পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*>v সৈন্তদলের নিরাপদের জন্ত জেনারেল যথেষ্ট সতর্কতা অবলম্বন করিলেন। সৈন্তাবাসের জন্ত শিবির সংস্থাপন করিয়া পাহাড়ে উঠিয়া প্রাসাদ অধিকার করিলেন। লিয়াগোরস্ পরিবারের সকলেই অমুচর বর্গের সহিত বলনাচের সুবৃহৎ কক্ষে বন্দী হইলেন। সেই কক্ষের জানাল দিয়! উন্নত ভূমির নিম্নদেশে প্রসারিত মেও সহর অবস্থিত । জেনারেল বিচারে বসিলেন। দুই শত বন্দী স্পেনবাসীকে প্রাসাদসংলগ্ন উন্নত স্থানটির উপর গুলি করিয়া মারা হইল । এবং প্রাসাদের বন্দীদিগের জন্ত ফাসিকাষ্ঠ স্থাপিত হইল। তাড়াতাড়ি জেনারেলের নিকট আসিয়া ভিক্টর আবেগপূর্ণ ভগ্নকণ্ঠে বলিল “আমি আপনার নিকট একটা ভিক্ষা চাহিতে আসিয়াছি।” জেনারেল তীব্র “তুমি ?” ভিক্টর বলিল,“মাকুয়েস্ ফাসিকাষ্ঠ স্থাপিত হইতে দেখিয়াছেন ; তাহার পরিবারবর্গের নিধন-সাধনের জন্ত অন্ত কোনো উপায় অবলম্বন করিবেন এইটুকু তিনি আশা করেন।” জেনারেল বলিলেন,”আচ্ছ, তাই হউক।” ভিক্টর বলিল, “র্তারা আপনার কাছে আরো প্রার্থনা করেন যে, আপনি তাহাদিগকে ধৰ্ম্মের শেষ সাস্বনা গ্রহণ এবং বন্ধন মোচনের অনুমতি দিবেন । তাহার পলাইবার কোনো চেষ্টা করিবেন না, এরূপ প্রতিজ্ঞা করিতেছেন।” জেনারেল বলিলেন, “আচ্ছা আমি স্বীকৃত কিন্তু তুমি তাদের জন্ত দায়ী রহিলে।” ব্যঙ্গস্বরে বলিলেন ভারতী। ף לסצ tftaאי "বৃদ্ধ তাহার ছোট ছেলের জীবনের বিনিময়ে আপনাকে তাহার সমস্ত ধনসম্পত্তি দিতেও প্রস্তুত আছেন।” জেনারেল বলিলেন, “বাঃ ! তাঁর সব ত এখন রাজা জোশেফের ” কিছু ক্ষণ থামিয় অবজ্ঞাস্বচক মুখভঙ্গিসহকারে জেনারেল আবার বলিলেন “শেষ অনুরোধটির মৰ্ম্ম এখন আমি বেশ বুঝিতে পারিতেছি । ভালো তাহার বংশ বরাবর টি-কিয়া থাকুক, কিন্তু স্পেনবাসীরা তাহার বিশ্বাসঘাতকতা এবং শোচনীয় শাস্তির কথা চিরদিন স্মরণ রাখিবে। তার কোনো পুত্র যদি আজি জহলাদের কাজ কর ত তাকে তার জীবন এবং সমস্ত ধনসম্পত্তি ফিরাইয়া দিতে প্রস্তুত আছি । যাও, এ সম্বন্ধে আমাকে আর বেশী কথা বলিও না ।” গৰ্ব্বেদ্ধত লিয়াগেরিস পরিবার আজ মৰ্ম্মান্তিক শোকে দগ্ধ হইতেছে । ভিক্টর করুণার সহিত তাহাদিগের দিকে চাহিয়৷ দেখিল । গত রজনীতেই এই অনিন্দ্যরূপ বালিকাভুটিকে এবং তিন ভ্রাতাকে এই কক্ষের মাঝেই নৃত্যগীত-রঙ্গের মধুরোম্মাদে সে মগ্ন দেখিয়াছিল । এত শীঘ্র তাহাদের মুন্দর শিরগুলি স্কন্ধ হইতে বিচ্যুত হইয়া পড়িবে ! নিরুপায় ! এই কথাটা স্মরণ করিয়া ভিক্টর র্কাপিয়া উঠিল। তাহদের স্বর্ণাঙ্কিত চেয়ারে রজুবদ্ধ পিতা এবং মাত, র্তাহীদের দুইটি মেয়ে ও তিনটি ছেলে, গতিহীন মৌন হইয়া বলিয়া রহিয়াছে। তাহীদের সম্মুথে আট জন অমুচর পশ্চাদ্বদ্ধ হাতে দাড়াইয় আছে। এই পনের জনে পরস্পর মুখচাওয়াচায়ি করিতেছে। অন্তরে যে প্রবল চিস্তা