে মৃত্যুর বিরাট স্তব্ধতা আসিয়া চারিদিক ঘেরিয়া বসিল ; শুধু মাঝে মাঝে অক্ষুট কাতরধ্বনিতে এই নিস্তব্ধতা ভঙ্গ হইতেছিল । কামানের বজ্রধ্বনি কঁাপিয়t কঁপিয়া সমুদ্রের বুকের উপর দিয়া বহিয়া গেল। ভিক্টরের ললাট ঘৰ্ম্মত্ত হইয়া উঠিল। হায় ! এই দুঃসময়ে একটা অসিও তাহার হাতে নাই । ইতিমধ্যে তাহার সব লোক যে নিহত হইয়াছে তাহা সে বুঝিতে পারিল । ইংরাজেরাও শীঘ্র আসিয়া পৌছিবে । বাচিয়া থাকিলে ভবিষ্যতে তাহার জন্ত অপমান সঞ্চিত হইয়া আছে, সে তাহ স্পষ্ট হৃদয়ঙ্গম করিল। উপত্যকার গভীরতা চক্ষুদ্বারা পরিমাপ করিয়া সে নীচে লাফাইরা পড়িতে উদ্যত হইল, অমনি নিঃশেষে ক্লেরা আসিয়া পশ্চাৎ হইতে তাহাকে ধরিয়া ফেলি। ক্লের বলিল, "পালাও, আমার ভাইরা তোমাকে মারিবার জন্ত অমুসরণ করিতেছে ; এদিকে পাহাড়ের