পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯy8 छांब्रडॅी ॥ প্রবীভূত হইয়া গিয়াছে। ম্যাডাম কুরি এইক্ষণে ইহা পুনৰ্ব্বার বিশ্লেষণ করিয়৷ ইহার উপাদান নির্ণয় করিবেন। সম্ভবতঃ এক বৎসরের মধ্যেই তিনি এই কাৰ্য্য সমাপন করিতে পারিবেন। পিসাননগরীর আনত প্রাসাদ। পিসানগরীর আলত প্রাসাদের ( Leaning Tower ) কথা অনেকেই অবগত আছেন। অনেকেরই ৰিশ্বাস যে কোনরূপ ঘটনা চক্রে এই প্রাসাদ এক দিকে হেলিয়া পড়িয়াছে। কিন্তু মিঃ গুডেয়ার সাহেৰ নানারূপ পরীক্ষা করিয়া স্থির করিয়াছেন ষে ইহ। আবহমান কাল এইরূপ অবস্থাতেই আছে এবং স্থপতিগণ সুকৌশলে এই কাৰ্য্য সমাধা করিয়াझिालन । यमा श्रांयब्राँ अझे यांनाम निर्मृt१ ट्रखांख সংক্ষেপে আমাদের পাঠকপাঠিকাদিগকে উপহার দিব । ১১৭. খন্টাব্দে বোনানাস এই প্রাসাদ নিৰ্মাণ অীরস্ত করেন । ১৬ বৎসরে চারিতলা প্রস্তুত হয় । ১২৩৩ খৃষ্টাৰে ৰেনিনাটাে পঞ্চমতল ১৭৮৬ সনে উইলমৃভন ইন্সব্ৰাচ ধষ্ঠতল এবং ১৩৫ সনে টমাপে ডি পিসা ইহার নির্মাণ কাৰ্য্য শেষ করেন। প্রাসাদ নিৰ্ম্মাণ কালে যতই ইহা উচ্চে উঠিতেছিল তত্তই ইহাকে লম্বের দিকে হেলাইয় দেওয়া হইতেছিল। গুডিয়ার সাহেব বলেন যে প্রাসাদের চক্রসি"ড়িটি ( spiral staircase) যেদিকে প্রাসাদ হেলিয়া রহিয়াছে সেই দিকেই আয়তনে বড় করা হইয়াছে এবং সুবিধানুসারে ও প্রয়োজন বুঝিরা এই সিড়ি ছোট বড় করা হইয়াছে। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকের মধ্যস্থলের প্রবেশদ্বার প্রস্থে ৩৮• ফুট এবং উচ্চে ৭৯৪ ফুট । উত্তর দিকে, মধ্যস্থলের উচ্চতা ৭৬৩ ফুট পরে ক্রমে ক্রমে উপরে হেলান দিকে ৮১২ ও নিম্নে ৯১৭ ফুট ; এই স্থলের ছাদ গড়ে ৮৬৪ ফুট উচ্চ । সিড়ির পরবর্তী বঁকে “টার্ণে" উহাকে কমাইয়। উত্তর দিকে ৭৮০ ফুট এবং হেলান দিকে পুনৰ্ব্বার ৮.৪৫ করা হইয়াছে। সিড়ি আবার যেমন ঘুরিয়া উত্তরে অসিয়াছে অমনি আবার তাহাকে কমাইয় ৭,২৭ ফুট করা হইয়াছে । চারিতলার পরে আর সিড়ি নাই । বৈশাখ, ১৩১৭ গুডেয়ীর সাহেব বলেন যে চারিতল পৰ্য্যন্ত সি"ড়ি করায় ইহারই নিৰ্ম্মাণ কৌশলে এই হেলান প্রাসাদ স্থির রহিয়াছে । প্রথম তলার ছাদটাকেও নিজেদের প্রয়োজন সাধনোদ্দেশ্বে আনতির দিকে নীচু করা হইয়াছে। এই সমস্ত বিষয় পৰ্য্যালোচনা করিলে স্পষ্টই প্রতীয়মান হয় যে প্রাসাদটার নির্মাণ কৌশলেই ইহা অাৰহমান এই ভাবেই আছে । পঞ্চমতল হইতে এরূপ কোন ব্যবস্থা নাই । কারণ স্বরূপ গুডেয়ার সাহেব বলেন যে পঞ্চমতলা নিৰ্ম্মাণ নিযুক্ত মিন্ত্রীগণ এতদিনেও প্রাসাদের কোন পরিবর্তন হইল না দেখিয়৷ আর কোন কৃত্রিম উপায় অবলম্বন করিল না। প্রাসাদ নিৰ্ম্মাণের চারি শত বৎসর পরে কোন গ্রন্থকার লিখিয়া গিয়াছেন যে ভিত্তি বসিয়া যাওয়াতে প্রাসাদ হেলিয়া পড়িয়াছে । বস্তুতঃ তাছার বুত্তাস্ত স্বকপোল কল্পিত । যাহাতে এই প্রাসাদ চিরকালই এই ভাবে থাকিয়া পৃথিবীর সপ্তম আশ্চয্যের এক অtশ্চৰ্য্য হইতে পারে সেই প্রণালীতেই ইহা নিৰ্ম্মিত । জাপানে চৌর্য্যবৃত্তি। স্বপ্রসিদ্ধ ফরাসী সংবাদ পত্র La Revue পত্রে জাপানে কি প্রকারে বালকদিগকে চেয্যবৃত্তি শিক্ষা দেওয়া হয় তাহার বুত্তান্ত প্রকাশিত হইয়াছে । সে দেশে রীতিমত চৌধ্য বিদ্যালয় অাছে, এবং তথায় পাক চোরগণ বালকবালিকাদিগকে বাল্যকাল হুইতেই প্রভাহ চৌর্যাবৃত্তি শিক্ষা দেয় । তাহার পর কোন আমোদ প্রমোদের সময় তাহাদের চুরি করিতে পাঠায় এবং তাহার নিরাপদে কাৰ্য্য সমাধা করিলে তাহাদিগকে পুরস্কার দান করে । যাহার। নিৰ্ব্বিঘ্নে কায্য সমাপন করিতে পারে না তাহদের স্কুল হইতে বহিস্কৃত করিয়া দেয়। এইরূপে যাহারা চুরিবিদ্যায় পাকিয় যায় তাহার ক্রমে বিদ্যালয়ের অধ্যাপক পদে নিযুক্ত হয় । প্রত্যেক চোরের নিয়মমত কায্যের ৰিভাগ আছে । কেহ রাস্তায়, কেহ দোকানে, কেহ থিয়েটারে, কে5 রেলগাড়ীতে চুরী করে । পুলিস এই সকল স্কুলের বিষয় অবগত থাকিলেও, ইহাদের বিরুদ্ধে সাধারণত: কোন অভিযোগ ধৰ্ম্মাধিকরণে জানয়ন করে না । ‘বাবু ইংরাজি । ( য়্যাণ্ড ল্যাংসাহেব লিখিত ) বাবু ইংরাজি’ৰলিয়া আমরা অনেক