পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৫৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষষ্ঠ সংখ্যা । সকলের মুখই একটা প্রশান্ত গাম্ভীর্ঘ্যে মণ্ডিত; শুধু এক জনকে অত্যন্ত মলিন ও ফ্যাকাশে वशिघ्नt cवांक्ष श्हेल ; cन शृष्{-शांछ८कब्र वांछ्ब्र উপর হেলান দিয়াহঁাটিয়া আসিতেছিল। তাহtকেই কেবল ধৰ্ম্মযাজক সত্ত্বেন দিতেছিলেন— কেবল তাছাকেই, মরিবার যার ক্ষমতা নাই, যাহাকে কঠোর কর্তব্যের জন্ত সারাজীবনের জন্য আপনার সুখশাস্তি বিসর্জন দিয়া বঁচিতে হইবে, যাহাকে আজিকার মৃত্যু হইতে বঞ্চিত হইয় একই জীবনে শত সহস্ৰ মৃত্যুক্লেশ বরণ করিয়া লইতে হইবে । তারে আজ দণ্ড ! জীবন-দও ! সকলে বুঝিল জুয়ানিটো আজিকার জহ্নাদের কাজ করিতে প্রস্তুত হইয়াছে। বৃদ্ধ মাকুয়েস্ ও র্তাহার পত্নী, ক্লেরা ও মেরিকুইট এবং তাঁহাদের দুইটি ভাই বধ্যস্থান হইতে অল্পদুরে ভূমিতে ইটু গাড়িয়া বসিল। জুয়ানিটাে সেখানে আসিলে জহলাদ তাহাকে আড়ালে লইয়া দুই একটা উপদেশ দিল । তাহারা অত্যন্ত সহজভাবে হাটু গাড়িয়া বসিল । মুখভঙ্গিতে উত্তেজনা কিম্বা ভয়ের চিহ্লমাত্র ছিল না। ক্লেরা সকলের আগে আসিয়া জুয়ানিটোকে বলিল "জুয়ানিটে, আমার দুর্বলতার জন্ত আমাকে একটু দয়া করে, আমাকে দিয়াই তোমার কাজ আরম্ভ কবৃতে হবে ।” তখন বেগে কে একজন অপর প্রান্তে আসিয়া উপস্থিত হইল। ক্লের একরূপ প্রস্তুত হইয়াছিল, তাহার শুভ্র মরালগ্রীবাটি খড়েগর ধার পরখ করিবার জন্ত যেন উন্মুখ অধীর হইয়া উঠিয়াছিল । দেখিয়া ভিক্টরের চক্ষু স্থির এবং মুখ মলিন छब्रन-जैौवन-भ७ ।। ●、為 হইয়া গেল। হৃদয়ও কেমন এক আতঙ্কে কঁপিয়া উঠিল। তবু সে কোনোমতে নিকটে আসিয়া ক্লেরার কানে কানে বলিল, “তুমি আমাকে বিবাহ করলে জেনারেল তোমার জীবন-ভিক্ষা দিতে রাজী আছেন।” স্পেনমহিলা গৰ্ব্বিত ঘুণীর সহিত যুবকের দিকে চাহিল, তার পর মুখ ফিরাইয়া বলিল, “আঘাত কর, জুয়ানিটাে।” স্বর গভীর, দৃঢ়। ক্লেরার ছিন্ন শির ভিক্টরের পায়ের কাছে লুটাইয় পড়িল ; মাকুয়েস-পত্নীর সৰ্ব্বশরীর দিয়া একটা তড়িৎরেখা বহিয়া গেল ; তার পর আসিল, ফেলিপি । ছোট ম্যামুয়েল ভাইকে জিজ্ঞাসা করিল, “জুয়ানিটে, আমি ঠিক আছি ত ?” জুয়ানিটে তার বোনকে বলিল “মেরিকুইট, তুই র্কাদ্বছিস্ !” বালিকা উত্তর করিল, “ই দাদা, আমি তোমার কথা ভাবছি ; আমাদের ছেড়ে তুমি কি করে থাকূবে ভাই ?” 擎 肇 肇 擦 তার পর মাকু য়েস আসিয়া উপস্থিত হইলেন । তিনি তাহার সন্তানগণের রক্তধারা লক্ষ্য করিলেন, পরে নির্বাক নিম্পন্দ দর্শকমণ্ডলীর দিকে মুখ ফিরাইলেন। তার পর জুয়ানিটোর দিকে চাহিয়া হাত বাড়াইয়া দৃঢ় কণ্ঠে বলিলেন, “স্পেনবাসী ভাই সব, আমি আমার পুত্রকে পিতার আশীৰ্ব্বাদ দিয়ে যাচ্ছি। জুরানিটে, আজ তুমি মাকুয়েস ; খড়গ চালাও, কিছু ভয় করেন, এতে তোমার কোনো পাপ নেই। তুমি পুণ্য কাৰ্য্য করছ।” সৰ্ব্বশেষে ধৰ্ম্মযাজকের গায় ভর দিয়৷ জুয়ানিটোর মাত আসিলেন ; জুয়ানিটো