পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆa डोब्रडौं । করিয়াছেন। ডাচেস ক্লানচে সহচরিগণকে লইয়া উদ্যান ভবনে বাস করিতেছেন। মধ্যে মধ্যে ইতালি হইতে রাজপুত্রের সংবাদ লইয়া পত্রবাহক ডচেসের নিকট উপস্থিত হয়। তৎসঙ্গে অন্তান্ত দুইচারখানা ক্ষুদ্র পত্রও অন্ত দুইচারিজনের নামে থাকে। চসার যতগুলি পত্র লিখিতেন তাহার অধিকাংশই তাহার চিরপ্রিয় প্রেমহীন ফিলিপার উদ্দেশেই লিখিত । ক্রমে শীত যাইয়া বসন্ত আসিয়া উপস্থিত হইল। একদিন ফুলগন্ধ আমোদিত, বিহঙ্গকুলকুঞ্জনিত মধুর প্রভাতে ডাচেস কয়েকজন সহচরীকে সঙ্গে লইয়া উষ্ঠানভ্রমণে বাহির হইলেন। কিছুদূর যাইয়া রমণীগণ এক কুঞ্জ বিতানের ছায়াতলে গুণমল তৃণোপরি বহুমূল্য বস্ত্র বিছাইয়া উপবেশন করিলেন। ডাচেস্ মধ্যস্থলে, সহচরিগণ চতুর্দিকে । এমন সময়ে একজন আমোদপ্রিয়া সহচরী বলিয়া উঠিল—“আমি কুঞ্জের ধারে একটা জিনিষ কুড়াইয়া পাইয়াছি । জিনিষটা কাহার তা বলিতে পারি না, উপরের নামট পড়িতে পারিতেছি না।” বলিয়া, অর্থপূর্ণ কটাক্ষে ডাচেসের হস্তে একথানি ক্ষুদ্র পত্র দিল। ফিলিপ ব্যস্ত হইয়া ८मग्नि रूiफ़्ब्रि लझेदांब्र छछ झांड दांड़ाईल । ডাচেস তাহাকে বিরত করিয়া বলিলেন— *ছি ফিলিপ, ওরকম অসভ্যতা করিতে নাই ।” এই বলিয়া তিনি ধীরে ধীরে পত্ৰখানি খুলিয়া দেখিলেন তাহাতে দুইটি ছত্র কবিতা লেখা রহিয়াছে— দুখেরে এতই আমি করেছি আপন, সুখ সদা অাম হতে করে পলায়ন । বৈশাখ, ১৩১৭ এই দুই ছত্র পড়িয়াই ডাচেস বলিয়া উঠিলেন—“ফিলিপ, এ পত্র তোমার। কাব্যে প্রেম জানাইবার আমাদের কেহই নাই ।” ফিলিপ ক্রোধে উন্মত্ত হইয়া পত্রখানি র্তাহার হস্ত হইতে কাড়িয়া লইল, এবং মাথা নত করিয়া কঁদিতে লাগিল। কিন্তু তাহার অশ্রু দেখিয়া কাহারই দয়া হইল না । একজন জিজ্ঞাসা করিল—“আচ্ছা ভাই, কবির এত দুঃখী হয় কেন বল দেখি ?” অপর একজন উত্তর করিল—“এ আর বুঝতে পার না, বেচারারা এতই নিৰ্ব্বোধ যে ফিলিপার মত নিষ্ঠুর স্ত্রীলোককে ভিন্ন ভালবাসতে জানে না।” পত্র থানি যে প্রথমে বাহির করিয়াছিল সে বলিয়া উঠিল—“আহ চসার যদি আমাকে বিবাহ করিত ? ডাচেস বলিলেন—“তার আর কি, রাজপুত্রের সঙ্গে ফিরে এলেই তাকে বলব এখন ; অবশ্য যদি তার আগেই ইতালীতে কাহাকে ও বিবাহ না করিয়া বসেন।” ফিলিপা নিমেষ মধ্যেই চক্ষের জল মুছিয়া বেশ হাসিমুখ ধারণ করিয়াছিল। কিন্তু তাহার এ ভাবাস্তরে কেহ উপহাসক্ষান্ত হইল না। সেকালে স্ত্রীলোকেরা পরস্পরের প্রাণের দিকে চাহিয়া কথা কহিতে জানিতেন না । একজন বলিয়া উঠিল—“তা সে ইতালীতেই বিবাহ করুক আর এখানেই করুক, ফিলিপাকে যেন না করে। মুখ পোড়াবার ভয় যদি না থাকে তবেই সে আবার ফিলিপাকে পাবার জন্ত ব্যস্ত হবে।” ফিলিপ এক চপেটাঘাতে তাহার এ কথার উত্তর দান করিত, কেবল ডাচেস্.