পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, প্রথম সংখ্যা । এলে কবে ?” নীরদ উত্তর করিল “মিথ্যে চাকরদের গাল দিচ্চো কেন, তারা ল্যাম্পট, ভাঙ্গেনি ; রাজার দেশের আমদানি তাই গকে খাতির করে তুলে রেখেছি। কি জানি কোন দিন কি ক্রটি পেয়ে চঠে ওঠে। তুমি এলে কবে ?” “আমি আজ এসেছি । বাঃ আমার প্রশ্নটার উত্তরই দেওয়া হলো না ! কোথায় যাওয়া হয়েছিল বলে। তো ?” নীরদ পুনশ্চ আলোর দিকে ঝু কিয়া পুথির উপর দৃষ্টি নিবদ্ধ করিয়া পাতাখান উণ্টাইয়া কহিল “রামনাদ ।” “কি জন্তে ?” নীরদ হাসিল “পুলিষের মতন জুলুম আরম্ভ করলে যে ! দোহাইদারোগ সাহেব ! তোমার সোনার ‘দোন্ত’ কলম হোক ; গরীবকে আর অনর্থক পীড়ন করেন । তুমি বিলক্ষণ জানে। সেখানে কাজের জন্ত আমায় মধ্যে মধ্যে যেতে হয়।” যোগেন্দ্র এদিক ওদিক চাহিয়া দেখিয়। বিরক্তভাবে বলিল "একটা খাট বা কেদার কিছুই নাই, বসা যায় কোথা !” নীরদ কুমার তৎক্ষণাৎ বলিয়া উঠিল “কেন মেজেতে ত বিছানা পাতা রয়েছে বসে ন! ।” যোগেন্দ্র বসিলন, দাড়াইয়াই বলিল "এটা একেবারেই অনভ্যাস হয়ে পড়েছে। নীচু হওয়া পোষায় না ; চলে অন্ত ঘরে ।” নীরদকুমার জেদ করিয়া বলিল “দুদিন কেরাণিগিরি করে চির কালের অভ্যাস একেবারে জন্মের মতন ফুরিয়ে গেল, ওগো মশায় ! লঙ্গিালির ছেলে বাঙ্গালা চালই ভাল। ম৷ রিত্রীর কোলে বলে দেখ দেখি কতো আরাম পাও 1” পোধ্যপুত্র । & & “ইস একমাসে একেবারে সত্যানন্দ হয়ে উঠেছে যে তুমি যা করবে তাই বাড়াবাড়ি ।” নীরদ না হাসিয়া গম্ভীর ভাবে তামাসাটা গায়ে লইয়া বলিল “আশীৰ্ব্বাদ করে তাই যেন হতে পারি।” অগত্যাই যোগেন্দ্রকে তাহার বিপুল দেহভীর ভূমিতেই হস্ত করিতে হইল। আজ তাহার অনেক গুলো ঝগড়া জমা করা আছে তাহা লইয়া তীক্ষ তীক্ষ্ণ শ্লেষের শরবর্ষণে তাহাকে ক্ষত বিক্ষত করিয়া তুলিতে সে দৃঢ়সংকল্প,—তাই আর অন্ত তর্ক তুলিল না । নহিলে তর্ক করিতে সে কম মজবুত নহে। আসন গ্রহণ করিয়া বলিল “পিসে মশায়ের কাছে আমার মুখ দেখানে ভার হয়েছিল তুমি আমায় কি অপ্রতিভটাই না করলে ! তোমার ব্যবহারে আমি আশ্চৰ্য্য হয়েছি।” ইচ্ছা করিয়াই যোগেন্দ্র কথাগুলা যথাসাধ্য কড়া করিয়া বলিল । কিন্তু শ্রোতা তাহাতে উত্তেজিত হইল না, ঈষৎমাত্র চঞ্চলভাবে জিজ্ঞাসা করিল “আমার ব্যবহারে । কেন ?” “কেন ? সেদিন তুমি তার সঙ্গে দেখা করতে গিয়ে কিরকম আ ভদ্রের মতন হঠাৎ চলে এলে ! তার পর সহসা একেবারে নিরুদ্দেশ ! যেন কোন দাগী আসামী পুলিশের ভয়ে লুকিয়ে ফিরচে -এমনি ধরণটা। তার পরিবার বর্গের সঙ্গে খুব আলাপ পরিচয় অথচ তার সঙ্গে দেখtট পৰ্য্যস্ত নয়, এর মানে কি ?” নীরদ কুমার কোন উত্তর প্রদান করিল না ! মুখটা একটু নীচু করিয়া নীরবে পুথির